’দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদক কে?
A
প্রেমেন্দ্র মিত্র
B
কাজী নজরুল ইসলাম
C
আবুল কালাম শামসুদ্দীন
D
মুজাফফর আহমেদ
উত্তরের বিবরণ
আবুল কালাম শামসুদ্দীন একজন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক। তিনি ১৮৯৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে আইএ পাশ করেন এবং পরে কলকাতার রিপন কলেজে বিএ শ্রেণিতে ভর্তি হন। তবে ১৯২০-২১ সালের খিলাফত ও অসহযোগ আন্দোলনের কারণে বিএ পরীক্ষা না দিয়ে কলকাতার গৌড়ীয় সুবর্ণ বিদ্যায়তন থেকে উপাধি পরীক্ষা (১৯২১) পাশ করেন।
-
জন্ম: ৩ নভেম্বর, ১৮৯৭, ত্রিশাল, ময়মনসিংহ
-
পেশা: সাংবাদিক, সাহিত্যিক
-
সম্পাদনা কাজ:
-
১৯২৩: সহযোগী সম্পাদক, দৈনিক মোহাম্মদী
-
১৯২৬: সওগাত পত্রিকার সম্পাদনা বিভাগ
-
১৯৩৬–১৯৫৮: দৈনিক আজাদ-এর সম্পাদনা বিভাগ, দীর্ঘ ২২ বছর
-
উল্লেখযোগ্য রচনা:
-
কচি পাতা (শিশুসাহিত্য)
-
ত্রিস্রোতা (অনুবাদ)
-
পোড়োজমি বা অনাবাদী জমি
-
দৃষ্টিকোণ (প্রবন্ধ সংকলন)
-
ইলিয়ড (বঙ্গানুবাদ)
-
পলাশী থেকে পাকিস্তান (ইতিহাস)
দৈনিক আজাদ পত্রিকাটিও তার দীর্ঘ সময়কাল সম্পাদনার মাধ্যমে প্রভাবশালী হয়।

0
Updated: 19 hours ago
'শিখা' পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯২৬ সালে
B
১৯২৭ সালে
C
১৯২৮ সালে
D
১৯২৯ সালে
শিখা পত্রিকা
-
প্রকাশকাল: ১৯২৭ সালে, ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে প্রথম প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: আবুল হোসেন
-
উক্তি: "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব" – প্রতিটি সংখ্যায় লেখা থাকতো।
-
মোট সংখ্যা: ৫টি
-
প্রথম সংখ্যা (১৯২৭): সম্পাদক – আবুল হোসেন
-
দ্বিতীয় সংখ্যা (১৯২৮) ও তৃতীয় সংখ্যা (১৯২৯): সম্পাদক – কাজী মোতাহার হোসেন
-
চতুর্থ সংখ্যা (১৯৩০): সম্পাদক – আবদুর রশিদ
-
পঞ্চম সংখ্যা (১৯৩১): সম্পাদক – আবুল ফজল
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন?
Created: 1 month ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ এনামুল হক
C
মুহম্মদ মনসুর উদ্দিন
D
মুহম্মদ আবদুল হাই
বাংলা একাডেমী 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
---------------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago
সাপ্তাহিক 'সুধাকর'-এর সম্পাদক কে?
Created: 1 month ago
A
মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
B
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
C
শেখ আব্দুর রহিম
D
ইসমাইল হোসেন সিরাজী
‘সুধাকর’ পত্রিকা
- সুধাকর কলকাতা থেকে ১৮৮৯ সালের ৮ নভেম্বর (১২৯৬ বঙ্গাব্দের ২৩ কার্তিক) প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা।
- রেয়াজুদ্দীন আহমদ, মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের প্রচেষ্টায় এটি প্রকাশিত হয় এবং এর প্রথম সম্পাদক ছিলেন শেখ আবদুর রহিম (মতান্তরে মোহাম্মদ রেয়াজউদ্দীন আহমদ)।
- পত্রিকা প্রকাশের লক্ষ ও উদ্দেশ্য ছিল মুসলমানদের অতীত গৌরব ও ইসলামের মাহাত্ম্য প্রচার করা। এক পর্যায়ে এটি মিহির ও সুধাকর নামে প্রকাশিত হয়।
- খ্রিস্টান মিশনারিদের পরিচালিত খ্রিস্টীয় বান্ধব পত্রিকার সঙ্গে সুধাকরের ধর্মবিষয়ে বহু বিতর্ক হয়; এমনকি গো-হত্যার ব্যাপারে টাঙ্গাইলের মৌলবি নইমুদ্দীনের পক্ষে এবং মীর মশাররফ হোসেনের বিরুদ্ধে এটি প্রচারাভিযান চালায়। ধর্ম, সমাজ, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি ছাড়াও সাহিত্যবিষয়ক মৌলিক রচনাও এতে প্রকাশিত হতো।
- ১৯১০ সাল পর্যন্ত এর প্রকাশনা অব্যাহত ছিল।
উৎস: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago