‘যোগাযোগ’ উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম কী?
A
নিখিলেস
B
অমিত
C
মধুসূদন
D
নবকুমার
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো: গ) মধুসূদন
অন্যান্য অপশনের ব্যাখ্যা:
- 
নিখিলেশ: তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র। 
- 
অমিত: তিনি শেষের কবিতা উপন্যাসের নায়ক। 
- 
নবকুমার: তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের চরিত্র। 
যোগাযোগ উপন্যাস সম্পর্কিত আলোচনা
রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। পরে উপন্যাসটির নামকরণ হয় যোগাযোগ। এই উপন্যাসে কুমোদিনীর স্বামীর নাম হলো মধুসূদন।
কাহিনিতে কুমোদিনী ও মধুসূদনের সম্পর্কের মধ্য দিয়ে পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, শ্রেণিগত বৈষম্য, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও টানাপোড়েন ফুটে উঠেছে। শেষ পর্যন্ত কুমোদিনী দ্বিধাগ্রস্ত অবস্থায় স্বামীর কাছে সমর্পিত হলেও তার ভেতরে এক বিদ্রোহী নারীর সত্তা স্পষ্টভাবে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস
- 
ঘরে-বাইরে 
- 
চোখের বালি 
- 
শেষের কবিতা 
- 
যোগাযোগ 
- 
নৌকাডুবি 
- 
গোরা 
- 
রাজর্ষি 
- 
চার অধ্যায় 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 1 month ago
A
উপন্যাস
B
গল্পগ্রন্থ
C
প্রবন্ধগ্রন্থ
D
কাব্যগ্রন্থ
'চিত্তনামা' কাব্যগ্রন্থ
- 
রচয়িতা: কাজী নজরুল ইসলাম 
- 
বিষয়: দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 
- 
প্রেক্ষাপট: ১৩৩২ বঙ্গাব্দের ২ রা আষাঢ়ে চিত্তরঞ্জন দাশ মৃত্যুবরণ করলে, নজরুল অর্ঘ্য, অকাল-সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপ্তন, রাজভিখারি নামক কয়েকটি কবিতা সমকালীন পত্রিকায় লিখেন। 
- 
কবিতাগুলোয় চিত্তরঞ্জনের প্রতি কবির আবেগমিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়। 
- 
প্রকাশকাল: ১৯২৫ খ্রিস্টাব্দ (১৩৩২ বঙ্গাব্দ) 
কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থসমূহ
- 
অগ্নি-বীণা 
- 
সঞ্চিতা 
- 
চিত্তনামা 
- 
মরুভাস্কর 
- 
সর্বহারা 
- 
ফণি-মনসা 
- 
চক্রবাক 
- 
সাম্যবাদী 
- 
ছায়ানট 
- 
নতুন চাঁদ 
- 
পুবের হাওয়া 
- 
জিঞ্জির 
- 
বিষের বাঁশি 
- 
দোলনচাঁপা 
- 
চন্দ্রবিন্দু 
- 
সিন্ধু হিন্দোল 
- 
ভাঙার গান 
- 
সন্ধ্যা ইত্যাদি 
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
’সঞ্চিতা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
প্রমথ চৌধুরী
D
কাজী নজরুল ইসলাম
'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের একটি কবিতা সংকলন, যা ১৯২৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। গ্রন্থটি তিনি উৎসর্গ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এতে মোট ৭৮টি কবিতা ও গান অন্তর্ভুক্ত, এবং নজরুলের কবিতার ধারা বোঝার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকলন।
- 
কাজী নজরুল ইসলাম: - 
১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ভারতের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- 
ছেলেবেলায় লেটো গানের দলে যোগ দেন। 
- 
পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। 
- 
১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। 
- 
তাঁকে বাংলা সাহিত্যে 'বিদ্রোহী কবি' বলা হয়। 
- 
মাত্র চল্লিশ বছর বয়সে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান। 
- 
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 
- 
তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি মর্যাদায় ভূষিত করা হয়েছে। 
 
- 
- 
কাজী নজরুল ইসলাম রচিত গুরুত্বপূর্ণ কাব্যসমূহ: - 
অগ্নিবীণা 
- 
বিষের বাঁশি 
- 
ছায়ানট 
- 
প্রলয়শিখা 
- 
চক্রবাক 
- 
সিন্ধুহিন্দোল 
- 
সঞ্চিতা 
- 
সর্বহারা 
- 
জিঞ্জির 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
’দি আগলি এশিয়ান’ উন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
হুমায়ূন আহমেদ
B
সৈয়দ আলী আহসান
C
শওকত ওসমান
D
সৈয়দ ওয়ালীউল্লাহ্
• ‘দি আগলি এশিয়ান’ উপন্যাস:
- ‘দি আগলি এশিয়ান’ সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
- এ উপন্যাসে পূর্ববঙ্গের রাজধানী শহরকে (নাম নেয়া হয়নি) কেন্দ্র করে রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ, সেনাবাহিনীকে দিয়ে সামরিক আইন জারি, সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণ অধিকার খর্ব করা, দেশে সাম্যবাদী উত্থান প্রচেষ্টা বাধাগ্রস্ত করা ইত্যাদি প্রধান হয়ে উঠেছে।
- সামরিক আইন জারি করিয়ে সেনাবাহিনী দিয়ে বা নিজেদের সমর্থনপুষ্ট পুঁজিবাদীদের কাজে লাগিয়ে মার্কিন দেশ তখন এশিয়ার প্রতিটি দেশেই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিল।
- এশিয়ার এই কদর্য রূপকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ এই উপন্যাসে তুলে ধরেছেন।
• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- সৈয়দ ওয়ালীউল্লাহ ছিলেন একজন কথাসাহিত্যিক, নাট্যকার।
- তিন ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন।
- তিনি ফেনি স্কুলের ছাত্রাবস্থায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখ পত্রিকার সম্পাদনা করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘হঠাৎ আলোর ঝলকানি’। এটি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়।
- ১৯৪৫ থেকে ১৯৪৭ পর্যন্ত কলকাতার ‘দৈনিক স্টেটসম্যান’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
- তারঁ রচিত প্রথম উপন্যাস ‘লালসালু’ (১৯৪৮)।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো।
- দি আগলি এশিয়ান।
• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।
• তাঁর রচিত নাটক:
- বহিপীর,
- তরঙ্গভঙ্গ,
- সুরঙ্গ,
- উজানে মৃত্যু।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago