'রসিদ' কোন ভাষার শব্দ?
A
আরবি
B
ফারসি
C
উর্দু
D
হিন্দি
উত্তরের বিবরণ
• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।
• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাংলা ভাষার মূল উৎস কী?
Created: 3 months ago
A
হিন্দি ভাষা
B
বৈদিক ভাষা
C
উড়িয়া
D
অনার্য ভাষা
বাংলা ভাষার মূল উৎস হিসেবে অনার্য ভাষাকে ধরা হয়। অনার্য ভাষা বলতে মূলত প্রাচীন পূর্বভারতীয় ভাষাগুলিকে বোঝানো হয়, যেগুলি আদি দ্রাবিড়, মুণ্ডা এবং অস্ট্রিক ভাষাগোষ্ঠীর সাথে সম্পর্কিত। বাংলা ভাষার গঠনে আর্য ও অনার্য ভাষার সংমিশ্রণ দেখা যায়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
'রামগরুড়ের ছানা' কথাটির অর্থ-
Created: 3 months ago
A
কাল্পনিক জন্তু
B
গোমড়ামুখো লোক
C
মুরগি
D
পুরাণোক্ত পাখি
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্ধারার অর্থ - গোমড়ামুখো লোক।
এরূপ গুরুত্বপূর্ণ কিছু বাগ্ধারা হলো:
• ‘ধামাধরা’ বাগ্ধারার অর্থ - তোষামোদকারী।
• ‘যমের দোসর’ বাগ্ধারার অর্থ - নিষ্ঠুর ব্যক্তি।
• ‘ভাঁড়ে মা ভবানী’ বাগ্ধারার অর্থ - একেবারে দরিদ্র বা হত দরিদ্র অবস্থা।
• 'বুদ্ধির ঢেঁকি' বাগ্ধারার অর্থ - নির্বোধ লোক।
• ‘ফেকলু পার্টি’ বাগ্ধারার অর্থ - কদরহীন লোক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
'সার + অঙ্গ = সারঙ্গ' - এটি কোন সন্ধির উদাহরণ?
Created: 1 month ago
A
স্বরসন্ধি
B
বিসর্গ সন্ধি
C
ব্যঞ্জনসন্ধি
D
নিপাতনে সিদ্ধ সন্ধি
নিপাতনে সিদ্ধ সন্ধি হলো সেই ধ্বনিগত পরিবর্তন যেখানে সন্ধির প্রচলিত নিয়ম না মেনে দুটি শব্দ বা ধ্বনি মিলিত হয়ে নতুন রূপ ধারণ করে।
- 
উদাহরণ: - 
সার + অঙ্গ = সারঙ্গ 
- 
গো + অক্ষ = গবাক্ষ 
- 
প্র + এষণ = প্রেষণ 
- 
কুল + অটা = কুলটা 
- 
পর + পর = পরস্পর 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago