Fill in the gap: Birds fly ___ in the sky.
A
random
B
at large
C
at a stitch
D
are long
উত্তরের বিবরণ
At large (Phrase) সাধারণত এমন অবস্থাকে বোঝায় যখন কেউ বা কিছু মুক্ত অবস্থায় থাকে। এটি বিশেষ করে অপরাধী, বিপজ্জনক প্রাণী বা সাধারণভাবে স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- 
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely 
- 
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে 
- 
Complete Sentence: Birds fly at large in the sky. 
- 
Bangla Meaning: পাখি মুক্ত বা স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায় 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Swain is a _______ gender.
Created: 2 months ago
A
masculine
B
feminine
C
common
D
neuter
Swain
- 
Gender: Masculine 
- 
Bangla meaning: গ্রাম্য যুবক 
- 
Feminine form: Nymph (রূপসী নারী) 
Source: Accessible Dictionary
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 2 months ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Identify the determiner: It is not your fault.
Created: 1 month ago
A
It
B
Not
C
Your
D
Fault
‘It is not your fault.’ এখানে determiner হলো ‘your’, যা noun ‘fault’-কে নির্দেশ করছে।
Determiner:
- 
Determiner হলো সেই শব্দ যা noun-এর নির্দেশক, নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা না-বাচকতা নির্দেশ করে। 
- 
Determiner-এর প্রধান কাজ হলো noun বা pronoun কে নির্ধারণ করা। 
Determiner-এর বিভিন্ন প্রকার:
- 
Articles: a, an, the 
- 
Demonstrative: this, these, that, those 
- 
Possessive: my, your, his, her, etc. 
- 
Interrogative: what, which, whose, etc. 
- 
Quantifier: some, any, many, much, more, less, few, fewer, little, a lot of, several, no, etc. 
- 
General Ordinals: last, next, other, the other, etc. 
- 
Cardinal Numerals: one, two, three, four, etc. 
- 
Ordinal Numeral: first, second, third, fourth, etc. 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago