ফররুখ আহমদের কোন গ্রন্থটি শিশুতোষ রচনা?
A
নৌফেল ও হাতেম
B
হাতেমতায়ী
C
পাখির বাসা
D
হাবেদা মরুর কাহিনী
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থ হলো পাখির বাসা। ১৯৬৬ সালে এই গ্রন্থটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে শিশুতোষ রচনায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
ফররুখ আহমদ
- 
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে। 
- 
তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে খ্যাত। 
- 
তাঁর প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি। 
- 
মুহূর্তের কবিতা তাঁর রচিত একটি সনেট সংকলন। 
কাব্যগ্রন্থসমূহ
- 
সাত সাগরের মাঝি 
- 
সিরাজাম মুনীরা 
- 
নৌফেল ও হাতেম 
- 
মুহূর্তের কবিতা 
- 
সিন্দাবাদ 
- 
হাতেমতায়ী 
- 
নতুন লেখা 
- 
হাবেদা মরুরকাহিনী 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস কোনটি?
Created: 2 months ago
A
মতিচূর
B
অবরোধবাসিনী
C
পদ্মরাগ
D
সবগুলোই
পদ্মরাগ উপন্যাস ও রোকেয়া সাখাওয়াত হোসেন
পদ্মরাগ (উপন্যাস)
- 
রচনা করেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। 
- 
মুসলিম সমাজের অন্তঃস্থিত সমস্যাগুলো ফুটিয়ে তুলেছে; এমন প্রকাশ সম্ভব হিন্দু লেখকের পক্ষ থেকে সম্ভব ছিল না। 
- 
উৎসর্গ করা হয়েছে রোকেয়ার জ্যেষ্ঠভ্রাতা আবুল আসাদ ইব্রাহিম। 
নারী ও শিশু বিষয়ক প্রবন্ধ
- 
রচয়িতা: রোকেয়া সাখাওয়াত হোসেন 
- 
গ্রন্থ: মতিচূর, অবরোধবাসিনী 
রোকেয়া সাখাওয়াত হোসেন (জীবনী সংক্ষিপ্ত)
- 
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর। 
- 
নারীর অধিকার ও শিক্ষার পথিকৃৎ; বাংলাদেশের নারী আন্দোলনের চিরঅম্লান অবদান। 
- 
১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (মুসলিম মহিলা সমিতি)। 
- 
অনুবাদ গ্রন্থ: ‘Sultana’s Dream’ → সুলতানার স্বপ্ন। - 
প্রতীকী রচনা; Lady Land/নারীস্থান রোকেয়ার স্বপ্নকল্পনার প্রতীক। 
 
- 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'এর উপায় কি?' প্রহসনটির রচয়িতার নাম কী?
Created: 1 month ago
A
দীনবন্ধু মিত্র
B
মীর মশাররফ হোসেন
C
মাইকেল মধুসূদন দত্ত
D
প্যারীচাঁদ মিত্র
‘এর উপায় কী’ – প্রহসন
- 
রচয়িতা: মীর মশাররফ হোসেন 
- 
প্রকাশ: প্রথম ১৮৭৫, দ্বিতীয় প্রকাশ ১৮৯২ 
- 
বিষয়: উনিশ শতকের এক শ্রেণির লোকের নৈতিক অবক্ষয়—স্ত্রীর প্রতি অবহেলা, মদ ও পতিতাবৃত্তিতে আকর্ষণ—লেখক প্রহসনের মাধ্যমে একটি ঘটনাকে তুলে ধরেছেন 
- 
উল্লেখযোগ্য চরিত্র: - 
রাধাকান্ত 
- 
মুক্তকেশী 
- 
নয়নতারা 
- 
ইয়ার মদন 
 
- 
মীর মশাররফ হোসেন
- 
জীবন: জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া 
- 
পেশা: ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক 
- 
নাটক: - 
বসন্তকুমারী 
- 
জমীদার দর্পণ 
- 
বেহুলা গীতাভিনয় 
 
- 
- 
উপন্যাস: - 
বিষাদ সিন্ধু 
 
- 
- 
আত্মজীবনীমূলক গ্রন্থ: - 
উদাসীন পথিকের মনের কথা 
- 
গাজী মিয়াঁর বস্তানী 
- 
আমার জীবনী 
- 
কুলসুম জীবনী 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।' - পদটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
বীণাপা
B
কুক্কুরীপা
C
ঢেণ্ডণপা
D
ভুসুকুপা
কুক্কুরীপা চর্যাপদের অন্যতম কবি, যিনি ধারণা অনুযায়ী খ্রিষ্টীয় অষ্টম শতকে বর্তমান ছিলেন এবং সম্ভবত তিব্বতের নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা ছিলেন। তিনি চর্যাপদের ২, ২০ ও ৪৮ নং পদের রচয়িতা, যদিও ৪৮ নং পদটি এখনো খুঁজে পাওয়া যায়নি।
কুক্কুরীপা রচিত একটি উল্লেখযোগ্য পঙক্তি:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।”
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago