কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
A
বায়ু
B
শূন্যস্থান
C
ইস্পাত
D
পানি
উত্তরের বিবরণ
শব্দ তরঙ্গ (Sound Wave):
- 
প্রকৃতি: শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ। - 
এটি গঠিত হয় কোনো বস্তুর কম্পনের ফলে। 
- 
শব্দের সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যম প্রয়োজন। 
 
- 
- 
প্রকার: এটি একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। - 
কারণ তরঙ্গের প্রবাহের দিক এবং কম্পনের দিক একই। 
 
- 
- 
মাধ্যম অনুযায়ী গতি: - 
কঠিন পদার্থ: শব্দের গতি সর্বাধিক। উদাহরণ: ইস্পাত, লোহা। 
- 
তরল পদার্থ: শব্দের গতি কঠিন পদার্থের তুলনায় কম। উদাহরণ: পানি। 
- 
বায়বীয় পদার্থ: শব্দের গতি সবচেয়ে কম। 
- 
শূন্য (ভ্যাকুয়াম): শব্দের গতি শূন্য, কারণ কোনো মাধ্যম নেই। 
 
- 
- 
গতি নির্ভরতা: - 
শব্দের গতি মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভর করে। 
 
- 
- 
তীব্রতা (Intensity): - 
শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। 
- 
অর্থাৎ, তরঙ্গের বিস্তার বেশি হলে তীব্রতা বেশি এবং কম হলে তীব্রতা কম। 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
শব্দ সঞ্চালনের জন্য কোনটি প্রয়োজন?
Created: 1 month ago
A
আলো
B
মাধ্যম
C
তাপ
D
চাপ
শব্দের সঞ্চালন
- 
শব্দ সৃষ্টির উৎস হলো কম্পনশীল বস্তু। 
- 
কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে যে আন্দোলন তৈরি হয় এবং যা মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে, তাকে ঢেউ বলা হয়। - 
উদাহরণ: একটি লম্বা স্প্রিং-এর এক প্রান্তে আঘাত করলে স্প্রিংটি সংকুচিত ও প্রসারিত হয়ে আন্দোলন সঞ্চালন করে; শব্দের ঢেউও এভাবেই সঞ্চালিত হয়। 
 
- 
- 
শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলা হয়। 
- 
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, যা হতে পারে কঠিন, তরল বা বায়বীয়। - 
কঠিন মাধ্যমে শব্দের গতি সর্বোচ্চ এবং সঠিকভাবে সঞ্চালিত হয়। 
- 
তরল মাধ্যমে শব্দ বায়ুর চেয়ে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়। 
- 
বায়ু মাধ্যমে শব্দ তুলনামূলকভাবে ধীরগতিতে সঞ্চালিত হয়। 
 
- 
- 
মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
Created: 3 months ago
A
১ সেকেন্ড
B
০.১ সেকেন্ড
C
০.০১ সেকেন্ড
D
০.০০১ সেকেন্ড
শব্দানুভূতির স্থায়িত্বকাল (Sound Persistence Time)
আমরা যখন কোনো শব্দ শুনি, তখন সেটার প্রভাব বা রেশ আমাদের মস্তিষ্কে প্রায় ০.১ সেকেন্ড পর্যন্ত থেকে যায়। এই সময়টুকুকেই শব্দানুভূতির স্থায়িত্বকাল বলা হয়।
- 
যদি এই ০.১ সেকেন্ডের মধ্যেই শব্দটি কোনো কিছুর সাথে লেগে ফিরে আসে (যেমন: প্রতিধ্বনি), তাহলে আমরা সেটা আলাদা করে বুঝতে পারি না। 
- 
তাই প্রতিধ্বনি শোনার জন্য দরকার, মূল শব্দ এবং প্রতিধ্বনির মাঝে কমপক্ষে ০.১ সেকেন্ড সময়ের পার্থক্য থাকতে হবে। 
- 
এজন্য প্রতিফলক (যে জায়গা থেকে শব্দ ফিরে আসে) এমন দূরত্বে থাকতে হবে, যেন শব্দটা গিয়ে ফিরে আসতে সর্বনিম্ন ০.১ সেকেন্ড সময় নেয়। 
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago