Each sentence below has two blanks. Choose the set of words for each blank that best fits the meaning of the sentence as a whole: Although a few years ago the fundamental fact about the milky-way seemed fairly well _____ now even its mass and radius have come into ______.
A
determined - resolution
B
established - question
C
ignored - danger
D
diminished - disrepute
উত্তরের বিবরণ
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
determined - দৃঢ় প্রতিজ্ঞ।
resolution - ] দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা।
খ)
established - প্রতিষ্ঠিত।
question - প্রশ্নবোধক বাক্য; প্রশ্ন।
গ)
ignored - উপেক্ষিত।
danger - বিপদ।
ঘ)
diminished - কমান; খর্ব; অপচিত; হ্রস্বীকৃত।
disrepute - কুখ্যাতি; দুর্নাম; খ্যাতিহানি।
• যেহেতু বাক্যটি although দিয়ে শুরু হয়েছে, এটি বোঝায় যে শূন্যস্থানে বিপরীত অর্থবোধক শব্দ থাকবে।
- প্রথম শূন্যস্থানে এমন একটি শব্দ প্রয়োজন যা নির্দেশ করবে যে কয়েক বছর আগে মিল্কিওয়ের সম্পর্কে জ্ঞান নিশ্চিত বা নির্ধারিত ছিল। দ্বিতীয় শূন্যস্থানে এমন একটি শব্দ প্রয়োজন যা বোঝায় বর্তমান সময়ে সেই বিষয়টি সন্দেহের মধ্যে পড়েছে।
- তাই, সঠিক উত্তর হবে: খ) established - question
- এখানে established অর্থ নিশ্চিত বা সন্দেহাতীত, এবং question অর্থ সন্দেহজনক।
Complete sentence: Although a few years ago the fundamental fact about the milky-way seemed fairly well established, now even its mass and radius have come into question.
Bangla Meaning: যদিও কিছু বছর আগে মিল্কিওয়ের মৌলিক তথ্যটি বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত ছিল, এখন তার ভর এবং ব্যাসও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago