কোনটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি?
A
কণ্ঠস্বর যাচাইকরণ
B
আঙুলের ছাপ
C
স্বাক্ষর শনাক্তকরণ
D
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
No subjects available.
উত্তরের বিবরণ
আঙুলের ছাপ একটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি, যা মানুষের শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় যাচাই করে। বায়োমেট্রিক্স মূলত এমন একটি প্রযুক্তি যেখানে ব্যক্তির দেহের বৈশিষ্ট্য বা আচরণকে ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়।
-
বায়োমেট্রিক্স হলো এমন প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে পরিচয় নিশ্চিত করা হয়।
-
এটি দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখের অবয়ব বা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।
বায়োমেট্রিক্স সাধারণত দুই ধরনের হয়ে থাকে:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ শনাক্তকরণ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ
-
চোখের আইরিস শনাক্তকরণ
২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতির ভিত্তিতে যাচাইকরণ
বায়োমেট্রিক্স পদ্ধতি বর্তমানে ব্যাংকিং, নিরাপত্তা ব্যবস্থা, মোবাইল ফোনের লক এবং সরকারি সেবায় পরিচয় যাচাইয়ের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

0
Updated: 12 hours ago
WWW-তে তথ্য আদান-প্রদানের জন্য কোন প্রটোকল ব্যবহৃত হয়?
Created: 12 hours ago
A
WTP
B
UDP
C
HTTP
D
IMAP
সাধারণ জ্ঞান
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (World Wide Web - WWW)
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
No subjects available.
WWW বা World Wide Web হলো এমন একটি বিস্তৃত তথ্য ব্যবস্থা যেখানে একাধিক ওয়েব সার্ভার ও ওয়েব পেজ একত্রিত হয়ে ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। এখানে তথ্য আদান-প্রদানের জন্য HTTP (Hyper Text Transfer Protocol) ব্যবহৃত হয়।
-
এটি একটি বৃহৎ সিস্টেম, যা বহু সার্ভার (ওয়েব সার্ভার) সংযুক্ত হয়ে গঠিত হয়।
-
ইন্টারনেট ব্যবহারকারীদের যেকোনো ধরনের তথ্য প্রদান করতে সক্ষম।
-
টিম বার্নার্স-লী (Tim Berners-Lee) কে ওয়েবের জনক বলা হয়।
-
তিনি ১৯৮৯ সালে এই ওয়েব ব্যবস্থা উদ্ভাবন করেন।
-
এটি মূলত সুইজারল্যান্ডের গবেষকদের মাধ্যমে তৈরি একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম।
-
WWW অনেকগুলো ওয়েব সার্ভার ও ওয়েব পেজ নিয়ে গঠিত একটি বিস্তৃত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।
-
এর বৈশিষ্ট্য হলো বিশেষ যোগাযোগ ভাষা HTTP (Hyper Text Transfer Protocol) ব্যবহার।
-
HTTP হলো এমন একটি প্রটোকল যা ইন্টারনেটে TCP/IP প্রটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে যোগাযোগ স্থাপন করে।
WWW ব্যবহারের মাধ্যমে মানুষ সহজে ওয়েব ব্রাউজার ব্যবহার করে যেকোনো তথ্য অনুসন্ধান, দেখা এবং শেয়ার করতে পারে।

0
Updated: 12 hours ago
নিচের কোনটি ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না?
Created: 8 hours ago
A
তরল কার্বন ডাই-অক্সাইড
B
তরল নাইট্রোজেন
C
হিলিয়াম গ্যাস
D
ইথাইল ক্লোরাইড
সাধারণ জ্ঞান
ক্রায়োসার্জারি (Cryosurgery)
তথ্য প্রযুক্তি
তথ্য প্রযুক্তির ধারণা (Information Technology - IT)
No subjects available.
হিলিয়াম গ্যাস ক্রায়োসার্জারিতে ব্যবহার হয় না। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিমাত্রায় ঠান্ডা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ও টিস্যু ধ্বংস করা হয়। সাধারণত এতে তরল নাইট্রোজেন বেশি ব্যবহৃত হয়।
• ক্রায়োসার্জারি
-
এটি এক ধরনের সার্জিক্যাল চিকিৎসা, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
-
এই ঠান্ডার কারণে টিস্যুর ভেতরে বরফকণা তৈরি হয় এবং কোষগুলো নষ্ট হয়ে যায়।
• ব্যবহৃত রাসায়নিক পদার্থসমূহ
-
তরল নাইট্রোজেন
-
তরল কার্বন ডাই-অক্সাইড
-
নাইট্রাস অক্সাইড
-
আর্গন
-
ইথাইল ক্লোরাইড
-
ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি
উৎস:

0
Updated: 8 hours ago
কোন কী কমান্ড দিয়ে লেখা পেস্ট করা হয়?
Created: 12 hours ago
A
Shift + S
B
Shift + V
C
Ctrl + S
D
Ctrl + V
Ctrl + V কমান্ড ব্যবহার করে লেখা বা কনটেন্ট পেস্ট করা যায়। এ ছাড়া বিভিন্ন শর্টকাট কমান্ড আছে যেগুলো ডকুমেন্টে কাজকে সহজ করে তোলে। নিচে কিছু গুরুত্বপূর্ণ কমান্ড দেওয়া হলো।
-
Ctrl + O ডকুমেন্ট ওপেন করার জন্য ব্যবহার হয়।
-
Ctrl + N নতুন ডকুমেন্ট তৈরি করে।
-
Ctrl + S ডকুমেন্ট সেভ করার জন্য ব্যবহৃত হয়।
-
Ctrl + W ডকুমেন্ট ক্লোজ করতে ব্যবহৃত হয়।
-
Ctrl + C নির্বাচিত কনটেন্ট কপি করে ক্লিপবোর্ডে পাঠায়।
-
Ctrl + V ক্লিপবোর্ডে থাকা কনটেন্ট পেস্ট করে।
-
Ctrl + B নির্বাচিত লেখা বোল্ড করে।
-
Ctrl + I টেক্সটে ইটালিক ফরম্যাটিং প্রয়োগ করে।
-
Ctrl + U টেক্সটে আন্ডারলাইন যোগ করে।
-
Ctrl + [ (Left Bracket) ফন্টের সাইজ ১ পয়েন্ট কমায়।
-
Ctrl + ] (Right Bracket) ফন্টের সাইজ ১ পয়েন্ট বাড়ায়।
-
Ctrl + E টেক্সটকে সেন্টারে সাজায়।
-
Ctrl + L টেক্সটকে বামদিকে সাজায়।
-
Ctrl + R টেক্সটকে ডানদিকে সাজায়।
-
Esc কোনো কমান্ড বাতিল করতে ব্যবহৃত হয়।
-
Ctrl + Z সর্বশেষ কাজ Undo করে।
-
Ctrl + Y প্রয়োজনে Redo করে।
-
Alt + W জুম ম্যাগনিফিকেশন সমন্বয় করে।
এই কমান্ডগুলো ডকুমেন্ট এডিটিং ও ফরম্যাটিং দ্রুত এবং কার্যকরভাবে সম্পন্ন করতে সাহায্য করে।

0
Updated: 12 hours ago