নিচের কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
A
নিরপরাধী
B
সৌন্দর্যতা
C
নীরোগী
D
অচিন্তনীয়
উত্তরের বিবরণ
• 'অচিন্তনীয়' — শব্দটির প্রয়োগ শুদ্ধ। অনীয় প্রত্যয়যোগে অচিন্তনীয় শব্দটি গঠিত হয়েছে।
এর অর্থ - অবিশ্বাস্য; অসামান্য; অদ্ভুত।
অন্য অপশনের অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ হলো:
- সৌন্দর্যতা - সৌন্দর্য,
- নিরপরাধী = নিরপরাধ।
- নীরোগী = নীরোগ ইত্যাদি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'পক্ষ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
Created: 1 month ago
A
পক্খো
B
পোঁক্খ
C
পোক্খো
D
পোক্ক্ষ
বাংলা ভাষায় ‘অ’ বর্ণের উচ্চারণ দুইভাবে ঘটে: [অ] এবং [ও]।
- 
সাধারণ উচ্চারণ [অ]: স্বাভাবিকভাবে অ বর্ণকে [অ] হিসেবে উচ্চারণ করা হয়। - 
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা্], অনাথ [অনাথ্]। 
 
- 
- 
[ও] রূপে উচ্চারণ: পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো অ বর্ণকে [ও]-এর মতো উচ্চারণ করা হয়। - 
উদাহরণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো], অদ্য [ওদ্দো], মন [মোন্]। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
Created: 1 month ago
A
জয়ের ইচ্ছা
B
হত্যার ইচ্ছা
C
বেঁচে থাকার ইচ্ছা
D
শোনার ইচ্ছা
এক কথায় ইচ্ছার প্রকাশ
- 
বেঁচে থাকার ইচ্ছা → জিজীবিষা 
- 
জয়ের ইচ্ছা → জিগীষা 
- 
হনন (হত্যা) করার ইচ্ছা → জিঘাংসা 
- 
শ্রবণ (শোনা) করার ইচ্ছা → শ্রবণেচ্ছা 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমী অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
Created: 3 months ago
A
হিন্দি
B
উর্দু
C
পর্তুগিজ
D
গ্রিক
• পর্তুগিজ শব্দ- পেয়ারা।
• পর্তুগিজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
আনারস, আতা, র্গীজা, পেঁপে, সাবান, চাবি, সালোয়ার, বালতি, গুদাম, পাউরুটি , পাদ্রি, বালতি, কামরা, বোতল জানালা, বোতাম, গামলা , সাবান, তোয়ালে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago