নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম—
A
কালকূট
B
সুনন্দ
C
জাবালি
D
চিত্রগুপ্ত
উত্তরের বিবরণ
• নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যবহৃত ছদ্মনাম — সুনন্দ।
অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ও ভ্রমর।
- বিমল মিত্রের ছদ্মনাম- জাবালি।
- সতীনাথ ভাদুড়ীর ছদ্মনাম- চিত্রগুপ্ত।

0
Updated: 12 hours ago
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে- [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভিয়েতনাম
D
বাংলাদেশ
পোশাক রপ্তানি – ২০২৪
-
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সম্প্রতি Key Statistics and Trends in International Trade 2024 প্রতিবেদন প্রকাশ করেছে।
-
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মোট ৫৫৭.৫০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে।
-
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে চীন।
-
দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যার রপ্তানি আয় ছিল ৩৮.৪৮ বিলিয়ন ডলার।
-
বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.২১%।
-
তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।

0
Updated: 1 month ago
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
Created: 3 weeks ago
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
Created: 2 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
কাজী নজরুল ইসলাম
C
নির্মলেন্দু গুণ
D
রবীন্দ্রনাথ ঠাকুর
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, বারহাট্টার কাশবন, নেত্রকোনা
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী
-
পরিচয়: বাংলাদেশের কবিদের কবি
-
পুরস্কার:
-
১৯৮২: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৮২: আলাওল সাহিত্য পুরস্কার
-
২০০১: একুশে পদক
-
রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
ও বন্ধু আমার
-
চাষাভূষার কাব্য
-
পৃথিবীজোড়া গান
-
দূর হ দুঃশাসন
-
ইসক্রা
-
নেই কেন সেই পাখি
-
মুজিব-লেনিন-ইন্দিরা
-
শিয়রে বাংলাদেশ
রচিত ভ্রমণকাহিনি
-
ভগলার তীরে
-
গীনসাবার্গের সঙ্গে
-
আমেরিকায় জুয়ালেখার স্মৃতি
-
ভ্রমি দেশে দেশে

0
Updated: 2 weeks ago