নিচের কোনটি কলম্বিয়ার গেরিলা সংগঠন ?
A
নাসাকা
B
আল-সাইকাহ
C
কন্ট্রা
D
M-19
উত্তরের বিবরণ
এম-১৯ (M-19) গেরিলা দল
-
দেশ: কলম্বিয়া
-
প্রতিষ্ঠা: ১৯৭৩-৭৪
-
উদ্দেশ্য: নগরমুখী মার্কসবাদী আন্দোলন, কলম্বিয়ার সমাজতান্ত্রিক সংস্কার প্রচেষ্টা।
-
গঠন: ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের দ্বারা।
-
নামকরণ: ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে।
-
বিশেষ বৈশিষ্ট্য: আন্তর্জাতিক মডেল অনুসরণ না করে কলম্বিয়ার নিজস্ব ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক মতাদর্শ গ্রহণ।
-
কর্মকাণ্ড:
-
সিমন বলিভারের তরবারি চুরি
-
১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন
-
১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ
-
-
শেষ ঘটনা: ১৯৯০ সালের মার্চে শান্তি চুক্তি স্বাক্ষর; এপ্রিল-এ বৈধ রাজনৈতিক দল Alianza Democrática M-19-এ রূপান্তর।
অন্য কিছু উল্লেখযোগ্য গেরিলা/বিদ্রোহী দল:
-
Nasaka (নাসাকা): মিয়ানমারের বিদ্রোহী সামরিক গ্রুপ।
-
আল-সাইকাহ: সিরিয়ার সরকার কর্তৃক স্পনসরিত সিরিয়ান গেরিলা বাহিনী, ফিলিস্তিনি স্বার্থ প্রচারের উদ্দেশ্যে।
-
কন্ট্রা: নিকারাগুয়ার বামপন্থী স্যান্ডিনিস্টা সরকার উৎখাতের চেষ্টা চালানো গ্রুপ।

0
Updated: 19 hours ago