In the following three questions, a related pair of words is followed by four pairs of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair: CARPENTER : SAW
A
Stenographer : typewriter
B
Painter : brush
C
Lawyer : brief
D
Seamstress : scissors
উত্তরের বিবরণ
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
• Carpenter - কাঠমিস্ত্রি।
• Saw - করাত; করাত দিয়ে চেরা বা ফাড়া; করাত চালানো।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
• Stenographer - সাঁটলিপিকার।
• Typewriter - মুদ্রণের ক্ষুদ্র যন্ত্রবিশেষ; মুদ্রাক্ষরযন্ত্র।
খ)
• Painter - চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।
• Brush - ব্রাশ, তুলি।
গ)
• Lawyer - উকিল; আইনজীবী।
• Brief - মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণী।
ঘ)
• Seamstress - মেয়ে দরজি।
• Scissors - কাঁচি।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, সঠিক Analogy টি হবে - Seamstress: Scissors.
• Analogical recognition:
- Carpenter works with saw, Seamstress works with scissors.
- অর্থাৎ, কাঠমিস্ত্রি করাত দিয়ে কাঠ কাটে। একই ভাবে দরজি কাঁচি দিয়ে কাপড় কাটে।
- "CARPENTER : SAW :: SEAMSTRESS : SCISSORS" এর মাধ্যমে প্রতিটি পেশার সাধারণভাবে ব্যবহৃত সরঞ্জামকে নির্দেশ করে। একটি CARPENTER সাধারণত একটি সরঞ্জাম SAW ব্যবহার করে, যেখানে একটি SEAMSTRESS সাধারণত একটি SCISSORSব্যবহার করে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago