Didactic writings mainly aim to:
A
Make the reader laugh
B
Teach moral lessons
C
Describe historical events
D
Use complex poetic devices
উত্তরের বিবরণ
Didactic Literature
-
সংজ্ঞা: Didactic হলো সেই ধরনের সাহিত্য বা লেখা, যা প্রধানত শিক্ষা বা নৈতিক শিক্ষা (moral lesson) শেখানোর উদ্দেশ্যে রচিত হয়।
-
উদ্দেশ্য: পাঠক বা শ্রোতাকে কোনো নৈতিক, শিক্ষামূলক বা জ্ঞানসংক্রান্ত শিক্ষা প্রদান করা।
উদাহরণ:
-
Aesop’s Fables – ছোট গল্পের মাধ্যমে নৈতিক শিক্ষা প্রদান।
-
Alexander Pope’s Essay on Criticism – সাহিত্য ও নৈতিকতার শিক্ষণ।
-
John Bunyan’s Pilgrim’s Progress – ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক উপন্যাস।

0
Updated: 19 hours ago