'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
বিজলী
B
বঙ্গদর্শন
C
কল্লোল
D
মাসিক মোহাম্মদী
উত্তরের বিবরণ
অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪–১৯৫১) একজন প্রখ্যাত সাংবাদিক ও ঔপন্যাসিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 'ত্রিপুরা' পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তাঁর সম্পাদনায় ‘নবশক্তি’ পত্রিকাটি প্রকাশিত হয় এবং তিনি 'মোহাম্মদী' পত্রিকায় বেনামে কবিতা লিখতেন। তাঁর সুবিখ্যাত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ প্রথম মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- 
জন্ম: ১ জানুয়ারি, ১৯১৪, গোকর্ণ, ব্রাহ্মণবাড়িয়া 
- 
মৃত্যু: ১৬ এপ্রিল, ১৯৫১ 
- 
পেশা: সাংবাদিক, ঔপন্যাসিক 
- 
প্রকাশিত পত্রিকা: ত্রিপুরা, নবশক্তি, মোহাম্মদী 
উল্লেখযোগ্য রচনা:
- 
নয়া বসত 
- 
রামধনু 
- 
দু রঙা প্রজাপতি 
- 
সাদা হাওয়া 
- 
দলবেঁধে 
- 
সাগরতীর্থে 
- 
রাঙামাটি 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Created: 3 months ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
বঙ্গদর্শন
D
কালিকলম
বাংলা সাহিত্যে কথ্য গদ্যের প্রচলনে ‘সবুজপত্র’ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য:
- 
এটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। 
- 
বাংলা বর্ষ ১৩২১ সালে পত্রিকাটি প্রকাশ শুরু করে। 
- 
বাংলা গদ্যের ধাঁচ বদলে চলিত গদ্যরীতি চালু করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
- 
এর আগে যেভাবে সাধু গদ্য লেখা হতো, ‘সবুজপত্র’ সেই ধাঁচ থেকে আলাদা হয়ে কথ্য ভাষার গদ্য প্রচলন করে। 
- 
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে কথ্য গদ্যের স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করেন। 
- 
সাহিত্য জগতে ‘সবুজপত্র’ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি সাহিত্য দল গঠনের পথ তৈরি করে। 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত দৈনিক সংবাদ পত্র কোনটি?
Created: 2 months ago
A
সংবাদ প্রভাকর
B
সাধনা
C
কালিকলম
D
বঙ্গদূত
সংবাদ প্রভাকর
- 
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা। 
- 
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)। 
- 
সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। 
- 
পত্রিকাটি প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 
- 
তাঁর মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। 
- 
তাঁর মৃত্যুর চার বছর পর, ১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে ঈশ্বরচন্দ্র গুপ্ত পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশ শুরু করেন এবং এটি বারত্রয়িক পত্রিকা রূপে প্রকাশিত হতে থাকে। 
- 
পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার আবারও সহযোগিতা করে। 
- 
অবশেষে, ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। 
অন্যদিকে
- 
সাধনা পত্রিকার সম্পাদক ছিলেন → সুধীন্দ্রনাথ দত্ত। 
- 
বঙ্গদূত → প্রকাশিত হয় নীলমণি হালদারের সম্পাদনায়, রামমোহন ও তাঁর অনুগামীদের দ্বারা পরিচালিত হয়ে। 
- 
কালিকলম পত্রিকা → সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র। 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
’বাউণ্ডেলের আত্মকাহিনী’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
ধুমকেতু
B
কল্লোল
C
মোসলেম ভারত
D
সওগাত
কাজী নজরুল ইসলাম ২৪ মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ডাক নাম ছিল 'দুখু মিয়া'। বাংলা সাহিত্যে তাঁকে 'বিদ্রোহী কবি' হিসেবে পরিচিত, এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাতি লাভ করেন। কবি ও শিল্পী জীবনের শুরু লেটোদল থেকে হয়। সাহিত্যকর্ম এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অবিভক্ত বাংলায় পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, মৌলবাদ এবং দেশি-বিদেশি শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন। তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে সম্মানিত। ২৯ আগস্ট ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- 
প্রথম প্রকাশিত গল্প: - 
বাউণ্ডেলের আত্মকাহিনী 
- 
এটি ১৯১৯ খ্রিষ্টাব্দে সওগাত পত্রিকার মে-জুন সংখ্যায় প্রকাশিত হয়। 
 
- 
- 
কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ: - 
ব্যথার দান 
- 
রিক্তের বেদন 
- 
শিউলিমালা 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago