'বিলাতফেরত' — কোন তৎপুরুষ সমাস?
A
পদলোপী
B
ষষ্ঠী
C
পঞ্চমী
D
চতুর্থী
উত্তরের বিবরণ
• পঞ্চমী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে পঞ্চমী বিভক্তি (হতে, থেকে ইত্যাদি) লোপে যে তৎপুরুষ সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে।
যথা
- খাঁচা থেকে ছাড়া = খাঁচাছাড়া,
- বিলাত থেকে ফেরত = বিলাতফেরত ইত্যাদি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'তিনি বাড়ি গেলেন।' - ক্রিয়ার কোন কাল নির্দেশ করে?
Created: 3 weeks ago
A
পুরাঘটিত বর্তমান কাল
B
সাধারণ অতীত কাল
C
পুরাঘটিত অতীত কাল
D
সাধারণ বর্তমান কাল
‘তিনি বাড়ি গেলেন’ বাক্যটি সাধারণ অতীত কালের উদাহরণ।
- 
সাধারণ অতীত কাল: বর্তমান কালের পূর্বে যে কোনো ক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তার সংঘটনকালকে সাধারণ অতীত কাল বলা হয়। 
- 
উদাহরণ: - 
শিকারি পাখিটিকে গুলি করল। 
- 
আমি খেলা দেখে এলাম। 
- 
রাফি এসেছিল। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
গুণ ও বৃদ্ধি বলা হয় –
Created: 1 month ago
A
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
B
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
C
নাম-প্রকৃতির পরিবর্তনকে
D
প্রাতিপদিকের পরিবর্তনকে
প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন - লিখ + আ = লেখা, নী + তা = নেতা। প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই / শিকার, ঈ - কার বা এ / কোর থাকলে ঐ / - ৈ-কার হবে। যেমন - বিমান + ষ্ণিক = বৈমানিক, নীতি + ষ্ণিক = নৈতিক।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"ভৌগলিক' এবং 'অধঃগতি" বানান লিখতে অনেকেই ভূল করে।" - এ বাক্যে কয়টি অশুদ্ধ বানান রয়েছে?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৩টি
D
কোনোটিই নয়
বাক্য: "ভৌগলিক' এবং 'অধঃগতি' বানান লিখতে অনেকেই ভূল করে।"
এ বাক্যে ৩টি অশুদ্ধ বানান রয়েছে।
বিশ্লেষণ:
- 
ভৌগলিক → অশুদ্ধ; সঠিক বানান: ভৌগোলিক 
- 
অধঃগতি → অশুদ্ধ; সঠিক বানান: অধোগতি 
- 
ভূল → অশুদ্ধ; সঠিক বানান: ভুল 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago