A
Gulp : sip
B
Confide : tell
C
Scorn : admire
D
Participate : observe
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
- Stare: দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা।
- Glance: ক্ষনিক দেখা, এক পলক দেখা।
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক)
- Gulp: গলাধ:করণ করা; গবগব বা ঢকঢক করে গেলা।
- Sip: একটু একটু করে চুমুক দিয়ে পান করা।
খ)
- Confide: বিশ্বাস করে কাউকে গোপন কথা বলা।
- Tell: বলা, জানানো।
গ)
- Scorn: অশ্রদ্ধা; ঘৃণা; তাচ্ছিল্য।
- Admire: বিস্ময়বিমুগ্ধ হওয়া; প্রশস্তি/প্রশংসা করা।
ঘ)
- Participate: অংশীদার হওয়া; অংশ নেওয়া।
- Observer: যে ব্যক্তি পর্যবেক্ষণ করে।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Gulp : Sip.
- Stare (স্থির দৃষ্টিতে তাকানো) ও Glance (এক পলক দেখা) তাকানোর দুটি ধরন।
- অন্যদিকে Gulp (ঢক ঢক করে গেলা) ও Sip (চুমুক দিয়ে খাওয়া) পান করার দুটি ধরন।
- দুটি শব্দজোড়া ক্ষেত্রেই অপর শব্দটি একই ধরণের কাজের বিপরীত রূপ প্রকাশ পাচ্ছে।
- অন্য তিন জোড়া শব্দের মধ্যে অনুরূপ সম্পর্ক নেই।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago