'কাশবনের কন্যা' উপন্যাসে বিশেষভাবে কোন অঞ্চলের গ্রামীণ জীবনের চিত্র ফুটে উঠেছে?
A
সিলেট
B
ময়মনসিংহ
C
বরিশাল
D
চট্টগ্রাম
উত্তরের বিবরণ
• 'কাশবনের কন্যা' উপন্যাস সম্পর্কিত আলোচনা:
- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস 'কাশবনের কন্যা'। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
উপন্যাসের চরিত্রগুলো হলো:
- সিকদার,
- হোসেন,
- জোবেদা,
- মেহেরজান ইত্যাদি।
শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল ইত্যাদি।

0
Updated: 12 hours ago
'সংস্কৃতির সংকট' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বদরুদ্দীন উমর
C
ড. আহমদ শরীফ
D
কাজী মোতাহার হোসেন
বদরুদ্দীন উমর
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
পেশা: অধ্যাপক ও রাজনীতিক
-
সম্পাদনা: ‘সংস্কৃতি’ সাময়িকী
প্রকাশিত প্রধান গ্রন্থসমূহ
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
'কুরুক্ষেত্র' নবীনচন্দ্র সেন রচিত কোন প্রকার সাহিত্য?
Created: 2 weeks ago
A
কাব্যগ্রন্থ
B
উপন্যাস
C
নাটক
D
প্রবন্ধ
নবীনচন্দ্র সেন
-
জন্ম: ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি, নোয়াপাড়া, চট্টগ্রাম
-
শিক্ষা:
-
চট্টগ্রাম স্কুল থেকে এন্ট্রান্স (১৮৬৩)
-
কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ (১৮৬৫)
-
জেনারেল অ্যাসেম্বি ইনস্টিটিউশন থেকে বিএ (১৮৬৮)
-
-
মৃত্যু: ১৯০৯ সালের ২৩ জানুয়ারি
নবীনচন্দ্র সেনের কাব্যগ্রন্থ
-
অবকাশরঞ্জিনী
-
পলাশীর যুদ্ধ
-
রৈবতক
-
কুরুক্ষেত্র
-
প্রভাস
-
অমৃতাভ

0
Updated: 2 weeks ago
'বঙ্গসুন্দরী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
সুধীন্দ্রনাথ দত্ত
C
বিহারীলাল চক্রবর্তী
D
অমিয় চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
-
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা
-
পরিচয়: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু
-
সাহিত্যকর্ম: আধুনিক বাংলা গীতিকবিতার স্রষ্টা
-
বিশেষ শ্রদ্ধা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘সারদা মঙ্গল’ কাব্য পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যায়িত করেন
-
প্রখ্যাত কাব্যগ্রন্থ:
-
সারদা মঙ্গল (শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ)
-
সাধের আসন (শেষ কাব্যগ্রন্থ, ‘সারদা মঙ্গল’ এর পরিশিষ্ট)
-
অন্যান্য কাব্যগ্রন্থ: স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বন্ধু-বিয়োগ, প্রেম প্রবাহিণী, নিসর্গ সন্দর্শন, বঙ্গসুন্দরী, নিসর্গ সঙ্গীত, মায়াদেবী, দেবরাণী, বাউল বিংশতি
-

0
Updated: 2 weeks ago