A speech full of too many words is-
A
a big speech
B
maiden speech
C
a verbose speech
D
an unimportant speech
উত্তরের বিবরণ
A speech of too many words is called - A verbose speech.
একটি বক্তব্যে যদি প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা হয়, তবে সেটিকে A verbose speech বলা হয়।
-
Verbose (Adjective)
-
English Meaning: Using or expressing in more words than are needed.
-
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ, শব্দাড়ম্বরপূর্ণ
উদাহরণ: a verbose speech / speaker / style
-
-
Maiden speech অর্থ হলো পার্লামেন্টে নবনির্বাচিত সদস্যের প্রথম ভাষণ, যাকে First Speech ও বলা হয়।

0
Updated: 17 hours ago
A 'pilgrim' is a person who undertakes a journey to a -
Created: 1 month ago
A
Mosque
B
A new country
C
Holy place
D
Bazar
Pilgrim (Noun)
অর্থ: এমন একজন মানুষ যে ধর্মীয় কারণে কোনো পবিত্র স্থানে ভ্রমণ করে।
বাংলায়: তীর্থযাত্রী।
প্রতিশব্দ:
ভক্ত, বিশ্বাসী, যাত্রী, পথচারী।
উদাহরণ:
হাজার হাজার মুসলিম তীর্থযাত্রী মক্কায় গিয়েছিল।

0
Updated: 1 month ago
Which of the following words is in plural number?
Created: 2 weeks ago
A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
Number (সংখ্যা)
সংজ্ঞা:
-
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা।
প্রধান দুই প্রকার:
-
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী
-
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Information
-
Furniture
-
Scenery
-
Poetry
-
News
-
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Cattle
-
People
-
Police
-
Folk
-
Swine
-
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 2 weeks ago
We waited until the plane-
Created: 1 month ago
A
did not take off
B
took off
C
had not taken off
D
had taken off
সঠিক উত্তর খ) took off এবং ঘ) had taken off
- অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হয় নি।
-------------------
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until the plane had taken off.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
• আবার,
- We waited until the plane took off.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

0
Updated: 1 month ago