The phrase 'sine die' means -
A
half-heartedly
B
doubtfully
C
fixed
D
uncertain
উত্তরের বিবরণ
“Sine die” একটি ল্যাটিন মূলের শব্দ যা সাধারণত ব্যবসা বা সরকারি কার্যক্রমের আলোকে ব্যবহৃত হয়। এটি বোঝায় যে কোনো সভা বা প্রক্রিয়া কোনও নির্দিষ্ট তারিখ নির্ধারণ না করে স্থগিত করা হয়েছে। বাংলায় এর অর্থ হলো অনির্দিষ্টকালের জন্য। উদাহরণস্বরূপ, “The meeting adjourned sine die” মানে সভাটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো।
• অপশনে প্রদত্ত শব্দগুলোর অর্থ:
-
half-heartedly (adverb): অর্ধ-উৎসাহে, মনোযোগহীনভাবে, বা অনীহার সঙ্গে
-
doubtfully (adverb): সন্দেহের সঙ্গে, অনিশ্চিতভাবে
-
fixed (adjective): স্থায়ী, স্থির, ঠিক
-
uncertain (adjective): পরিবর্তনশীল, অস্থির, অনিশ্চিত
• অর্থের বিশ্লেষণ অনুসারে, idiom 'sine die' এর অর্থ হলো uncertain।

0
Updated: 17 hours ago
Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
Created: 3 weeks ago
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 3 weeks ago
'Portia' is a character from-
Created: 3 weeks ago
A
Hamlet
B
The Tempest
C
The Merchant of Venice
D
Othello
‘The Merchant of Venice’ এবং তার চরিত্র ‘Portia’
• The Merchant of Venice:
-
উইলিয়াম শেকসপিয়ার রচিত একটি কমেডি নাটক।
-
গল্পের কেন্দ্রে রয়েছে একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন বণিক Antonio।
-
Shylock একজন অর্থঋণদাতা (moneylender)।
-
নাটকটি পাঁচটি অঙ্ক (five acts) নিয়ে গঠিত।
-
এটি ১৫৯৬-৯৭ সালের দিকে লেখা হয়।
• প্রধান চরিত্রসমূহ:
-
Antonio: ভেনিসের একজন বণিক
-
Shylock: ইহুদি অর্থঋণদাতা
-
Portia: প্রধান নারী চরিত্র / নায়িকা
-
Bassanio
-
Jessica, ইত্যাদি
• উইলিয়াম শেকসপিয়ার (William Shakespeare):
-
জন্ম Stratford-upon-Avon এ।
-
তিনি একজন ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা।
-
তাকে ইংরেজি জাতীয় কবি বলা হয়।
-
‘Bard of Avon’ উপাধিতে পরিচিত।
-
তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়।
• উল্লেখযোগ্য রচনা:
Tragedy (ট্রাজেডি):
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Julius Caesar
Comedy (কমেডি):
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
Source:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 3 weeks ago
Choose the correct spelling.
Created: 2 days ago
A
Vaccum
B
Vacuum
C
Vacume
D
Vaccume
• Vacuum (Noun, Verb, Adjective)
-
English meaning: A space entirely empty of matter, including air or any other gas; also used as a verb meaning to clean with a vacuum cleaner.
-
Bangla meaning: সম্পূর্ণ বায়ুশূন্য বা বস্তুশূন্য স্থান; শূন্য; শূন্যায়ন করা।
• Example sentences:
-
The scientist worked in a vacuum to prevent contamination.
-
বিজ্ঞানী দূষণ এড়াতে বাতাসহীন বা শূন্যস্থানে কাজ করছিল।
-
-
She vacuumed the carpet thoroughly before the guests arrived.
-
অতিথির আগমনের আগে তিনি কার্পেটটি ভালোভাবে শূন্যায়ন করলেন।
-
-
In space, objects move freely in a vacuum.
-
মহাকাশে বস্তুগুলি শূন্যস্থানে স্বাধীনভাবে চলতে থাকে।
-

0
Updated: 2 days ago