বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্যগ্রন্থ কোনটি?
A
সারদা মঙ্গল
B
সাধের আসন
C
বঙ্গসুন্দরী
D
বন্ধু বিয়োগ
উত্তরের বিবরণ
সাধের আসন হলো বিহারীলাল চক্রবর্তীর শেষ কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৮৮৯ সালে। এটি ‘সারদামঙ্গল’ কাব্যের পরিশিষ্ট হিসেবে পরিচিত। কোনো সম্ভ্রান্ত বিবাহিত নারী কবির ‘সারদামঙ্গল’ কাব্য পাঠের প্রতিক্রিয়ায় নিজ হাতে একটি আসন বুনে বিহারীলালকে প্রশ্ন করলে, তিনি তার উত্তর হিসেবে এই কাব্য রচনা করেন।
- 
কাব্যগ্রন্থের প্রকাশকাল: ১৮৮৯ 
- 
বিশেষত্ব: ‘সারদামঙ্গল’ কাব্যের পরিশিষ্ট 
- 
প্রেক্ষাপট: কবিকে ধ্যান সম্পর্কে প্রশ্নের জবাবে লেখা 
বিহারীলাল চক্রবর্তী
- 
জন্ম: ১৮৩৫, নিমতলা, কলকাতা 
- 
মৃত্যু: ২৪ মে, ১৮৯৪ 
- 
বিশেষত্ব: আধুনিক বাংলা গীতিকবিতার পুরোধা, রবীন্দ্রনাথের কাব্যগুরু 
- 
রবীন্দ্রনাথের প্রশংসা: ‘ভোরের পাখি’ 
- 
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: সারদা মঙ্গল 
- 
শেষ কাব্যগ্রন্থ: সাধের আসন 
রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- 
স্বপ্নদর্শন 
- 
সঙ্গীত-শতক 
- 
বঙ্গসুন্দরী 
- 
নিসর্গ-সন্দর্শন 
- 
বন্ধু বিয়োগ 
- 
সারদা মঙ্গল 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
’বঙ্গসুন্দরী’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
বিহারীলাল চক্রবর্তী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
কাজী নজরুল ইসলাম
D
বিষ্ণু দে
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'বন্ধু-বিয়োগ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
অমিয় চক্রবর্তী
B
বুদ্ধদেব বসু
C
বিহারীলাল চক্রবর্তী
D
আহসান হাবীব
বিহারীলাল চক্রবর্তী
- 
জীবনী: 
 বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্যের আধুনিক গীতিকবিতার স্রষ্টা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে পরিচিত। তিনি ১৮৩৫ সালে নিমতলা, কলকাতা জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ তাঁর কাব্য ‘সারদা মঙ্গল’ পড়ে তাঁকে ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তিনি ১৮৯৪ সালের ২৪ মে মৃত্যুবরণ করেন।
- 
সম্পাদিত পত্রিকা: - 
পূর্ণিমা 
- 
সাহিত্য সংক্রান্তি 
- 
অবোধ বন্ধু 
 
- 
- 
রচিত কাব্যগ্রন্থ: - 
স্বপ্নদর্শন 
- 
সঙ্গীত শতক 
- 
বন্ধু-বিয়োগ 
- 
প্রেম প্রবাহিণী 
- 
নিসর্গ সন্দর্শন 
- 
বঙ্গসুন্দরী 
- 
সারদা মঙ্গল 
- 
নিসর্গ সঙ্গীত 
- 
মায়াদেবী 
- 
দেবরাণী 
- 
বাউল বিংশতি 
- 
সাধের আসন 
 
- 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন?
Created: 6 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
সত্যেন্দ্রনাথ দত্ত
D
কবি আসাদ চৌধুরী
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 6 days ago