নিচের কোনটি সঠিক নয়?
A
পথের দাবী → শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B
নেকড়ে অরণ্য → শওকত ওসমান
C
চাঁদের অমাবস্যা → সৈয়দ ওয়ালীউল্লাহ
D
ক্রীতদাসের হাসি → শওকত আলী
উত্তরের বিবরণ
সঠিক উত্তর ঘ) ক্রীতদাসের হাসি → শওকত আলী নয়, বরং এটি শওকত ওসমান রচিত। শওকত আলীর নামে প্রচলিত হলেও প্রকৃতপক্ষে ‘ক্রীতদাসের হাসি’ শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস।
ক্রীতদাসের হাসি উপন্যাস
-
প্রকাশকাল: ১৯৬২।
-
এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস, যেখানে রূপক-প্রতীকের মাধ্যমে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালোচনা করা হয়েছে।
-
উপন্যাসে বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী শাসক হিসেবে প্রতীকী রূপে এসেছে।
-
ক্রীতদাস তাতারি এবং বাঁদি মেহেরজান প্রেমে আবদ্ধ হলেও বাদশা তাদের মধ্যে বাধা সৃষ্টি করে। তাতারিকে গৃহবন্দি ও নির্যাতনের শিকার হতে হয়।
-
তাতারি আমৃত্যু বাদশার নির্যাতনের প্রতিবাদ করে যায়।
-
এখানে তাতারি বাঙালি জনতার প্রতীক এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক। তাতারির হাসি শেষ পর্যন্ত বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।
-
এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হিসেবে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন।
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রাম।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান; সাহিত্যিক নাম: শওকত ওসমান।
-
তিনি মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক উপন্যাস লিখেছেন।
তাঁর উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
রাজা উপাখ্যান
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য (মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত; পাকিস্তানি সেনাদের নির্যাতনের বিবরণ রয়েছে)
-
পতঙ্গ পিঞ্জর
-
রাজসাক্ষী
-
জলাঙ্গী
-
পুরাতন খঞ্জর
-
বনি আদম
-
জননী
-
চৌরসন্ধি
তাঁর রচিত নাটকসমূহ
-
তস্কর নস্কর
-
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
-
আমলার মামলা

0
Updated: 12 hours ago
হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন কত সালে?
Created: 3 weeks ago
A
২০১২ সালে
B
২০১১ সালে
C
২০১০ সালে
D
২০১৩ সালে
হুমায়ূন আহমেদ
-
পেশা: কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
-
জন্ম: ১৯৪৮, নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মাতামহের বাড়িতে।
-
পৈত্রিক বাড়ি: কুতুবপুর গ্রাম, কেন্দুয়া উপজেলা, নেত্রকোনা জেলা।
-
পিতা-মাতা: ফয়জুর রহমান আহমেদ (পিতা), আয়েশা আখতার খাতুন (মা, বর্তমানে আয়েশা ফয়েজ)।
-
মৃত্যু: ২০১২ সালে।
মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসসমূহ
-
জোছনা ও জননীর গল্প
-
আগুনের পরশমণি
-
শ্যামল ছায়া
-
সৌরভ
-
অনীল বাগচীর একদিন

0
Updated: 3 weeks ago
শাহ মুহাম্মদ সগীর কার পৃষ্ঠপোষকতায় ‘ইউসুফ জোলেখা’ রচনা করেন?
Created: 3 weeks ago
A
গিয়াসউদ্দিন আজম শাহ
B
আলাউদ্দিন হোসেন শাহ
C
শামসুদ্দীন ইলিয়াস শাহ
D
ফখরুদ্দিন মোবারক শাহ
শাহ মুহাম্মদ সগীর
-
পরিচিতি: মধ্যযুগে মুসলমান কবিদের মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কবি
-
জন্মকাল: আনুমানিক ১৪শ শতকের শেষ থেকে ১৫শ শতকের মধ্যে
-
পৃষ্ঠপোষক: গিয়াসউদ্দিন আজম শাহ
-
প্রধান রচনা: ‘ইউসুফ জুলেখা’ কাব্য
-
উৎস: পারসি কবি আবদুর রহমান জামি রচিত ‘ইউসুফ জুলেখা’ থেকে গল্প গ্রহণ
-
কাব্যে গৌড় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ (১৩৮৯-১৪১০) এর স্তুতি বিদ্যমান
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 3 weeks ago
'পদ্মানদীর মাঝি' - এর উল্লেখযোগ্য চরিত্র কোনটি?
Created: 1 day ago
A
মজিদ
B
কুবের
C
মালেক
D
গোরা
‘পদ্মানদীর মাঝি’ এবং মানিক বন্দ্যোপাধ্যায়
-
উল্লেখযোগ্য চরিত্র: কুবের
-
পদ্মানদীর মাঝি:
-
১৯৩৪ সালে ধারাবাহিকভাবে পূর্বাশা পত্রিকায় প্রকাশিত।
-
কাহিনি: পদ্মা নদীর তীরে বসবাসরত ধীবরদের জীবন ও দৈনন্দিন সংগ্রাম।
-
অন্যান্য চরিত্র: কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা।
-
-
মানিক বন্দ্যোপাধ্যায়:
-
জন্ম: ২৯ মে ১৯০৮, দুমকা, বিহার; পৈতৃক নিবাস: মালবদিয়া, ঢাকা।
-
প্রকৃত নাম: প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়; ডাকনাম: মানিক।
-
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
জননী (১৯৩৫)
-
দিবারাত্রির কাব্য (১৯৩৫)
-
পদ্মানদীর মাঝি (১৯৩৬)
-
পুতুলনাচের ইতিকথা (১৯৩৬)
-
শহরতলী (১৯৪০-৪১)
-
চিহ্ন (১৯৪৭)
-
চতুষ্কোণ (১৯৪৮)
-
সার্বজনীন (১৯৫২)
-
আরোগ্য (১৯৫৩)
-
-
উল্লেখযোগ্য ছোটগল্পসমূহ:
-
অতসী মামী ও অন্যান্য গল্প (১৯৩৫)
-
প্রাগৈতিহাসিক (১৯৩৭)
-
সরীসৃপ (১৯৩৯)
-
সমুদ্রের স্বাদ (১৯৪৩)
-
হলুদ পোড়া (১৯৪৫)
-
আজ কাল পরশুর গল্প (১৯৪৬)
-
মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০)
-
ফেরিওয়ালা (১৯৫৩)
-
-
নোট:
-
মজিদ – সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু চরিত্র
-
মালেক – সেলিনা হোসেনের পোকামাকড়ের ঘরবসতি চরিত্র
-
গোরা – রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের চরিত্র
-

0
Updated: 1 day ago