প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার 'EDSAC' এর পূর্ণরূপ কী?
A
Electronic Delay Storage Automatic Calculator
B
Electronic Data System for Advanced Computing
C
Extended Digital Storage and Arithmetic Computer
D
Electronic Device for Scientific and Academic Calculation
উত্তরের বিবরণ
EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) হলো বিশ্বের প্রথম stored-program electronic computer, যা সংরক্ষিত প্রোগ্রামের ভিত্তিতে কাজ করতে সক্ষম।
EDSAC:
-
EDSAC কম্পিউটার প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
-
পূর্ণরূপ: Electronic Delay Storage Automatic Calculator।
-
নির্মিত হয় ১৯৪৯ সালে।
-
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণার অধ্যাপক মার্কস উইলকিস নেতৃত্বে একদল বিজ্ঞানী EDSAC তৈরি করেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ কম্পিউটার:
-
ENIAC: বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার।
-
UNIVAC: প্রথম বাণিজ্যিক কম্পিউটার, তৈরি ১৯৫১ সালে।
-
EDVAC: ENIAC-এর পরবর্তী সংস্করণ, তৈরি ১৯৪৯ সালে।

0
Updated: 16 hours ago
কোনটি ইনপুট ডিভাইস নয়?
Created: 2 weeks ago
A
ট্যাকবল
B
ডিজিটাইজার
C
লাইটপেন
D
প্লটার
তথ্য প্রযুক্তি
আউটপুট ডিভাইস (Output Device)
ইনপুট ডিভাইস (Input Device)
কম্পিউটার
কম্পিউটার (Computer)
No subjects available.
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
১. ইনপুট ডিভাইস
সংজ্ঞা:
যে যন্ত্রপাতি ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই বা তথ্য প্রদান করি, সেগুলো ইনপুট ডিভাইস।
-
কম্পিউটার এই ডিভাইসের মাধ্যমে ডেটা গ্রহণ করে।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
স্ক্যানার (Scanner)
-
ট্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
২. আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে প্রাপ্ত ফলাফল বা তথ্য প্রদর্শন করে এমন যন্ত্রপাতি।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
হেডফোন (Headphone)
মন্তব্য:
-
প্লটার ইনপুট ডিভাইস নয়, এটি আউটপুট ডিভাইস।
৩. ইনপুট-আউটপুট ডিভাইস
সংজ্ঞা:
কিছু ডিভাইস আছে যা একই সঙ্গে ডেটা গ্রহণ ও প্রদর্শন করতে পারে।
উদাহরণ:
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন

0
Updated: 2 weeks ago
নেটফ্লিক্স মূলত কী ধরনের পরিষেবা প্রদান করে?
Created: 2 weeks ago
A
বিজ্ঞাপন পরিষেবা
B
স্ট্রিমিং পরিষেবা
C
অনলাইন মার্কেটিং পরিষেবা
D
চাকরি বিজ্ঞপ্তি পরিষেবা
নেটফ্লিক্স (Netflix)
সংজ্ঞা:
নেটফ্লিক্স হলো একটি নিবন্ধনভিত্তিক (subscription-based) স্ট্রিমিং সার্ভিস, যা ব্যবহারকারীদের ইন্টারনেটে টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা দেয়।
মূল বৈশিষ্ট্য:
-
ব্যবহারকারীরা প্রয়োজনে শো বা মুভি ডাউনলোড করে অফলাইনেও দেখতে পারে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭ সালের ২৯ আগস্ট, রিড হ্যাস্টিংস ও মার্ক রেন্ডলফ কর্তৃক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
বাংলাদেশসহ ১৩০টি দেশে জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা প্রদান।
-
শুধুমাত্র নিবন্ধিত গ্রাহকরা ব্যবহার করতে পারে এবং মাসিক ফি দিতে হয়।
-
নামকরা চলচ্চিত্র ও টিভি সিরিজ তৈরি করে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে।

0
Updated: 2 weeks ago
CPU এর কোথায় সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে?
Created: 2 weeks ago
A
হার্ড ডিস্কে
B
রেজিস্টারে
C
ক্যাশ মেমোরিতে
D
ইউএসবি ড্রাইভে
CPU বা প্রসেসরের সংক্ষিপ্ত তথ্য
সংজ্ঞা:
CPU (Central Processing Unit) হলো কম্পিউটারের মূল প্রক্রিয়াকরণ ইউনিট। CPU এর রেজিস্টারে সাময়িকভাবে তথ্য সংরক্ষিত থাকে।
CPU-এর প্রধান তিনটি অংশ:
-
নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU)
-
রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit)
-
কম্পিউটারে সম্পাদিত সকল কাজের নিয়ন্ত্রণ করে।
-
CPU, মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুযায়ী কম্পিউটারের অন্য অংশকে আদেশ দেয়।
-
বাইনারি কোডের ইনস্ট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে এবং এগুলোকে ডিকোড করে।
২. অ্যারিথমেটিক লজিক ইউনিট (Arithmetic Logic Unit – ALU)
-
এই অংশে গাণিতিক ও যুক্তিগত অপারেশন সম্পাদিত হয় যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি।
-
এতে একটি প্রোগ্রাম কাউন্টার থাকে, যা পূর্ববর্তী ইনস্ট্রাকশনের ঠিকানা সংরক্ষণ করে।
-
কোন ইনস্ট্রাকশন কখন সম্পাদিত হবে তা ঠিকানা থেকে স্মৃতি হিসেবে পাঠ করা যায়।
৩. রেজিস্টার বা মেমোরি (Registers/Memory)
-
CPU-এর অংশ যা দ্রুত লিখন ও পঠন সম্ভব।
-
গাণিতিক যুক্তি অংশে ডেটা প্রক্রিয়াকরণে সাহায্য করে।
-
কোনো কাজ সম্পাদনের সময় সাময়িকভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।

0
Updated: 2 weeks ago