ট্রান্সফরমারে মূলত কয়টি কুণ্ডলী থাকে?
A
দুইটি
B
তিনটি
C
একটি
D
চারটি
উত্তরের বিবরণ
ট্রান্সফরমার হলো একটি তড়িৎ যন্ত্র, যা তাড়িতচৌম্বক আবেশের ভিত্তিতে কাজ করে এবং বিদ্যুৎ শক্তিকে এক বিভব থেকে অন্য বিভবে রূপান্তর করতে ব্যবহৃত হয়।
-
ট্রান্সফরমারে দুটি কুণ্ডলী থাকে।
-
কুণ্ডলীগুলো একটি আয়তাকার কাঁচা লোহার কোর বা মজ্জার উপর সারিবদ্ধভাবে জড়ানো হয়, যাতে অধিক পরিমাণ চৌম্বক বল রেখা সৃষ্টি হয়।
-
একটি কুণ্ডলীতে পরিবর্তি প্রবাহ সঞ্চালিত হলে অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তি উৎপন্ন হয়।
-
এই যন্ত্র উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করতে পারে, তবে শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে।
-
ফলশ্রুতিতে, বিভব বৃদ্ধি করলে তড়িৎ প্রবাহ হ্রাস পায় এবং বিভব হ্রাস করলে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়।
-
যে যন্ত্র এমনভাবে বিভব রূপান্তর করতে সক্ষম, তাকে ট্রান্সফরমার বলা হয়।

0
Updated: 16 hours ago
তড়িৎ রাসায়নিক কোষের ক্যাথোডে কী ঘটে?
Created: 1 week ago
A
প্রোটন ত্যাগ
B
ইলেকট্রন নির্গমন
C
ইলেকট্রন গ্রহণ
D
ইলেকট্রন ত্যাগ
তড়িৎ রাসায়নিক কোষের ক্যাথোডে ‘ইলেকট্রন গ্রহণ’ ঘটে।
তড়িৎদ্বার (Electrode):
-
তড়িৎ রাসায়নিক কোষে বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে অর্ধেক ডুবানো ধাতব দণ্ড বা গ্রাফাইট দণ্ডকে তড়িৎদ্বার বলা হয়।
-
এক তড়িৎদ্বারে পরমাণু বা ঋণাত্মক আয়ন ইলেকট্রন ত্যাগ করে → এখানে জারণ বিক্রিয়া ঘটে।
-
অপর তড়িৎদ্বারে ধনাত্মক আয়ন ইলেকট্রন গ্রহণ করে → এখানে বিজারণ বিক্রিয়া ঘটে।
-
পুরো কোষের ভেতরে জারণ-বিজারণ বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া সম্পন্ন হয়।
-
যেখানে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড এবং যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলা হয়।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago