Change the voice: 'Nobody trusts a traitor.'
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
উত্তরের বিবরণ
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.

0
Updated: 17 hours ago
Hardly had we finished our dinner when the lights ________.
Created: 2 weeks ago
A
go out
B
gone out
C
to be gone
D
went out
Time-related Conjunctions: “No sooner,” “Hardly,” “Scarcely,” and “As soon as”
-
All of these are used to convey the meaning: “করতে না করতেই / হতে না হতেই” (immediately after something happens).
Rules for Use:
-
No sooner… than
-
Structure: No sooner + had + subject + past participle, than + subject + past tense verb
-
Example: No sooner had I reached the station than the train left.
-
-
Hardly / Scarcely… when
-
Structure: Hardly/Scarcely + had + subject + past participle, when + subject + past tense verb
-
Example: Hardly had we finished our dinner when the lights went out.
-
Note: Use “when” instead of “than.”
-
-
As soon as
-
Structure: As soon as + subject + verb (past/present/future as required), …
-
Example: As soon as he arrived, the meeting started.
-
Note: After “as soon as,” just use a comma; no “than” or “when” is needed.
-
Summary Table:
Expression | Connector to 2nd Clause | Example |
---|---|---|
No sooner had | than | No sooner had I entered than it rained. |
Hardly had | when | Hardly had we arrived when it started raining. |
Scarcely had | when | Scarcely had she left when the phone rang. |
As soon as | , (comma) | As soon as he finished, he left. |
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain

0
Updated: 2 weeks ago
In each of the following questions, choose the word opposite in meaning of the given word: Repeal-
Created: 1 month ago
A
Abolish
B
Enact
C
Annul
D
Nullify
Repeal (Verb)
English Meaning: কোনো আইন বা সংসদের গৃহীত সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার করা।
Bangla Meaning: বাতিল করা; প্রত্যাহার করা।
অপশনগুলোর অর্থ —
-
Abolish (verb transitive)
যুদ্ধ, দাসপ্রথা বা পুরোনো কোনো প্রথা তুলে দেওয়া বা লোপ করা। -
Enact (verb transitive)
১) কোনো প্রস্তাবকে আইনে পরিণত করা বা আইন পাস করা।
২) নাটক বা কোনো ঘটনা মঞ্চস্থ করা। -
Annul (verb transitive)
আইন, চুক্তি ইত্যাদি রদ বা বাতিল করা।
এছাড়া সামাজিক বিয়ে বা অনুরূপ কিছু অকার্যকর ঘোষণা করা। -
Nullify (verb transitive)
রদ করা, বাতিল করা বা অকার্যকর করে দেওয়া।
সহজ বিশ্লেষণ:
Repeal মানে হলো কোনো আইন বাতিল বা প্রত্যাহার করা। উপরের শব্দগুলোর মধ্যে Enact এর অর্থ আইন তৈরি করা বা পাস করা, যা Repeal-এর সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে।
Source: Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
People always remember patriots. Which of the following is the best passive form of the above sentence?
Created: 3 months ago
A
The patriots will always be remembered by people
B
The patriots are always being remembered
C
People are always remembered by the patriots
D
The patriots are always remembered
Active Voice-এর Object টি Passive Voice-এর Subject হয়।
-
মূল Verb-এর কাল (tense) অনুযায়ী একটি 'be' Verb ব্যবহার করা হয় (যেমন: is, are, was, were, being, been)।
-
মূল Verb-এর Past Participle (V3) form ব্যবহৃত হয়।
-
Active Voice-এর Subject টি Passive Voice-এ Object হিসেবে ব্যবহৃত হয় এবং তার আগে সাধারণত by (বা with, at, to, in ইত্যাদি প্রিপোজিশন) বসে।
-
যদি Active Voice-এর Subject কে উল্লেখ করা গুরুত্বপূর্ণ না হয় বা সেটা 'People', 'Someone', 'They' ইত্যাদি অস্পষ্ট subject হয়, তবে তা Passive Voice-এ না লিখলেও চলে।
Active: People always remember patriots.
Passive: Patriots are always remembered.
এখানে "People" অস্পষ্ট subject হওয়ায় Passive form-এ তা উল্লেখ করা হয়নি।

0
Updated: 3 months ago