জন ভন নিউম্যান আর্কিটেকচারে কোন বৈশিষ্ট্যটি যোগ হয়েছিল?
A
Stored Program Concept
B
Punch Card Input
C
Mechanical Gear System
D
Assembly Language
উত্তরের বিবরণ
জন ভন নিউম্যান আর্কিটেকচারের প্রধান অবদান হলো Stored Program Concept, যার ফলে কম্পিউটারের নির্দেশনা (instructions) এবং ডেটা একই মেমোরিতে সংরক্ষণ করা সম্ভব হয়। এর আগে এই দুটি আলাদা স্থান থেকে পরিচালিত হতো।
- 
জন ভন নিউম্যান (আসল নাম: জ্যানোস নিউম্যান, জন্ম: 28 ডিসেম্বর 1903, বুদাপেস্ট, হাঙ্গেরি – মৃত্যু: 8 ফেব্রুয়ারি 1957, ওয়াশিংটন, ডিসি, ইউ.এস.) একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ। 
- 
তিনি ফলিত গণিত, কোয়ান্টাম তত্ত্ব, স্বয়ংক্রিয় তত্ত্ব, অর্থনীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনা-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 
- 
ভন নিউম্যান গেম থিওরির পথপ্রদর্শক ছিলেন এবং অ্যালান টুরিং ও ক্লড শ্যাননের সঙ্গে মিলিত হয়ে Stored-Program ডিজিটাল কম্পিউটারের ধারণা উদ্ভাবন করেছিলেন। 
- 
তিনি ভন নিউম্যান মেশিনের মাধ্যমে আধুনিক বা ক্লাসিক্যাল কম্পিউটারের মৌলিক নকশা নির্ধারণ করেন। 
- 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ENIAC নির্মাণে তিনি প্রধান তিনজন বিজ্ঞানীর একজন ছিলেন। 
- 
1946 সালে প্রকাশিত "ইলেক্ট্রনিক কম্পিউটিং ইন্সট্রুমেন্টের লজিক্যাল ডিজাইনের প্রাথমিক আলোচনা"-এ Stored Program Concept-এর ধারণাটি বিস্তারিতভাবে উপস্থাপন করেছিলেন। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কম্পিউটার বিজ্ঞানের জনক চার্লস ব্যাবেজ কোন যন্ত্রের নকশা তৈরি করেছিলেন?
Created: 1 month ago
A
Difference Engine
B
Tabulating Machine
C
Pascaline
D
উপরের সবগুলো
চার্লস ব্যাবেজ (Charles Babbage)
- 
চার্লস ব্যাবেজকে কম্পিউটিং ইতিহাসের অগ্রদূত ও “কম্পিউটারের জনক” বলা হয়। 
- 
তিনি ছিলেন গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী। 
তার দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র:
- 
ডিফারেন্স ইঞ্জিন (Difference Engine): - 
একটি যান্ত্রিক ক্যালকুলেটর। 
- 
মূলত গাণিতিক সারণী তৈরি করার জন্য ব্যবহৃত হতো। 
 
- 
- 
অ্যানালিটিক ইঞ্জিন (Analytical Engine): - 
একটি প্রোগ্রামযোগ্য যন্ত্র, যা আধুনিক কম্পিউটারের ধারণার ভিত্তি তৈরি করে। 
- 
লজিক্যাল অপারেশন এবং ডেটা প্রসেসিং করতে সক্ষম। 
 
- 
অতিরিক্ত তথ্য:
- 
প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তাঁর সময় এই যন্ত্রগুলো সঠিকভাবে কার্যকর হতে পারেনি। 
- 
১৯৯১ সালে তাঁর ডিজাইন অনুসারে সফলভাবে একটি কার্যক্ষম যন্ত্র তৈরি করা হয়। 
- 
উভয় যন্ত্রই গণনা করার ক্ষমতা রাখত এবং আধুনিক কম্পিউটারের প্রাথমিক নীতি প্রবর্তন করেছিল। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
Created: 1 month ago
A
AND গেইট
B
OR গেইট
C
NAND গেইট
D
উপরের কোনটিই নয়
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম - NAND গেইট। 
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
VoLTE সার্ভিসের প্রধান সুবিধা কী?
Created: 1 month ago
A
নেটওয়ার্ক কভারেজ এলাকা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়
B
প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিং ডেটা ট্রান্সমিশন ব্যবহার করে
C
ভয়েস কলের সময় ডাটা সংযোগ অবিচ্ছিন্ন থাকে
D
কোনোটিই নয়
VoLTE (Voice over LTE) ও 4G LTE প্রযুক্তি
VoLTE (Voice over LTE):
- 
এটি 4G LTE নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কলের সুবিধা প্রদান করে। 
- 
কলের মান উচ্চমানের (HD Voice) হয়। 
- 
সবচেয়ে বড় সুবিধা হলো কল চলাকালীন ইন্টারনেট ডাটা ব্যবহার করা সম্ভব, অর্থাৎ ব্রাউজিং, ডাউনলোড বা অ্যাপ ব্যবহার অব্যাহত থাকে। 
চতুর্থ প্রজন্মের মোবাইল (4G):
- 
২০০৯ সালের অক্টোবর থেকে ব্যবহার শুরু। 
- 
প্রধান বৈশিষ্ট্য হলো ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার, যা প্যাকেট স্যুইচিং বা সার্কিট স্যুইচিংয়ের পরিবর্তে ডেটা ট্রান্সমিশন করে। 
- 
এর মাধ্যমে LAN, WAN, VOIP, Internet ইত্যাদিতে প্রটোকল ভিত্তিক ভয়েস ও ডাটা ট্রান্সফার সম্ভব। 
- 
4G প্রযুক্তি LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে। 
- 
উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে WiMAX, Flash-OFDM, 3GPP LTE ব্যবহৃত হয়। 
LTE-এর বৈশিষ্ট্য:
- 
4G নেটওয়ার্কের মানক। 
- 
উচ্চ-গতির ডেটা ট্রান্সমিশন (ডাউনলোড: 100 Mbps+, আপলোড: 50 Mbps+)। 
- 
OFDM (Orthogonal Frequency-Division Multiplexing) প্রযুক্তি ব্যবহার। 
- 
VoLTE এর মাধ্যমে উন্নতমানের ভয়েস কল সেবা প্রদান। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago