প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর Pascaline কে তৈরি করেছিলেন?
A
উইলহেলম লিবনিজ
B
চার্লস ব্যাবেজ
C
ব্লেইস প্যাসকেল
D
অ্যালান টুরিং
উত্তরের বিবরণ
প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর এর নাম ছিল Pascaline (বা Pascal’s Calculator), যা ১৬৪২ সালে তৈরি করেছিলেন ফরাসি গণিতবিদ ও দার্শনিক ব্লেইস প্যাসকেল (Blaise Pascal)। এটি ছিল একটি গিয়ার ও চাকতি ব্যবহার করে তৈরি যান্ত্রিক গণনা যন্ত্র।
- 
১৬৪২ সালে ১৯ বছর বয়সে প্যাসকেল প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর আবিষ্কার করেন, যার মাধ্যমে যোগ ও বিয়োগ করা যেত। 
- 
প্যাসকেল পুনরায় যোগ ও বিয়োগের মাধ্যমে গুণ এবং ভাগ করার পদ্ধতিও আবিষ্কার করেছিলেন। 
- 
১৬৭১ সালে জার্মান দার্শনিক ও গণিতবিদ গটফ্রাইড ভন লিবনিজ (Gottfried Von Leibniz) প্যাসকেলের যন্ত্রকে উন্নত করে চাকা ও দণ্ড ব্যবহার করে নতুন যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন। 
- 
লিবনিজ তার যন্ত্রের নাম দেন Rechoning Machine, যা গুণ, ভাগসহ হিসাবের অন্যান্য কাজকে সহজ করে। 
- 
যদিও লিবনিজের যন্ত্র মূলত বাণিজ্যিক ক্যালকুলেটর, যান্ত্রিক অসুবিধার কারণে তা তখন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। 
- 
পরে ১৮২০ সালে টমাস ডি কোমার (Thomas De Colmar) লিবনিজের যন্ত্রের যান্ত্রিক সমস্যাগুলো দূর করে এটিকে জনপ্রিয় করে তোলেন। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago