Identify the correct synonym for the word 'magnanimous'.
A
unkind
B
generous
C
revengeful
D
friendly
উত্তরের বিবরণ
Magnanimous শব্দটি একটি adjective, যার অর্থ মহানুভব। এটি এমন ব্যক্তির গুণ বোঝায়, যিনি ক্ষমাশীল, উদার এবং হৃদয়বান। অন্যদিকে প্রদত্ত অপশনগুলো মধ্যে কয়েকটি শব্দের অর্থ Magnanimous এর সাথে মিলছে না, তবে একটি শব্দ সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে।
-
unkind (adjective): নির্দয়, নিষ্ঠুর, অকরুণ, কঠোর
-
generous (adjective): উদার, সহৃদয়, পর্যাপ্ত, প্রচুর
-
revengeful (adjective): প্রতিশোধপরায়ণ, প্রতিহিংসাপরায়ণ
-
friendly (adjective): বন্ধুত্বপূর্ণ, বন্ধুজনোচিত, বন্ধুভাবাপন্ন, সহৃদয়, মিত্রোচিত, বন্ধুসুলভ, সানুরাগ, প্রীতিপূর্ণ
শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে, Magnanimous এর সঠিক সমার্থক হলো generous।

0
Updated: 17 hours ago
Would you mind ______?
Created: 1 week ago
A
send me the details
B
to send me the details
C
to sending me the details
D
sending me the details
Complete Sentence:
-
Would you mind sending me the details?
অর্থ: আপনি কি আমাকে বিস্তারিত তথ্য পাঠাতে বিরক্ত হবেন?
ব্যাখ্যা:
-
“Would you mind” ব্যবহৃত হলে, এর পর verb-এর মূল রূপের সাথে -ing যুক্ত করা হয়।
-
এটি সাধারণত ভদ্রভাবে অনুরোধ করার জন্য ব্যবহৃত হয়।
Structure:
উদাহরণ:
-
Would you mind coming to my house? (আপনি কি আমার বাড়িতে আসতে বিরক্ত হবেন?)
-
Would you mind taking a cup of tea? (আপনি কি এক কাপ চা নেবার জন্য বিরক্ত হবেন?)
-
Would you mind giving me some money? (আপনি কি আমাকে কিছু টাকা দেওয়ার জন্য বিরক্ত হবেন?)

0
Updated: 1 week ago
Change the following sentence from Active Voice to Passive Voice:
Let him do the work.
Created: 1 day ago
A
The work should be done by him.
B
Let the work done by him.
C
Let the work being done by him.
D
Let the work be done by him.
• সঠিক উত্তর: ঘ) Let the work be done by him.
- Let যুক্ত Imperative sentence এর Active voice কে passive voice এ পরিণত করার নিয়ম:
- প্রথমে Let বসে।
- Object টির subject রূপে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টির Object রূপে বসে।
Structure: Let + Object টির subject বসে+ be বসে মূল verb এর past participle form বসে + by + subject টির Object রূপে বসে।
Active: Let him do the work.
Passive: Let the work be done by him.

0
Updated: 1 day ago
'A Christmas Carol' is a _________ by Charles Dickens.
Created: 1 week ago
A
ballad
B
sketch story
C
historical novel
D
short novel
A Christmas Carol (Charles Dickens)
-
A Christmas Carol হলো চার্লস ডিকেন্সের লেখা একটি Novella (Short Novel)।
-
এটি প্রথম প্রকাশিত হয় 1843 সালে।
-
Novella বলতে বোঝায় ছোট উপন্যাস, যা Short Story-এর চেয়ে বড় এবং Full Novel-এর চেয়ে ছোট।
মূল চরিত্র
-
এই কাহিনীর নায়ক Ebenezer Scrooge, যিনি অত্যন্ত কৃপণ ও কঠোর স্বভাবের মানুষ।
-
তাঁকে তিনটি ভিন্ন ভিন্ন আত্মা (Ghost of Christmas Past, Present, Yet to Come) স্বপ্নে এসে শিক্ষা দেয় যে—
জীবনে সুখ আসে শুধু অর্থ-সম্পদে নয়, বরং উদারতা, দয়া ও মানবিকতায়।
প্রধান চরিত্রসমূহ
-
Ebenezer Scrooge
-
Jacob Marley
-
Bob Cratchit
-
Tiny Tim
-
Ghost of Christmas Past
-
Ghost of Christmas Present
-
Ghost of Christmas Yet to Come
-
Fred
-
Fezziwig
-
Mrs. Emily Cratchit
-
Martha Cratchit, ইত্যাদি।
লেখক পরিচিতি
-
Charles Dickens ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে পরিচিত।
-
তিনি “Boz” ছদ্মনামে লিখতেন।
তাঁর বিখ্যাত উপন্যাসসমূহ
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
উৎস: Britannica ও Live MCQ Lecture

0
Updated: 1 week ago