ফররুখ আহমদের কোন গ্রন্থটি শিশুতোষ রচনা?
A
নৌফেল ও হাতেম
B
হাতেমতায়ী
C
পাখির বাসা
D
হাবেদা মরুর কাহিনী
উত্তরের বিবরণ
ফররুখ আহমদ রচিত শিশুতোষ গ্রন্থ হলো পাখির বাসা। ১৯৬৬ সালে এই গ্রন্থটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্যে শিশুতোষ রচনায় এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
ফররুখ আহমদ
-
জন্ম: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে খ্যাত।
-
তাঁর প্রথম প্রকাশিত এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হলো সাত সাগরের মাঝি।
-
মুহূর্তের কবিতা তাঁর রচিত একটি সনেট সংকলন।
কাব্যগ্রন্থসমূহ
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী

0
Updated: 12 hours ago
নিচের কোনটি পূর্ববঙ্গ গীতিকার অন্তর্ভুক্ত নয়?
Created: 6 days ago
A
ভেলুয়া
B
কমল সওদাগর
C
নিজাম ডাকাতের পালা
D
কমলা
• কমলা
-
মৈমনসিংহ গীতিকার অন্তর্ভুক্ত।
পূর্ববঙ্গ-গীতিকা
-
সংজ্ঞা: পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন, যা মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত।
-
অঞ্চল: ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি।
-
প্রধান সংগ্রাহক: চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসীমউদ্দীন, নগেন্দ্রচন্দ্র দে, রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায়, বিজয়নারায়ণ আচার্য প্রমুখ।
-
সংগৃহীত পালাগুলির সংখ্যা: পঞ্চাশের অধিক।
পূর্ববঙ্গ গীতিকার পালা:
-
নিজাম ডাকাতের পালা
-
কাফন চোরা
-
ভেলুয়া
-
চৌধুরীর লড়াই
-
কমল সদাগর
-
সুজা তনয়ার বিলাপ
-
পরীবানুর হাহলা
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 6 days ago
"সকলেই কবি নন,
কেউ কেউ কবি" - এটি কার উক্তি?
Created: 5 days ago
A
জীবনানন্দ দাশ
B
অমিয় চক্রবর্তী
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
জসীম উদ্দীন
• কবি জীবনানন্দ দাশের একমাত্র প্রবন্ধ গ্রন্থ: কবিতার কথা
-
বিখ্যাত উক্তি: সকলেই কবি নন, কেউ কেউ কবি।
জীবনানন্দ দাশ
-
কবি ও শিক্ষাবিদ।
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল।
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
-
শিক্ষাজীবন:
-
বরিশাল ব্রজমোহন স্কুল থেকে ম্যাট্রিক (১৯১৫)
-
বি এম কলেজ থেকে আই.এ (১৯১৭)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্সসহ বি.এ (১৯১৯)
-
ইংরেজিতে এম.এ (১৯২১)
-
-
মৃত্যু: ১৪ অক্টোবর ১৯৫৪ খ্রিষ্টাব্দে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
উৎস
বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 5 days ago
আলাওল কোন শতকের কবি ছিলেন?
Created: 1 month ago
A
অষ্টাদশ
B
সপ্তদশ
C
ষোড়শ
D
পঞ্চদশ
আলাওল
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিষ্টাব্দে ফরিদপুর জেলার ফতেয়াবাদ পরগনার জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরাকান রাজসভা তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত।
তাঁর প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য হলো ‘পদ্মাবতী’, যা তিনি মাগন ঠাকুরের উৎসাহে রচনা করেন।
সৈয়দ আলাওল রচিত বিখ্যাত সাহিত্যকর্মসমূহ—
-
পদ্মাবতী
-
হপ্তপয়কর
-
সিকান্দারনামা
-
তোহফা
-
সয়ফুলমুলুক বদিউজ্জামান ইত্যাদি

0
Updated: 1 month ago