Trojan Horse কীভাবে অন্য ভাইরাস থেকে আলাদা?
A
এটি কেবল RAM এ থাকে
B
এটি Boot Sector আক্রমণ করে
C
এটি সবসময় কোড পরিবর্তন করে
D
এটি নিজেকে বৈধ সফটওয়্যারের মতো ছদ্মবেশে রাখে
উত্তরের বিবরণ
Trojan Horse (ট্রোজান হর্স) হলো এক ধরনের ম্যালওয়্যার, যা নিজেকে বৈধ বা উপকারী সফটওয়্যারের মতো উপস্থাপন করে। ব্যবহারকারী যখন এটি ইনস্টল বা চালায়, তখন এটি সিস্টেমে প্রবেশ করে এবং ক্ষতিকর কাজ শুরু করে, যেমন—ডেটা চুরি, ব্যাকডোর তৈরি, সিস্টেম ক্র্যাশ ইত্যাদি।
Malware (ম্যালওয়্যার):
- 
পূর্ণরূপ: Malicious Software। 
- 
কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের মধ্যে অন্তর্ভুক্ত সফটওয়্যার: অ্যাডওয়্যার (Adware), স্পাইওয়্যার (Spyware), ট্রোজান হর্স (Trojan Horse), র্যানসমওয়্যার (Ransomware), ওয়ার্ম (Worms)। 
অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যালওয়্যার টাইপ:
- 
Virus (ভাইরাস): নিজেকে অন্য ফাইল বা প্রোগ্রামের সাথে যুক্ত করে কপি হয় এবং এক ফাইল থেকে অন্য ফাইলে ছড়ায়। 
- 
Worm (ওয়ার্ম): ফাইলের প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সিস্টেমকে ধীর বা অকেজো করতে পারে। 
- 
Spyware (স্পাইওয়্যার): ব্যবহারকারীর কার্যকলাপ গোপনে নজরদারি করে এবং ব্যক্তিগত তথ্য (যেমন পাসওয়ার্ড, ব্রাউজিং হিস্ট্রি, ব্যাংক তথ্য) সংগ্রহ করে আক্রমণকারীর কাছে প্রেরণ করে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
যে ধরনের ম্যালওয়্যার কম্পিউটারের ডেটা বা সিস্টেম লক করে দিয়ে ব্যবহারকারীর কাছ থেকে টাকা/মুক্তিপণ দাবি করে, সেটিকে কী বলা হয়?
Created: 4 weeks ago
A
Keylogger
B
Rootkit
C
Adware
D
Ransomware
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
কম্পিউটার ভাইরাস কি?
Created: 2 months ago
A
একটি ক্ষতিকারক জীবাণু
B
একটি ক্ষতিকারক সার্কিট
C
একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
D
একটি ক্ষতিকারক প্রোগ্রাম
কম্পিউটার ভাইরাস
- 
কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারের মেমরিতে প্রবেশ করে গোপনে ছড়ায়। এটি মূল্যবান তথ্য বা প্রোগ্রাম নষ্ট করতে পারে এবং অনেক সময় পুরো কম্পিউটারকে অচল করে দিতে পারে। 
- 
CIH ভাইরাস বা চেরনোবিল ভাইরাস এর রচয়িতা হলেন চেন ইং-হাও (Chen Ing-hau), যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন। ভাইরাসটির নামও তার নামের আদ্যক্ষর থেকে এসেছে – CIH। 
- 
এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller নামেও ডাকা হয়। 
- 
২৬ এপ্রিল ১৯৯৯ সালে, এই ভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ কম্পিউটার বিপর্যয়ের মুখোমুখি হয়। 
কিছু পরিচিত কম্পিউটার ভাইরাসের উদাহরণ:
- 
ভিবিএস/হেল্পার 
- 
ওয়ার্ম 
- 
ভিবিএস/আকুই 
- 
ট্রোজান হর্স 
- 
এক্স ৯৭এম/হপার.আর 
- 
মাইক্রো ভাইরাস 
- 
বুট সেক্টর ভাইরাস 
- 
জেরুজালেম 
- 
স্টোন 
- 
ঢাকা ভাইরাস 
- 
ভিয়েনা 
- 
সিআইএইচ 
উৎসঃমাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Polymorphic Virus-এর প্রধান বৈশিষ্ট্য কী?
Created: 1 month ago
A
এটি একসাথে একাধিক ফাইলে আক্রমণ করে
B
এটি নিজের কোড পরিবর্তন করে অ্যান্টিভাইরাস শনাক্তকরণ এড়ায়
C
এটি কেবল ইন্টারনেটের মাধ্যমে ছড়ায়
D
এটি শুধু .exe ফাইল আক্রমণ করে
Polymorphic Virus
- 
Polymorphic Virus হলো এমন একটি উন্নত কম্পিউটার ভাইরাস যা প্রতিবার নিজেকে কপি বা নতুন ফাইলে ছড়ানোর সময় নিজের কোড বা এনক্রিপশন পদ্ধতি পরিবর্তন করে। 
- 
ফলে একই ভাইরাস প্রতিবার ভিন্ন রূপে উপস্থিত হয়। 
- 
প্রচলিত সিগনেচার-ভিত্তিক অ্যান্টিভাইরাস এটি সহজে শনাক্ত করতে পারে না। 
Malware (ম্যালওয়ার)
- 
Malware-এর পূর্ণরূপ হলো Malicious Software। 
- 
ভাইরাস ছাড়া আরও কিছু সফটওয়্যারও ম্যালওয়ারের মধ্যে অন্তর্ভুক্ত, যেমন: - 
Adware (বিজ্ঞাপন সফটওয়্যার) 
- 
Spyware (গোপন তথ্য চুরি করা সফটওয়্যার) 
- 
Trojan Horse (প্রলোভন দেখিয়ে ক্ষতি করা প্রোগ্রাম) 
- 
Ransomware (ফাইল বা সিস্টেমকে আটকে রাখে এবং মুক্তির জন্য মুক্তিপণ চায়) 
- 
Worms (নিজেকে নেটওয়ার্কে ছড়িয়ে দেওয়া সফটওয়্যার) 
 
- 
Polymorphic Malware-এর মূল বৈশিষ্ট্য:
- 
প্রতিবার চালানোর সময় নিজের signature বা code pattern পরিবর্তন করে। 
- 
সাধারণ সিগনেচার-ভিত্তিক অ্যান্টিভাইরাস সহজে শনাক্ত করতে পারে না। 
- 
নিজেকে encrypt এবং decrypt করে বিভিন্ন রূপ নিতে সক্ষম। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago