The word 'to genuflect' means -
A
to be genuine
B
to reflect
C
to bend the knee
D
to be flexible
উত্তরের বিবরণ
’To genuflect’ শব্দটির অর্থ হলো হাঁটু ভাঁজ করা বা নতজানু হওয়া। এটি একটি Intransitive verb এবং সাধারণত ভক্তি, শ্রদ্ধা বা আনুগত্য প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিচে এর বিস্তারিত অর্থ, উদাহরণ এবং উৎস উল্লেখ করা হলো।
- 
English Meaning: - 
Lower one's body briefly by bending one knee to the ground, typically in worship or as a sign of respect. 
- 
Show deference or servility. 
 
- 
- 
Bangla Meaning: নতজানু হওয়া। 
- 
Example Sentence: - 
As a sign of respect, the knight would genuflect before the king when entering his presence. 
- 
In some cultures, it is customary to genuflect before entering a place of worship. 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The synonym of the word "Weary" is -
Created: 1 month ago
A
Exhausted
B
Rested
C
RejuvenaHeedted
D
Heed
• Weary (Adjective, Verb)
- English Meaning: feeling or showing extreme tiredness, especially as a result of excessive exertion.
- Bangla Meaning: ক্লান্ত; ক্লান্তিকর; ক্লান্তিব্যঞ্জক।
• Synonym: Tired, Exhausted, Wearied, Drained.
• Antonym: Unwearied, Rested, Fresh, Rejuvenated.
• উল্লিখিত অপশনগুলো,
- Exhausted - ক্লান্ত; অবসন্ন;
- Rested - বিশ্রান্ত;
- Rejuvenated - সঞ্জীবিত ;
- Heed - অবধান/কর্ণপাত করা; সাবধান হওয়া।
• Example sentence:
- She grew weary of the constant arguments.
- After working all day, he felt extremely weary.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Matriculete
B
Matriculate
C
Matriculatte
D
Mattriculate
Matriculate (Verb)
- 
English Meaning: - 
To officially become a student at a university. 
- 
To successfully complete the final year of school. 
 
- 
- 
Bangla Meaning: 
 (কোনো বিশেষ পরীক্ষা পাস করার পর) ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার পাওয়া; বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ভর্তি হওয়া
Example Sentence:
- 
She will matriculate at Oxford University next year. 
- 
বাংলা অর্থ: সে আগামী বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। 
Source:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 2 months ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
- 
Paragraph (অনুচ্ছেদ): - 
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence 
 
- 
1. Cohesion (আসঞ্জন)
- 
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে 
- 
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে 
- 
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে 
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
- 
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally 
- 
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ 
- 
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন 
- 
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয় 
Source: BBS Program, Bangladesh Open University
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago