প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
A
Electronic Delay Storage Automatic Calculator
B
Electronic Data System for Advanced Computing
C
Extended Digital Storage and Arithmetic Computer
D
Electronic Device for Scientific and Academic Calculation
উত্তরের বিবরণ
EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) হলো বিশ্বের প্রথম stored-program electronic computer, যা সংরক্ষিত প্রোগ্রামের ভিত্তিতে কাজ করতে সক্ষম।
EDSAC:
- 
EDSAC কম্পিউটার প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার। 
- 
পূর্ণরূপ: Electronic Delay Storage Automatic Calculator। 
- 
নির্মিত হয় ১৯৪৯ সালে। 
- 
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস নেতৃত্বে একদল বিজ্ঞানী EDSAC তৈরি করেন। 
অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পিউটার:
- 
ENIAC: বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। 
- 
UNIVAC: প্রথম বাণিজ্যিক কম্পিউটার, তৈরি ১৯৫১ সালে। 
- 
EDVAC: ENIAC-এর পরবর্তী সংস্করণ, তৈরি ১৯৪৯ সালে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Cache Memory কোন ধরনের মেমোরি?
Created: 1 month ago
A
Secondary Memory
B
Primary Memory
C
High-speed buffer memory
D
Virtual Memory
Cache Memory হলো CPU এবং RAM এর মধ্যে একটি উচ্চগতির মধ্যস্থতাকারী মেমোরি যা ডেটা স্থানান্তর এবং প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধি করে। এটি RAM এর তুলনায় ছোট হলেও অত্যন্ত দ্রুত এবং কার্যকর।
- 
Cache Memory হলো উচ্চগতির বিশেষ মেমোরি যা CPU এবং প্রধান স্মৃতির (RAM) মধ্যে ব্যবহৃত হয়। 
- 
এটি কম ধারণক্ষমতা সম্পন্ন, কিন্তু অতি উচ্চগতির। 
- 
ক্যাশ মেমোরি সাধারণ RAM এর তুলনায় ছোট। 
- 
এর মূল উদ্দেশ্য হলো কম্পিউটারের ডেটা স্থানান্তর ও মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণ গতি বৃদ্ধি করা। 
- 
এটি স্ট্যাটিক মেমোরি এবং তুলনামূলকভাবে দামি। 
- 
ক্যাশ মেমোরি সাধারণত EPROM-এ সংরক্ষিত থাকে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Programme Debugging - এর উদ্দেশ্য কী?
Created: 2 months ago
A
নতুন প্রোগ্রাম তৈরি
B
কোড কপি করা
C
প্রোগ্রামের ভুল-ত্রুটি ঠিক করা
D
প্রোগ্রাম রান করা
Programme Debugging (প্রোগ্রাম ডিবাগিং)
সংজ্ঞা:
Programme Debugging-এর উদ্দেশ্য হলো প্রোগ্রামের ভুল-ত্রুটি শনাক্ত ও সংশোধন করা।
মূল তথ্য:
- 
Bug অর্থ: পোকা 
- 
Debugging অর্থ: পোকা দূর করা 
- 
কম্পিউটারের প্রোগ্রামে যে ভুল-ত্রুটি থাকে, তা দূর করাকে ডিবাগিং বলা হয়। 
- 
ইতিহাস: ১৯৪৫ সালে MARK-I কম্পিউটারে একটি মথ পোকা ঢুকে যাওয়ায় এটি অচল হয়ে যায়। তখন থেকেই "Debugging" শব্দের উৎপত্তি। 
ডিবাগিং পদ্ধতি:
- 
প্রথমে প্রোগ্রামে কোন ধরনের ভুল আছে তা নির্ণয় করা। 
- 
Syntax Error: সহজে শনাক্ত ও সংশোধন করা যায়। 
- 
Logical Error: শনাক্ত করা কঠিন। - 
এর জন্য নমুনা ডাটা ব্যবহার করে পরীক্ষা করা হয়। 
- 
প্রোগ্রামকে কয়েকটি অংশে ভাগ করে প্রতিটি অংশের ফলাফল যাচাই করা হয়। 
- 
কোথায় ভুল আছে তা নির্ণয় করে প্রয়োজনীয় সংশোধন করা হয়। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Global Village ধারণার জনক কে?
Created: 2 months ago
A
এডওয়ার্ড স্নোডেন
B
টিম বার্নার্স-লি
C
মার্শাল ম্যাকলুহান
D
স্যাম অল্টম্যান
Global Village
সংজ্ঞা:
Global Village বা বিশ্বগ্রাম ধারণার জনক হলেন মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan)। তিনি একজন কানাডীয় অধ্যাপক ও দার্শনিক।
মূল তথ্য:
- 
১৯৬২ সালে প্রকাশিত তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man"-এ প্রথমবার 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়। 
- 
১৯৬৪ সালে "Understanding Media" গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন। 
- 
তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। 
- 
এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ ও সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত করছে। 
- 
এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম বোঝানো হয়েছে। 
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ
- 
হার্ডওয়্যার (Hardware) 
- 
সফটওয়্যার (Software) 
- 
ইন্টারনেট কানেক্টিভিটি (Internet Connectivity) 
- 
ডেটা (Data) 
- 
মানুষের জ্ঞান বা সক্ষমতা (Human Knowledge/Capability) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago