Adam, Eve, and Satan are characters of -
A
The Solitary Reaper
B
Paradise Lost
C
Oliver Twist
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
Paradise Lost
-
সংজ্ঞা: Paradise Lost হলো John Milton রচিত একটি মহাকাব্য (Epic Poem), যা প্রথম প্রকাশিত হয় ১৬৬৭ সালে।
-
ছন্দ: অমিত্রাক্ষর ছন্দ (Blank Verse) এ লেখা।
-
কাহিনী: আদম ও হাওয়ার পাপপতন (Fall of Man) এর উপর ভিত্তি করে, যা মানবজাতির পতনের কারণ হিসেবে বিবেচিত।
-
বিশেষত্ব: এটি একটি classical epic, যা ধর্ম, নৈতিকতা এবং মানবজীবনের বৃহত্তর দার্শনিক বিষয় আলোচনা করে। সাহিত্যে এর গুরুত্ব অত্যন্ত উচ্চ।
মূল চরিত্রসমূহ:
-
God
-
Satan
-
Adam
-
Eve
-
Beelzebub
-
Belial
-
Mammon
-
Moloch
-
Raphael
-
Gabriel
লেখক: John Milton (1608–1674)
-
ইংরেজ কবি, প্রবন্ধকার, ঐতিহাসিক ও রাজনৈতিক চিন্তাবিদ।
-
Shakespeare-এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজ লেখক হিসেবে গণ্য।
-
Paradise Lost ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
Paradise Lost (Epic Poem)
-
Paradise Regained (Book)
-
Areopagitica (Pamphlet)
-
Lycidas (Poem)
-
On Shakespeare (Poem)

0
Updated: 19 hours ago
What do Adam and Eve do immediately after eating the fruit?
Created: 3 weeks ago
A
They sing a hymn
B
They quarrel and accuse each other
C
They run to God
D
They hide in the forest
ফল খাওয়ার পর আদম-ইভ আনন্দ নয়, বরং লজ্জা ও দোষারোপ শুরু করে। তারা একে অপরকে দোষ দেয়। এই কলহ দেখায় যে পাপ তাদের সম্পর্ককে ভেঙে দিয়েছে। ভালোবাসার জায়গায় সন্দেহ ও দোষারোপ এসেছে। এটাই পতনের প্রথম সামাজিক প্রভাব।

0
Updated: 3 weeks ago
Riders to the Sea, written by John Millington Synge, is -
Created: 5 days ago
A
one-act play
B
three-act play
C
four-act play
D
five-act play
সঠিক উত্তর: One-act play
Riders to the Sea
-
প্রকাশিত: ১৯০৩
-
এটি John Millington Synge রচিত একটি one-act play।
-
প্লে-টির প্রেক্ষাপট: Aran Islands, পশ্চিম আইরিশ উপকূল।
-
গল্পটি Synge-কে আরণ দ্বীপপুঞ্জে শোনা একটি গল্প থেকে অনুপ্রাণিত।
-
এটি সমালোচকদের দ্বারা dramatic literature-এর অন্যতম শ্রেষ্ঠ one-act play হিসেবে স্বীকৃত।
Plot Summary
-
মূল চরিত্র: Maurya, একজন বৃদ্ধ মহিলা।
-
Maurya জীবনের কঠিন দুঃখ, দুর্দশা এবং বেদনার মধ্যে তার সব পুরুষ সন্তানদের হারান, একমাত্র ছোট ছেলে Bartley বাকি থাকে।
-
শেষে দেখা যায়, তার ছোট ছেলেও সাগরে ডুবে মারা যায়।
-
Maurya-কে সাহিত্য জগতে most ill-fated character হিসেবে বিবেচনা করা হয়।
John Millington Synge
-
তিনি একজন Irish সাহিত্যের নবজাগরণের নেতৃস্থানীয় ব্যক্তি, মহান কাব্যিক নাট্যকার।
-
আরান দ্বীপপুঞ্জ এবং পশ্চিম আইরিশ সমুদ্র তীরের কঠোর গ্রামীণ জীবনকে চিত্রিত করেছেন।
-
প্রথমে তিনি musician হতে চেয়েছিলেন, তবে 1894 সালে সঙ্গীত ত্যাগ করে English Literature-এ মনোনিবেশ করেন।
Notable Works
-
In the Shadow of the Glen
-
Riders to the Sea
-
The Well of the Saints
-
The Tinker's Wedding
-
The Playboy of the Western World
-
Deirdre of the Sorrows
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman; Britannica

0
Updated: 5 days ago
In Book IX of Paradise Lost, what form does Satan take to tempt Eve?
Created: 2 weeks ago
A
A shining angel
B
A serpent
C
A lion
D
A dove
Paradise Lost–এর নবম খণ্ডে শয়তান সাপের রূপ নিয়ে ইভকে প্রলুব্ধ করে। সে বলে নিষিদ্ধ ফল খেলে দেবত্ব ও জ্ঞান লাভ করা যাবে। ইভ প্রথমে দ্বিধা করলেও শেষে প্রলুব্ধ হয়ে ফল খায়। এই ঘটনাই মানবজাতির পতনের সূচনা। সাপের রূপ প্রতীকী—এটি চতুরতা, প্রতারণা ও পাপের প্রলোভনকে বোঝায়। মিল্টন এখানে বাইবেলের কাহিনীকে মহাকাব্যিক রূপ দেন, যেখানে ইভের দুর্বলতা এবং মানুষের স্বাধীন ইচ্ছাই পতনের কারণ হিসেবে ফুটে ওঠে।

0
Updated: 2 weeks ago