'If Winter comes, can Spring be far behind?' - Who wrote this?
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
উত্তরের বিবরণ
"If Winter comes, can Spring be far behind?"—এই বিখ্যাত লাইনটি কবি P. B. Shelley তাঁর প্রসিদ্ধ কবিতা Ode to the West Wind-এ লিখেছিলেন। নিচে কবিতা, কবি ও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
- 
Ode to the West Wind কবিতাটি রচনা করেন P. B. Shelley। 
- 
এটি প্রথম প্রকাশিত হয় ১৮২০ সালে। 
- 
কবিতায় তিনি West Wind-কে destroyer and preserver বলে আখ্যায়িত করেছেন। 
- 
কবিতাটি লেখা হয় ১৮১৯ সালের ২৫ অক্টোবর, ইতালির ফ্লোরেন্স শহরের নিকটবর্তী Cascine Wood-এ, এবং বলা হয় এটি তিনি একটানা একটি বসায় সম্পূর্ণ করেছিলেন। 
- 
অনেকে মনে করেন, তাঁর পুত্র William-এর মৃত্যুজনিত শোকেই এই কবিতাটি লেখা হয়েছিল। 
- 
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে যেমন সমাদর করেছেন, তেমনি এ শক্তির মধ্য দিয়েই তিনি বৈপ্লবিক চিন্তাধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক—এমন আশা ব্যক্ত করেছেন। 
- 
এই কবিতাটি Shelley-এর আবেগপ্রবণ ভাষা এবং প্রতীকী চিত্রকল্পের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। 
- 
কবিতাটি শেষ হয় এই বিখ্যাত প্রশ্নে: "If Winter comes, can Spring be far behind?" 
- 
উক্তিটি সাহিত্যিক পরিভাষায় Metaphor-এর উদাহরণ হিসেবেও বিবেচিত। 
Shelley-এর কিছু বিখ্যাত উক্তি হলো:
- 
"Our sweetest songs are those that tell of saddest thought" (Ode To A Skylark)। 
- 
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)। 
P. B. Shelley সম্পর্কে কিছু তথ্য:
- 
তিনি একজন English Romantic poet। 
- 
তাঁকে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poets হিসেবে গণ্য করা হয়। 
- 
তাঁর ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য আবেগপ্রবণ অনুসন্ধান ধীরে ধীরে কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে স্থান পেয়েছে। 
- 
মাত্র ২৯ বছর বয়সে ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যু হয়। 
তাঁর কিছু উল্লেখযোগ্য রচনা হলো:
- 
Adonais 
- 
Mont Blanc 
- 
Ode to the West Wind 
- 
Ozymandias 
- 
To a Skylark 
- 
Peter Bell the Third 
- 
Prometheus Unbound (play) 
- 
Queen Mab 
- 
Rosalind and Helen 
- 
The Cenci (play) 
- 
The Cloud 
- 
The Masque of Anarchy 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Fill in the gap with the right form of the verb:
We helped him ______ the work.
Created: 1 month ago
A
with finishing
B
finishing
C
finish
D
finished
Complete Sentence: We helped him finish the work.
- 
বাংলা অর্থ: আমরা তাকে কাজটি শেষ করতে সাহায্য করেছি। 
- 
Causative Verb: - 
অর্থ: Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় 
- 
প্রচলিত causative verbs: Help, Get, Have, Let, Make 
- 
Make, Have, Get-এর মাধ্যমে অনেক verb-কে causative verb বানানো যায় 
 
- 
- 
Structure of Help as a Causative Verb: - 
Subject + help (any tense) + action doer + base form / infinitive (to + base form) + extension 
 
- 
- 
Example: - 
We have to help her find her keys 
 
- 
- 
অন্য অপশনগুলো এই নিয়ম অনুসারে সঠিক নয় 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"Candida" is a play by which English playwright?
Created: 3 weeks ago
A
George Bernard Shaw
B
Tennessee Williams
C
Arthur Miller
D
Christopher Marlowe
“Candida” একটি নাটক রচনা করেছেন George Bernard Shaw। এটি ১৯০৪ সালে প্রকাশিত হয় এবং সামাজিক ও মানসিক বিষয় নিয়ে লেখা একটি ক্লাসিক নাটক। নাটকের কেন্দ্রীয় চরিত্র Candida, যিনি একজন স্বামী বৃত্তিশীল পুরুষের সঙ্গে বিবাহিত। নাটকটি প্রেম, বিশ্বাস, সামাজিক শ্রেণি এবং নারীর স্বাধীনতার মতো বিষয়ের মাধ্যমে মানুষের মানসিক জটিলতা ফুটিয়ে তোলে। শো তার সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ও হাস্যরসের মাধ্যমে সামাজিক নীতি ও মানব মনস্তত্ত্ব পরীক্ষা করেছেন।
সঠিক উত্তর: ক) George Bernard Shaw
বিস্তারিত আলোচনা:
- 
Candida: - 
একটি comedy নাটক 
- 
১৮৯৭ সালে থিয়েটারে প্রথম পারফর্ম করা হয় 
 
- 
- 
Important Characters: - 
Candida 
- 
James Morell 
- 
Eugene Marchbanks 
 
- 
- 
Summary: - 
Candida, একজন বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী নারী 
- 
তার স্বামী, James Morell, একজন ধর্মীয় যাজক, যিনি সমাজের জন্য কাজ করেন 
- 
Eugene Marchbanks, এক তরুণ কবি, Candida কে তার স্বামী থেকে মুক্তি দিতে চায় 
- 
Candida তার স্বাধীনতা এবং প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি সামাল দেন, যদিও Eugene এর প্রেমের প্রতি আকৃষ্ট 
- 
নাটকটি বিবাহ, প্রেম, নারীর স্বাধীনতা এবং সামাজিক প্রথা নিয়ে আলোচনা করে 
- 
G. B. Shaw এর সমাজতান্ত্রিক দর্শনে, Candida এর চরিত্র নারীর ক্ষমতা এবং সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গি প্রতিস্থাপন করে 
 
- 
- 
George Bernard Shaw (G. B. Shaw): - 
একজন প্রখ্যাত Irish playwright এবং critic 
- 
১৯২৫ সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ 
- 
তাকে বলা হয় The greatest modern English dramatist এবং The father of modern English Drama 
 
- 
- 
Famous Plays by G. B. Shaw: - 
Man and Superman 
- 
Arms and the Man 
- 
Candida 
- 
Caesar and Cleopatra 
- 
Mrs. Warren's Profession 
- 
The Apple Cart 
- 
Doctor's Dilemma 
- 
Man of Destiny 
- 
Pygmalion 
- 
Major Barbara 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
What was the first working title of Pride and Prejudice?
Created: 1 month ago
A
The Bennet Sisters
B
First Impressions
C
Marriage and Morality
D
Pride Before Love
Jane Austen প্রথমে উপন্যাসটির নাম রেখেছিলেন First Impressions (১৭৯৬ সালে লেখা শুরু হয়)। নামটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ উপন্যাসে প্রায় সব চরিত্রই প্রথম ধারণার উপর ভিত্তি করে অন্যদের বিচার করে।
Elizabeth Darcy-কে অহংকারী ভাবে, আর Darcy Elizabeth-কে “not handsome enough” মনে করে। এই ভুল ধারণাই গল্পের মূল দ্বন্দ্ব সৃষ্টি করে। পরে প্রকাশক নাম পরিবর্তন করে Pride and Prejudice রাখেন। নতুন নামও উপন্যাসের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে—Darcy’র Pride আর Elizabeth-এর Prejudice।
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 1 month ago