ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
A
১৮২৯ সালে
B
১৮৪১ সালে
C
১৮২০ সালে
D
১৮১৪ সালে
উত্তরের বিবরণ
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর — ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে — ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ — বেতালপঞ্চবিংশতি।
- তার আত্মজীবনীর নাম — বিদ্যাসাগর চরিত বা আত্মচরিত।
তাঁর কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

0
Updated: 12 hours ago
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা নয় কোনটি?
Created: 1 day ago
A
প্রলয়োল্লাস
B
বিদ্রোহী
C
আনোয়ার
D
চন্দ্রবিন্দু
চন্দ্রবিন্দু কাজী নজরুল ইসলামের ‘অগ্নিবীণা’ কাব্যের কবিতা নয়।
- এটি কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ একটি গ্রন্থ।
অগ্নিবীণা:
- ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।
- এই গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছেন।
অগ্নিবীণা কাব্যের কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা),
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মোহররম।

0
Updated: 1 day ago
একটি সার্থক মঙ্গলকাব্যে কয়টি অংশ থাকে?
Created: 3 weeks ago
A
২টি
B
৫টি
C
৩টি
D
৭টি
মঙ্গলকাব্য
-
সংজ্ঞা: দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক কাব্য, বাংলা সাহিত্যের প্রথম নিজস্ব কাহিনীকাব্য
-
রচনার কাল: ১৫ থেকে ১৮ শতকের শেষ অবধি
-
মূল রচনার কারণ: কবিরা স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন
-
প্রধান শাখা (৩টি):
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
ধর্মমঙ্গল
-
-
প্রধান দেবতা: মনসা, চণ্ডী, ধর্মঠাকুর (মনসা ও চণ্ডীর প্রাধান্য বেশি)
-
একটি সার্থক মঙ্গলকাব্যের অংশ (৫টি):
-
বন্দনা
-
আত্মপরিচয়
-
দেবখন্ড
-
মর্ত্যখন্ড
-
শ্রুতিফল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
'ফেরদৌসি চরিত' গদ্যগ্রন্থের লেখক কে?
Created: 2 weeks ago
A
আব্দুল মান্নান সৈয়দ
B
আবু জাফর ওবায়দুল্লাহ
C
মোহাম্মদ মোজাম্মেল হক
D
আবু ইসহাক
✦ ফেরদৌসি চরিত
-
লেখক: মোহাম্মদ মোজাম্মেল হক
-
ধরণ: গদ্যগ্রন্থ
✦ মোহাম্মদ মোজাম্মেল হক (১৮৭৩–১৯৫৪)
-
জন্মস্থান: পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের বাউইগাছি গ্রাম।
-
পরিচয়: সাহিত্যিক, সমাজসংস্কারক।
-
ভূমিকা:
-
মুসলিম সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, গোঁড়ামি, পশ্চাৎপদতা ও আত্মবিস্মৃতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
-
লেখনী ও সংগঠনের মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রাখেন।
-
-
উপাধি: বঙ্গীয় সাহিত্য পরিষৎ তাঁকে “কাব্যকণ্ঠ” উপাধিতে ভূষিত করে।
✦ রচনা সমূহ
উপন্যাস
-
জোহরা
-
দরাফ খান গাজী
কাব্যগ্রন্থ
-
কুসুমাঞ্জলি
-
অপূর্ব দর্শন
-
প্রেমহার
-
জাতীয় ফোয়ারা
-
ইসলাম সংগীত
-
হযরত মুহম্মদ

0
Updated: 2 weeks ago