’ওয়াটারলু যুদ্ধ’ কত সালে সংঘটিত হয়?
A
১৮৭৯ সালে
B
১৮১৫ সালে
C
১৭৮৯ সালে
D
১৭১৫ সালে
উত্তরের বিবরণ
ওয়াটারলু যুদ্ধ (Battle of Waterloo)
- 
অবস্থান: বেলজিয়াম 
- 
তারিখ: ১৮১৫ 
- 
প্রধান ঘটনাবলি: - 
ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন 
- 
পরাজয়ের ফলে নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয় 
- 
নেপোলিয়নের মৃত্যু: ১৮২১ 
 
- 
- 
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন) 
- 
গুরুত্ব: ইউরোপের রাজনৈতিক ও সামরিক মানচিত্রে বড় পরিবর্তন আনে, নেপোলিয়নের সাম্রাজ্য শেষ করে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
বেলজিয়াম
B
ফ্রান্স
C
ইতালি
D
জার্মানি
ওয়াটারলু যুদ্ধ হলো বিখ্যাত যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে সংঘটিত এক যুদ্ধ, যা ঘটেছিল ১৮১৫ সালে।
মূল তথ্য:
- 
পরাজিত: নেপোলিয়ন বোনাপার্ট, ফ্রান্সের সামরিক নেতা 
- 
পরাজয়ের পর: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয় 
- 
নেপোলিয়নের মৃত্যু: ১৮২১ সালে 
- 
বিজয়ী সেনাপতি: আরথার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন) 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
- 
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম 
- 
তারিখ: ১৮১৫ 
- 
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন 
- 
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন 
- 
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago