'আমান' কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
A
ইরাক
B
ইরান
C
ইসরায়েল
D
সিরিয়া
উত্তরের বিবরণ
ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা
- 
আমান (AMAN) - 
ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা। 
- 
প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে। 
- 
প্রধান কাজ: তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। 
- 
লক্ষ্য: দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা। 
- 
নোট: ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমের ইতিহাস ইসরায়েলের অস্তিত্বের চেয়ে পুরনো। 
 
- 
- 
মোসাদ (Mossad) - 
গঠিত: ১৯৪৯ সালের ডিসেম্বরে, ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর। 
- 
কাজ: ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা। 
- 
লক্ষ্য: দেশের সুরক্ষা ও অস্তিত্ব রক্ষা। 
 
- 
- 
শাবাক বা শিন বেট (Shabak / Shin Bet) - 
গঠিত: ১৯৪৯ সালে। 
- 
কাজ: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা। 
- 
শাবাক দাবি করে, তারা পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আসা হুমকির বিরুদ্ধে ‘অদৃশ্য ঢাল’ হিসেবে কাজ করে। 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
- 
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯ 
- 
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন 
- 
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল 
- 
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন 
- 
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি 
- 
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয় 
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
- 
পাকিস্তান: ISI 
- 
ইরান: IROIIM 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নিম্নের কোন আদালত?
Created: 1 month ago
A
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)
B
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)
C
ইউরোপীয় মানবাধিকার আদালত (ইসিএইচআর)
D
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) একটি স্থায়ী আন্তর্জাতিক সংস্থা যা গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা তদন্ত ও বিচার করে। এটি ১৯৯৮ সালে রোম সংবিধির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ২০০২ সালে কার্যক্রম শুরু করে।
- 
পূর্ণরূপ: International Criminal Court 
- 
বাংলা নাম: আন্তর্জাতিক অপরাধ আদালত 
- 
প্রতিষ্ঠার তারিখ: ১৭ জুলাই, ১৯৯৮ (রোম সংবিধি অনুযায়ী) 
- 
কার্যক্রম শুরু: ১ জুলাই, ২০০২ 
- 
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস 
- 
সদস্য দেশ: ১২৪টি 
- 
সর্বশেষ সদস্য দেশ: আর্মেনিয়া 
সম্প্রতি ICC কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে:
- 
নভেম্বর, ২০২৪-এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 
- 
ICC বলেছে, এই দুইজনকে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য দায়ী করা যেতে পারে। 
- 
এই দুইজনের বিরুদ্ধে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্নলিখিত অপরাধের দায়বদ্ধতার অভিযোগ আনা হয়েছে: - 
যুদ্ধের পদ্ধতি হিসাবে ক্ষুধার ব্যবহার 
- 
হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোন দেশসমূহের মাঝে ইয়োপ কিপুর যুদ্ধ সংঘটিত হয়?
Created: 1 month ago
A
আরব-রাশিয়া
B
চীন-জাপান
C
যুক্তরাজ্য-সোভিয়েত ইউনিয়ন
D
আরব-ইসরাইল
ইয়োম কিপুর যুদ্ধ হলো চতুর্থ আরব-ইসরাইল যুদ্ধ, যা সংঘটিত হয় ১৯৭৩ সালে।
মূল তথ্য:
- 
যুদ্ধের সময়: ইহুদিদের পবিত্র ইয়োম কিপুর দিবসে, এবং মুসলিমদের রমজান মাসে 
- 
আরব দেশসমূহ তেল অবরোধের মাধ্যমে পাশ্চাত্যকে চাপ দেয় 
- 
আরব জোটের মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেঙে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে প্রবেশ করে 
- 
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তাদের নিজ নিজ মিত্রদের সমর্থন প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে 
- 
যুদ্ধকে এছাড়াও অক্টোবর যুদ্ধ বা রমজান যুদ্ধ নামেও ডাকা হয় 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago