Identify the correct synonym for the word 'magnanimous'.
A
unkind
B
generous
C
revengeful
D
friendly
উত্তরের বিবরণ
Magnanimous শব্দটি একটি adjective, যার অর্থ মহানুভব। এটি এমন ব্যক্তির গুণ বোঝায়, যিনি ক্ষমাশীল, উদার এবং হৃদয়বান। অন্যদিকে প্রদত্ত অপশনগুলো মধ্যে কয়েকটি শব্দের অর্থ Magnanimous এর সাথে মিলছে না, তবে একটি শব্দ সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।
- 
unkind (adjective): নির্দয়, নিষ্ঠুর, অকরুণ, কঠোর 
- 
generous (adjective): উদার, সহৃদয়, পর্যাপ্ত, প্রচুর 
- 
revengeful (adjective): প্রতিশোধপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ 
- 
friendly (adjective): বন্ধুত্বপূর্ণ, বন্ধুজনোচিত, বন্ধুভাবাপন্ন, সহৃদয়, মিত্রোচিত, বন্ধুসুলভ, সানুরাগ, প্রীতিপূর্ণ 
শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে, Magnanimous এর সঠিক সমার্থক হলো generous।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The ______ you walk, the ______ you get tired.
Created: 2 months ago
A
slowest, least
B
slower, faster
C
slower, less
D
slow, least
The correct answer is - গ) slower, less.
Complete sentence: The slower you walk, the less you get tired.
• Comparative Degree:
- দুটি noun বা pronoun- এর দোষ, গুণ, অবস্থা প্রভৃতির তুলনা করতে adjective- এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।
- যত-তত/ আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি Adverb Comparative Degree এর প্রত্যেকটির পূর্বে The বসে।
- Structure: The + Comparative +--, the + Comparative +---
• More examples:
- The more you read, the more you learn.
- The sooner, the better.
- The more you exercise, the better your health will be.
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
Correct Sentence:
- 
I, you, and she were responsible for the mistake. 
Explanation:
- 
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে: - 
1 → I (first person) 
- 
2 → you (second person) 
- 
3 → he/she/they (third person) 
 
- 
- 
Verb সর্বদা plural হয়। 
- 
উদাহরণ: - 
I, you, and he committed the crime. 
- 
She, I, and you were late for the meeting. 
 
- 
Notes:
- 
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Who is the speaker in “The Solitary Reaper”?
Created: 3 weeks ago
A
A traveler in the Geogian Highlands
B
A farmer
C
A fellow reaper
D
Wordsworth himself
“The Solitary Reaper” কবিতায় বক্তা নিজেই William Wordsworth। কবিতায় তিনি স্কটিশ হাইল্যান্ডের প্রান্তরে এক কৃষক মেয়ের গান শুনে মুগ্ধ হন। মেয়েটি একাকী ধান কেটে কাজ করছে, এবং তার গান এত মধুর ও হৃদয়স্পর্শী যে Wordsworth তা অনুভব করে আবেগপূর্ণভাবে বর্ণনা করেছেন। বক্তা শুধু মেয়ের কাজের দৃশ্য নয়, তার অনুভূতি, গান এবং প্রকৃতির সঙ্গে সংযোগকেও লক্ষ্য করেছেন। কবিতার দৃষ্টিকোণ থেকে এটি স্পষ্ট যে, বক্তা একজন সাধারণ পর্যবেক্ষক নয়, বরং কবিই।
• The Solitary Reaper:
- 
এটি William Wordsworth রচিত একটি কবিতা। 
- 
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে। 
- 
কবিতায় দেখা যায়, একটি তরুণী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীণ ও পাহাড়ী অঞ্চলে একাকী কাজ করছে। 
- 
কাজের পাশাপাশি সে করুণ ও মর্মস্পর্শী গান গাইছে। 
- 
কবিতার শিরোনামের বাংলা অর্থ হলো “একাকী শস্যচ্ছেদক”। 
• William Wordsworth (1770–1850):
- 
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজ কবি এবং Romantic Movement-এর প্রধান স্থপতি। 
- 
১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথভাবে প্রকাশিত কাব্যগ্রন্থ Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে। 
- 
১৮০০ সালের দ্বিতীয় সংস্করণের Preface-এ তিনি সাহিত্যের নীতি ও দর্শন তুলে ধরেন, যা রোমান্টিক সাহিত্যকে বিপ্লবী রূপ দিয়েছিল। 
- 
তিনি বিশ্বাস করতেন, কবিতাকে এমনভাবে লেখা উচিত যাতে সাধারণ জীবনের ঘটনা এবং মানুষের প্রকৃত ভাষা প্রতিফলিত হয়। 
• Wordsworth-এর উল্লেখযোগ্য রচনা:
- 
Lines Composed a Few Miles Above Tintern Abbey 
- 
Lyrical Ballads 
- 
Michael 
- 
Ode: Intimations of Immortality 
- 
Peter Bell 
- 
The Excursion 
- 
The Prelude 
- 
The Recluse 
- 
The Ruined Cottage 
- 
The Solitary Reaper 
- 
Rainbow 
- 
Lucy Poems 
• উপাধিসমূহ:
- 
Poet of Nature 
- 
Poet of Childhood 
- 
Lake Poet 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago