Change the voice: 'Nobody trusts a traitor.'
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
উত্তরের বিবরণ
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
- 
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়। 
- 
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়। 
- 
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়। 
- 
Object-এর আগে by বসানো হয়। 
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
- 
A traitor is not trusted by anybody. 
- 
এখানে Nobody = not anybody। 
- 
একইভাবে, No one / None = not anyone। 
আরেকটি উদাহরণ:
- 
Active Voice: No one believes a deceiver. 
- 
Passive Voice: A deceiver is not believed by anyone. 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Make it passive: Has anyone seen my photos?
Created: 3 weeks ago
A
Has my photos be seen?
B
Have my photos been seen?
C
Has my photos been seen?
D
My photos have been seen?
Active voice এবং passive voice-এর মধ্যে পার্থক্য বোঝার জন্য একটি উদাহরণ দেওয়া হলো। Active voice-এ বলা হয় “Has anyone seen my photos?” যেখানে subject হলো “anyone” এবং object হলো “my photos।” Passive voice-এ এটি রূপান্তরিত করলে object “my photos” subject হিসেবে আসে এবং subject “anyone” optional বা বাদ দেওয়া যেতে পারে।
Have/Has/Had যুক্ত interrogative sentence passive করার নিয়মগুলো হলো:
- 
Subject ও Tense অনুযায়ী auxiliary verb (Have/Has/Had) বসাতে হবে। 
- 
Active voice-এর object passive voice-এর subject হিসেবে বসবে। 
- 
তার পরে been বসানো হবে এবং মূল verb-এর past participle ব্যবহার করতে হবে। 
- 
প্রয়োজনে preposition (যেমন by, with, to, at, in) ব্যবহার করতে হবে। 
- 
Active voice-এর subject passive voice-এর object হিসেবে বসবে; এই ক্ষেত্রে objective ফর্ম ব্যবহার হবে। 
- 
তবে subject যদি someone/anyone ইত্যাদি হয়, তা প্রায়ই বাদ দেওয়া যায়। 
নিয়ম অনুসারে সঠিক passive form হবে: Have my photos been seen?
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Dhaka is Becoming one of the _____ cities in Asia.
Created: 5 days ago
A
more busy
B
busy
C
busiest
D
most busiest
ঢাকা এখন এশিয়ার অন্যতম বিকশিত শহর হয়ে উঠছে। এখানে সঠিক উত্তর হলো "busiest" কারণ, "one of the" পরবর্তী শব্দে সাধারণত superlative form (সবচেয়ে...শব্দ) ব্যবহার হয়। এই ধরনের বাক্যে এমন শহরের মধ্যে একটি হিসেবে উল্লেখিত শহরটি সবথেকে বেশি কিছু হিসেবে বিবেচিত হয়। নিচে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করা হলো:
- 
Superlative form (সবচেয়ে) সাধারণত "most" বা "est" যুক্ত রূপে আসে। যেমন "biggest", "tallest", "smartest" ইত্যাদি। 
- 
যখন আমরা "one of the" ব্যবহার করি, তখন এটি এমন কোনো বস্তু বা শহরের কথা বলছে যেটি একটি বৃহৎ গোষ্ঠীর মধ্যে সবচেয়ে বেশি কিছু হতে পারে, যেমন ঢাকার ক্ষেত্রে "busiest" শব্দটি সবচেয়ে ব্যস্ত শহরের ক্ষেত্রে সঠিক। 
- 
Busiest হলো "busy" এর superlative form, এবং এটি এমন একটি অবস্থাকে প্রকাশ করে যেখানে শহরটি অন্যান্য শহরের তুলনায় সবচেয়ে বেশি ব্যস্ত। 
এটি সহজভাবে বলা যায় যে, "Dhaka is becoming one of the busiest cities in Asia" বলতে ঢাকাকে এশিয়ার সবচেয়ে ব্যস্ত শহরগুলোর একটি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, এবং এটি অন্যান্য শহরের তুলনায় সর্বাধিক ব্যস্ত হয়ে উঠছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 days ago
Masculine form of 'Spinster' -
Created: 2 months ago
A
Bachelor
B
Drake
C
Stag
D
Boar
লিঙ্গ অনুযায়ী প্রাণী ও মানুষদের নাম
| Masculine (পুরুষ) | Feminine (স্ত্রী) | অর্থ / বর্ণনা | 
|---|---|---|
| Colt | Filly | অশ্বশাবক | 
| Hart | Roe | পুরুষ হরিণ | 
| Ram | Ewe | ভেড়া / স্ত্রী-ভেড়া | 
| Drone | Bee | পুরুষ মৌমাছি / স্ত্রী মৌমাছি | 
| Bullock | Heifer | এঁড়ে বাছুর / বকনা বাছুর | 
| Spinster | — | (পুরুষ: Bachelor) অবিবাহিতা মহিলা / চিরকুমারী | 
| Drake | Duck | পাতিহাঁস / স্ত্রী হাঁস | 
| Stag | Doe | পুরুষ হরিণ / স্ত্রী হরিণ | 
| Boar | Sow | শূকর / স্ত্রী শূকর | 
Source: Accessible Dictionary
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago