Identify the correct sentence:
A
The girl burst out tears.
B
The girl burst into tears.
C
The girl burst with tears.
D
The girl bursted out tears.
উত্তরের বিবরণ
Burst into tears একটি ইংরেজি ইডিয়ম, যার মানে হলো কান্নায় ভেঙ্গে পড়া। এটি ব্যবহার করা হয় যখন কেউ হঠাৎ করে কাঁদতে শুরু করে।
-
ইংরেজি অর্থ: to start to cry
-
বাংলা অর্থ: কান্নায় ভেঙ্গে পড়া
এই ইডিয়মটি past tense-এ ব্যবহার করতে হলে, burst-এর past form ব্যবহার করতে হবে। বিশেষ করে, burst-এর past form ও present form একই, অর্থাৎ burst।
সুতরাং সঠিক বাক্য হবে: The girl burst into tears।
-
বাংলা অর্থ: মেয়েটি কান্নায় ভেঙ্গে পড়লো।

0
Updated: 17 hours ago
Fill in the blank with correct preposition. He is devoid - commonsense.
Created: 1 month ago
A
of
B
from
C
introduction
D
at
শূন্যস্থানে সঠিক শব্দ হবে – of।
সম্পূর্ণ বাক্য:
He is devoid of commonsense.
(তার সাধারণ বোধ সম্পূর্ণ অনুপস্থিত।)
Devoid of (ইডিয়ম)
অর্থ: কিছু না থাকা; সম্পূর্ণরূপে বিহীন থাকা।
বাংলায় অর্থ: কোনো জিনিসের অভাব বা বঞ্চনা।
ব্যবহার:
‘Devoid’ শব্দের পর ‘of’ প্রিপোজিশন লাগে।
উদাহরণ বাক্য:
-
পরিত্যক্ত বাড়িটিতে জীবনের কোনো চিহ্ন ছিল না।
-
তার যুক্তি সম্পূর্ণরূপে তর্কসাপেক্ষ এবং অসংগঠিত ছিল।

0
Updated: 1 month ago
We must keep our fingers_____ that the weather will stay fine for the picnic tomorrow.
Created: 1 month ago
A
raised
B
pointed
C
lifted
D
cressed (crossed)
• The correct answer is - cressed (crossed).
- এখানে ভুলভাবে cressed দেওয়া আছে।
• Keep one's fingers crossed (cressed)
- English Meaning: to hope strongly that something will happen.
- Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা।
• Complete sentence: We must keep our fingers crossed that the weather will stay fine for the picnic tomorrow.
- Bangla meaning: আগামীকালকের পিকনিকের জন্য আবহাওয়া ভালো থাকবে আমরা অবশ্যই সেই কামনা করি।

0
Updated: 1 month ago
They have ____ their support for our case.
Created: 1 month ago
A
pledged
B
disavowed
C
provided
D
defered
Complete Sentence: They have pledged their support for our case.
-
Bangla Meaning: তারা আমাদের মামলার পক্ষে তাদের সমর্থনের অঙ্গীকার করেছে।
• Pledge
-
English Meaning: To make a sincere or official promise to provide or take an action.
-
Bangla Meaning: প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, কোনো কাজ বা সহায়তা করার অঙ্গীকার করা।
• 'Pledged' শব্দটি শূন্যস্থান পূরণে ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও অর্থবোধক হয়।
-
অন্যান্য বিকল্প শব্দগুলো দিয়ে বাক্যটি গঠন করলে মূল অর্থ প্রকাশ পায় না।
Sources:
-
অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
-
ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 1 month ago