নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থের উদাহরণ?
A
সিলিকন
B
লোহা
C
সোনা
D
তামা
উত্তরের বিবরণ
অর্ধপরিবাহী পদার্থ হলো এমন পদার্থ যার তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পূর্ণ পরিবাহকের মধ্যবর্তী পর্যায়ে থাকে। এগুলোকে সেমিকন্ডাক্টর নামেও বলা হয়।
-
উদাহরণস্বরূপ: জার্মেনিয়াম, সিলিকন, গেলিয়াম ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ।
-
অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ সাধারণ পরিবাহী এবং অন্ধ্রকের মধ্যবর্তী হয়।
-
সাধারণত এদের আপেক্ষিক রোধ 10⁻⁴ Ωm থেকে 10⁻² Ωm এর মধ্যে থাকে।
-
শুধুমাত্র আপেক্ষিক রোধের মান দেখে কোনো পদার্থকে অর্ধপরিবাহী হিসেবে চিহ্নিত করা যায় না, কারণ কিছু সংকর ধাতুর আপেক্ষিক রোধ জার্মেনিয়াম বা সিলিকনের সমপরিমাণ হলেও সেগুলো অর্ধপরিবাহী নয়।

0
Updated: 16 hours ago
হোল কোন ধরনের আধান বহন করে?
Created: 2 weeks ago
A
ঋণাত্মক
B
ধনাত্মক
C
নিরপেক্ষ
D
পরিবর্তনশীল

0
Updated: 2 weeks ago