'ইচ্ছা' এর প্রতিশব্দ—
A
পুলক
B
আহ্লাদ
C
পরিতোষ
D
বাঞ্ছা
উত্তরের বিবরণ
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।
অন্যদিকে,
• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘নী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?
Created: 4 weeks ago
A
অরণ্যানী
B
চাকরানী
C
ভাগনী
D
মেধাবিনী
নী প্রত্যয় যোগে কিছু শব্দকে স্ত্রীবাচক করা যায়। যেমন: মেধাবী - মেধাবিনী, মায়াবী - মায়াবিনী, কুহক - কুহকিনী, যোগী – যোগিনী।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
'মার্তণ্ড' শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
পৃথিবী
B
পর্বত
C
সূর্য
D
স্বর্গ

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।
উৎস: 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি সমার্থক শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ?
Created: 1 month ago
A
একমাত্র
B
সম্মুখবর্তী
C
কেবলমাত্র
D
সমৃদ্ধশালী
‘কেবলমাত্র’ শব্দটি অপপ্রয়োগ।
- 
এটি ঘটে সমার্থক শব্দের বাহুল্যজনিত কারণে। 
- 
এখানে ‘কেবল’ এবং ‘মাত্র’ দুটি একই অর্থের শব্দ একত্রে ব্যবহৃত হয়েছে। 
- 
একই কারণে কেবলমাত্র অশুদ্ধ। 
অন্যদিকে, অপশনের অন্যান্য শব্দগুলোর শুদ্ধ প্রয়োগ হয়েছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago