'Moby Dick', a novel, was written by -
A
Herman Melville
B
Nathaniel Hawthorne
C
Mark Twain
D
William Faulkner
উত্তরের বিবরণ
Herman Melville রচিত Moby Dick একটি বিখ্যাত আমেরিকান উপন্যাস, যেখানে সমুদ্রযাত্রা, তিমি শিকার এবং মানুষের সঙ্গে প্রকৃতির সংঘাত চিত্রিত হয়েছে। কাহিনী মূলত একটি বিশাল সাদা তিমি শিকারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যা সাহিত্যে প্রতীকী ও দার্শনিক দিক থেকেও গভীর তাৎপর্য বহন করে।
- 
Moby Dick হচ্ছে Herman Melville রচিত একটি novel। 
- 
উপন্যাসটিতে একটি giant white whale অর্থাৎ বিশাল সাদা তিমির কাহিনী বলা হয়েছে। 
- 
গল্পটি আবর্তিত হয়েছে একটি whaling vessel বা শিকারি জাহাজকে কেন্দ্র করে, যার নাম Pequod। 
- 
Pequod জাহাজের ক্রুরা সমুদ্রযাত্রায় বের হয় তিমি শিকারের উদ্দেশ্যে। 
- 
Moby Dick নামক সাদা তিমিকে কেন্দ্র করেই পুরো কাহিনী গড়ে উঠেছে। 
- 
শেষ পর্যন্ত গল্পের বর্ণনাকারী Ishmael ছাড়া সকল চরিত্র মৃত্যুবরণ করে। 
- 
কাহিনীর বিশেষ বৈশিষ্ট্য হলো, শেষ পর্যন্ত সাদা তিমিটি মারা যায় না। 
Characters:
- 
Ishmael (Narrator) 
- 
Ahab (Ship’s Captain) 
- 
Queequeg 
- 
Starbuck 
- 
Peleg এবং Bildad (Pequod জাহাজের মালিক) 
Herman Melville:
- 
তিনি একজন American novelist, short-story writer এবং poet। 
- 
উপন্যাস Moby Dick প্রথম প্রকাশিত হয় ১৮৫১ সালে। লন্ডনে প্রকাশিত হয়েছিল “The Whale” নামে, আর নিউইয়র্কে প্রকাশিত হয়েছিল “Moby-Dick; or, The Whale” নামে। 
- 
বইটি Nathaniel Hawthorne-কে উৎসর্গ করা হয়েছিল। 
- 
Moby Dick সাধারণভাবে Melville-এর magnum opus বা শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত হয় এবং এটি আমেরিকান সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। 
Herman Melville-এর বিখ্যাত রচনাগুলো:
- 
Moby Dick 
- 
White Jacket 
- 
Bartleby, the Scrivener 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘Moby Dick’, a novel, was written by–
Created: 2 months ago
A
Herman Melville
B
Nathaniel Hawthorne
C
Mark Twain
D
William Faulkner
(ক) Herman Melville- Moby Dick (novel), White Jacket (novel)
(খ) Nathaniel Hawthorne- Twice-Told Tales (novel), The Scarlet Letter (novel), The House of the Seven Gables (novel)
(গ) Mark Twain- Roughing It (comedic romp), The Gilded Age (novel), The Mysterious Stranger
(novel), Eve's Diary (comic short story)
(ঘ) William Faulkner- The Sound and the Fury (novel), The Mansion (novel), Absalom (novel), Soldier's Party (poem)
 
                                    
                                
                                
                                
                                1
Updated: 2 months ago
The story of 'Moby Dick' centers on—
Created: 1 month ago
A
a mermaid
B
a whale
C
a crocodile
D
a shark
Herman Melville was a prominent American novelist, short-story writer, and poet, best known for his profound contributions to American literature.
His works often explore themes of obsession, human struggle, and the complexity of the human condition.
- 
Moby Dick is a novel by Herman Melville, first published in London in October 1851 under the title The Whale, and a month later in New York City as Moby-Dick; or, The Whale. 
- 
The novel is dedicated to Nathaniel Hawthorne and is widely regarded as Melville’s magnum opus and one of the greatest American novels. 
- 
The story revolves around the hunt for a giant whale, depicting the relentless pursuit of Ahab and the symbolic struggle between man and nature. 
- 
Main characters include Ishmael (the narrator), Ahab (the ship’s captain), Queequeg, and Starbuck among others. 
Some of Herman Melville’s other famous novels are:
- 
White Jacket 
- 
Bartleby, the Scrivener 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is Moby Dick?
Created: 1 month ago
A
A pirate ship
B
A giant white whale
C
A mythical sea monster
D
The narrator of the novel
Moby Dick হলো Herman Melville রচিত “Moby-Dick” উপন্যাসের একটি প্রধান চরিত্র, যা একটি বিশাল সাদা তিমি। এই তিমিটি ক্যাপ্টেন Ahab-এর মনোবল পরীক্ষা করে এবং গল্পের মূল সংঘর্ষের কেন্দ্রবিন্দু। Moby Dick কোনো মানুষ বা জাহাজ নয়; এটি একমাত্র বড় সাদা তিমি।
• Moby Dick:
- 
রচয়িতা: Herman Melville 
- 
এটি একটি novel যা তিমি শিকারকে কেন্দ্র করে আবর্তিত। 
- 
কাহিনী শুরু হয় একটি whaling vessel বা শিকারকারি জাহাজের মাধ্যমে, যার নাম Pequod। 
- 
Moby Dick নামের সাদা তিমি শিকার করার কাহিনী পুরো উপন্যাসে চলছে। 
- 
কাহিনীর সমাপ্তি ঘটে বর্ণনাকারী Ishmael ব্যতীত সকলের মৃত্যু দিয়ে, তবে white whale মারা যায় না। 
• Characters:
- 
Ishmael (Narrator) 
- 
Ahab (Ship's Captain) 
- 
Queequeg 
- 
Starbuck 
- 
Peleg এবং Bildad (Pequod-এর মালিক) ইত্যাদি 
• Herman Melville:
- 
একজন American novelist, short-story writer, এবং poet 
- 
Moby Dick প্রথম প্রকাশিত হয় 1851 সালে লন্ডনে "The Whale" নামে এবং পরে নিউ ইয়র্কে Moby-Dick; or, The Whale নামে। 
- 
উপন্যাসটি Nathaniel Hawthorne-কে উৎসর্গ করা। 
- 
Moby Dick কে সাধারণত Melville-এর magnum opus এবং অন্যতম শ্রেষ্ঠ American novel হিসেবে গণ্য করা হয়। 
• Famous novels of Herman Melville:
- 
Moby Dick 
- 
White Jacket 
- 
Bartleby, the Scrivener 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago