ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
A
১৮২৯ সালে
B
১৮৪১ সালে
C
১৮২০ সালে
D
১৮১৪ সালে
উত্তরের বিবরণ
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর — ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে — ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ — বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম — বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।
তাঁর কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কোনটি জহির রায়হানের রচনা?
Created: 1 month ago
A
সারেং বৌ
B
ক্রীতদাসের হাসি
C
বরফ গলা নদী
D
কাঁদো নদী কাঁদো
জহির রায়হান
- 
জন্ম: ১৯৩৫ সালে, ফেনি জেলায়। 
- 
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ। 
- 
পেশা: প্রখ্যাত কথাসাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালক। 
- 
চলচ্চিত্র সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ: - 
প্রথম রঙিন চলচ্চিত্র: ‘সঙ্গম’ 
- 
পরিচালিত প্রথম চলচ্চিত্র: ‘কখনো আসে নি’ 
- 
প্রথম সিনেমাস্কোপ ছবি: ‘বাহানা’ 
- 
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘কাঁচের দেয়াল’ নিগার পুরস্কার লাভ। 
 
- 
উপন্যাস:
- 
হাজার বছর ধরে 
- 
আরেক ফাল্গুন 
- 
বরফ গলা নদী 
- 
আর কতদিন 
- 
শেষ বিকেলের মেয়ে 
- 
তৃষ্ণা 
- 
কয়েকটি মৃত্যু 
উল্লেখ্য অন্যান্য সাহিত্যকর্ম:
- 
সারেং বৌ – শহীদুল্লাহ কায়সার 
- 
ক্রীতদাসের হাসি – শওকত ওসমান 
- 
কাঁদো নদী কাঁদো – সৈয়দ ওয়ালীউল্লাহ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
দীনবন্ধু মিত্র সমধিক পরিচিত কী হিসেবে?
Created: 1 month ago
A
ঔপন্যাসিক
B
নাট্যকার
C
প্রাবন্ধিক
D
কবি
দীনবন্ধু মিত্র
- 
জন্ম: ১৮৩০ খ্রিষ্টাব্দ, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে। 
- 
আসল নাম: গন্ধর্বনারায়ণ। 
- 
তিনি ছিলেন একজন খ্যাতনামা নাট্যকার। 
- 
ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লেখা শুরু করেন এবং কলেজ জীবনে সংবাদ প্রভাকর, সংবাদ সাধুরঞ্জন প্রভৃতি পত্রিকায় কবিতা প্রকাশ করেন। 
- 
তবে নাটক ও প্রহসন রচনাতেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন। 
- 
তাঁর শ্রেষ্ঠ নাটক ও শ্রেষ্ঠ রচনা হলো ‘নীলদর্পণ’। 
- 
মৃত্যু: ১৮৭৩ সালের ১ নভেম্বর। 
তাঁর রচিত নাটকসমূহ:
- 
নবীন তপস্বিনী 
- 
লীলাবতী 
- 
কমলে কামিনী 
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- 
দ্বাদশ কবিতা 
- 
সুরধুনী কাব্য 
তাঁর রচিত প্রহসন:
- 
সধবার একাদশী 
- 
বিয়ে পাগলা বুড়ো 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘সুদীপ্ত শাহীন’ কোন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
Created: 2 months ago
A
নিষিদ্ধ লোবান
B
জাহান্নম হইতে বিদায়
C
জলাংগী
D
রাইফেল রোটি আওরাত
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago