'কাশবনের কন্যা' উপন্যাসে বিশেষভাবে কোন অঞ্চলের গ্রামীণ জীবনের চিত্র ফুটে উঠেছে?
A
সিলেট
B
ময়মনসিংহ
C
বরিশাল
D
চট্টগ্রাম
উত্তরের বিবরণ
• 'কাশবনের কন্যা' উপন্যাস সম্পর্কিত আলোচনা:
- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস 'কাশবনের কন্যা'। উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
উপন্যাসের চরিত্রগুলো হলো:
- সিকদার,
- হোসেন,
- জোবেদা,
- মেহেরজান ইত্যাদি।
শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল ইত্যাদি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে আধ্যাত্মিক অনুসন্ধান ও সামাজিক দৃষ্টিভঙ্গি বিশেষভাবে ফুটে উঠেছে?
Created: 1 month ago
A
পথের পাঁচালী
B
দৃষ্টিপ্রদীপ
C
ইছামতী
D
আরণ্যক
দৃষ্টিপ্রদীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস, যেখানে আধ্যাত্মিকতা ও সামাজিক প্রেক্ষাপট একত্রে মিশে গেছে। এটি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে গ্রন্থাকারে প্রকাশিত হয়। উপন্যাসটি মূলত জিতু নামের এক যুবকের জীবনকেন্দ্রিক, যিনি আধ্যাত্মিক অনুসন্ধান ও সমাজের প্রচলিত রীতিনীতির প্রতি নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গির মাধ্যমে পাঠকের মনে গভীর ছাপ ফেলে।
উপন্যাসের বিষয়বস্তু ও প্রেক্ষাপট
- 
কেন্দ্রীয় চরিত্র জিতু দার্জিলিংয়ে তার ভাই নিতাই ও বোন সীতাকে নিয়ে বসবাস করে। 
- 
জিতুর অভ্যন্তরীণ আধ্যাত্মিক যাত্রা ও জীবনযাত্রার নানা দিক উপন্যাসে ফুটে উঠেছে। 
- 
সমাজের কুসংস্কার ও প্রচলিত রীতিনীতির প্রতি তার প্রশ্নবিদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে গুরুত্বপূর্ণ। 
- 
জিতুর চরিত্রের মাধ্যমে লেখক মানবজীবনের গভীর দার্শনিক প্রশ্ন ও আধ্যাত্মিক উপলব্ধি অন্বেষণ করেছেন। 
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- 
জন্ম: ১৮৯৪, চব্বিশ পরগনার মুরারিপুর গ্রাম। 
- 
বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় শিল্পী। 
- 
শেষ উপন্যাস: ইছামতী (১৯৫০ সালে প্রকাশিত)। 
- 
ইছামতী উপন্যাসের জন্য তিনি ১৯৪৯ সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 
- 
মৃত্যু: ১৯৫০ সালের ১লা সেপ্টেম্বর। 
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
- 
পথের পাঁচালী 
- 
অপরাজিতা 
- 
আরণ্যক 
- 
ইছামতী 
- 
দৃষ্টিপ্রদীপ 
ছোটগল্পগ্রন্থ
- 
মেঘমল্লার 
- 
মৌরীফুল 
- 
যাত্রাবদল 
- 
কিন্নরদল 
কিছু উপন্যাসের বৈশিষ্ট্য
- 
পথের পাঁচালী: গ্রামীণ জীবনের বাস্তব চিত্র, শৈশব-কৈশোরের স্মৃতিকাতরতা, পারিবারিক জীবনের সুখ-দুঃখ। 
- 
ইছামতী: প্রেম ও বিরহ, নদীকেন্দ্রিক জীবনযাত্রা, প্রকৃতি ও মানুষের সম্পর্ক। 
- 
আরণ্যক: বনজীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতা, প্রকৃতিপ্রেম ও অরণ্যচারী জীবন, দুর্গম অঞ্চলের জীবনযাত্রা। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'বিশ শতকের মেয়ে' - নীলিমা ইব্রাহীম রচিত কোন ধরনের রচনা?
Created: 2 months ago
A
কাব্যগ্রন্থ
B
প্রবন্ধ
C
নাটক
D
উপন্যাস
'বিশ শতকের মেয়ে' উপন্যাস
- 
লেখক: নীলিমা ইব্রাহীম 
- 
ধরন: উপন্যাস 
নীলিমা ইব্রাহীম
- 
জন্ম: ১৯২১, ফকিরহাট, বাগেরহাট 
- 
পেশা: শিক্ষাবিদ 
- 
কার্যক্রম: - 
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক নারী-উন্নয়ন, সমাজকল্যাণ ও বুদ্ধিবৃত্তিক সংস্থার সঙ্গে যুক্ত 
- 
উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা 
 
- 
রচিত সাহিত্যকর্ম
উপন্যাস:
- 
বিশ শতকের মেয়ে 
- 
এক পথ দুই বাঁক 
- 
কেয়াবন সঞ্চারিণী 
- 
বহ্নিবলয় 
নাটক:
- 
দুয়ে দুয়ে চার 
- 
যে অরণ্যে আলো নেই 
- 
রোদ জ্বলা বিকেল 
- 
সূর্যাস্তের পর 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে সম্পাদনা করেন?
Created: 2 months ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
বদরুদ্দীন উমর
C
মোতাহের হোসেন চৌধুরী
D
মোহাম্মদ নজিবর রহমান
✦ বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান
- 
ধরণ: আঞ্চলিক ভাষার সংকলন গ্রন্থ। 
- 
বিষয়: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার অভিধান ও সংকলন। 
- 
সম্পাদনা: ড. মুহম্মদ শহীদুল্লাহ 
- 
প্রথম প্রকাশ: ১৯৬৫ খ্রিস্টাব্দে 
- 
গুরুত্ব: বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ হিসেবে এটি প্রথম। 
✦ ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫–১৯৬৯)
- 
জন্ম: ১৮৮৫ সালের ১০ জুলাই, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রাম। 
- 
পরিচয়: শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ। 
- 
শিক্ষাজীবন: - 
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (তুলনামূলক ভাষাতত্ত্ব, ১৯১২) 
- 
বি.এল ডিগ্রি (১৯১৪) 
- 
১৯২৬ সালে ইউরোপে উচ্চশিক্ষা। 
 
- 
- 
বিশেষত্ব: বহুভাষাবিদ; ১৮টি ভাষা জানতেন, ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে স্বচ্ছন্দে কাজ করেছেন। 
✦ উল্লেখযোগ্য রচনা
- 
বাংলা সাহিত্যের কথা 
- 
ভাষা ও সাহিত্য 
- 
বাংলা ভাষার ইতিবৃত্ত 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago