জন ভন নিউম্যান আর্কিটেকচারে কোন বৈশিষ্ট্যটি যোগ হয়েছিল?
A
Stored Program Concept
B
Punch Card Input
C
Mechanical Gear System
D
Assembly Language
উত্তরের বিবরণ
জন ভন নিউম্যান আর্কিটেকচারের প্রধান অবদান হলো Stored Program Concept, যার ফলে কম্পিউটারের নির্দেশনা (instructions) এবং ডেটা একই মেমোরিতে সংরক্ষণ করা সম্ভব হয়। এর আগে এই দুটি আলাদা স্থান থেকে পরিচালিত হতো।
-
জন ভন নিউম্যান (আসল নাম: জ্যানোস নিউম্যান, জন্ম: 28 ডিসেম্বর 1903, বুদাপেস্ট, হাঙ্গেরি – মৃত্যু: 8 ফেব্রুয়ারি 1957, ওয়াশিংটন, ডিসি, ইউ.এস.) একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান গণিতবিদ।
-
তিনি ফলিত গণিত, কোয়ান্টাম তত্ত্ব, স্বয়ংক্রিয় তত্ত্ব, অর্থনীতি এবং প্রতিরক্ষা পরিকল্পনা-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
ভন নিউম্যান গেম থিওরির পথপ্রদর্শক ছিলেন এবং অ্যালান টুরিং ও ক্লড শ্যাননের সঙ্গে মিলিত হয়ে Stored-Program ডিজিটাল কম্পিউটারের ধারণা উদ্ভাবন করেছিলেন।
-
তিনি ভন নিউম্যান মেশিনের মাধ্যমে আধুনিক বা ক্লাসিক্যাল কম্পিউটারের মৌলিক নকশা নির্ধারণ করেন।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ENIAC নির্মাণে তিনি প্রধান তিনজন বিজ্ঞানীর একজন ছিলেন।
-
1946 সালে প্রকাশিত "ইলেক্ট্রনিক কম্পিউটিং ইন্সট্রুমেন্টের লজিক্যাল ডিজাইনের প্রাথমিক আলোচনা"-এ Stored Program Concept-এর ধারণাটি বিস্তারিতভাবে উপস্থাপন করেছিলেন।

0
Updated: 16 hours ago
নিচের কোনটি সঠিক নয়?
Created: 5 days ago
A
B
C
D
• ডি মরগ্যানের উপপাদ্য:
- দুই চলকের জন্য:

- তিন চলকের জন্য:

- অর্থাৎ, অপশন খ এর উপপাদ্যটি সঠিক নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago
ইমেইল ক্লায়েন্টে মেইল সার্ভার থেকে ইমেইল গ্রহণ করতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
Created: 1 day ago
A
SMTP
B
HTTP
C
POP3
D
SFTP
POP3, SMTP, HTTP এবং SFTP বিভিন্ন প্রোটোকল যা কম্পিউটার নেটওয়ার্ক এবং ইমেইল ব্যবস্থায় ব্যবহৃত হয়। POP3 বিশেষভাবে ইমেইল গ্রহণের জন্য ব্যবহৃত হয়।
ই-মেইল (E-mail):
-
১৯৭১ সালে আরপানেটের মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
-
ই-মেইল হলো একজন প্রেরকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে বার্তা বা ডিজিটাল মেসেজ পাঠানোর নির্ভরযোগ্য পদ্ধতি।
-
ই-মেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি এবং ডোমেইন নেম নিয়ে গঠিত। যেমন: [email protected], এখানে @-এর পূর্বে ইউজার আইডি এবং @-এর পরে ডোমেইন নেম।
-
ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
POP (Post Office Protocol):
-
ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
POP ব্যবহার করে ব্যবহারকারীর মেইল ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে সংযোগ স্থাপন করা হয়।
-
সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল হলো POP3, যা সার্ভার থেকে ইমেইল ডিভাইসে ডাউনলোড করে এবং সাধারণত ডাউনলোডের পরে সার্ভার থেকে মুছে ফেলে।
-
সুবিধা: একবার ডাউনলোড করা ইমেইল অফলাইনেও পড়া যায়।
SMTP (Simple Mail Transfer Protocol):
-
ইমেইল প্রেরণের জন্য ব্যবহৃত প্রোটোকল।
-
এটি মেইল সার্ভার থেকে অন্য সার্ভারে বা ক্লায়েন্ট থেকে সার্ভারে ইমেইল পাঠায়।
HTTP (HyperText Transfer Protocol):
-
ওয়েব ব্রাউজারে ওয়েব পেজ প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়।
-
ওয়েব সার্ভার থেকে ডেটা (যেমন HTML, ছবি, ভিডিও) পুনরুদ্ধার করতে HTTP ব্যবহৃত হয়।
SFTP (SSH File Transfer Protocol):
-
নিরাপদ ফাইল ট্রান্সফার প্রোটোকল।
-
SSH (Secure Shell) প্রোটোকলের উপর ভিত্তি করে তৈরি।
-
ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়, ইমেইলের জন্য নয়।

0
Updated: 1 day ago
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
Created: 5 days ago
A
AND গেইট
B
OR গেইট
C
NAND গেইট
D
উপরের কোনটিই নয়
যে ইলেক্ট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম - NAND গেইট।
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
- একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 5 days ago