'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
A
বিজলী
B
বঙ্গদর্শন
C
কল্লোল
D
মাসিক মোহাম্মদী
উত্তরের বিবরণ
অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪–১৯৫১) একজন প্রখ্যাত সাংবাদিক ও ঔপন্যাসিক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 'ত্রিপুরা' পত্রিকায় সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তাঁর সম্পাদনায় ‘নবশক্তি’ পত্রিকাটি প্রকাশিত হয় এবং তিনি 'মোহাম্মদী' পত্রিকায় বেনামে কবিতা লিখতেন। তাঁর সুবিখ্যাত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ প্রথম মাসিক 'মোহাম্মদী' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
-
জন্ম: ১ জানুয়ারি, ১৯১৪, গোকর্ণ, ব্রাহ্মণবাড়িয়া
-
মৃত্যু: ১৬ এপ্রিল, ১৯৫১
-
পেশা: সাংবাদিক, ঔপন্যাসিক
-
প্রকাশিত পত্রিকা: ত্রিপুরা, নবশক্তি, মোহাম্মদী
উল্লেখযোগ্য রচনা:
-
নয়া বসত
-
রামধনু
-
দু রঙা প্রজাপতি
-
সাদা হাওয়া
-
দলবেঁধে
-
সাগরতীর্থে
-
রাঙামাটি

0
Updated: 19 hours ago
“সমাচার দর্পণ” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জেমস অগাস্টাস হিকি
B
জেমস সিল্ক বাকিংহাম
C
ভবানীচরণ ব্যানার্জি
D
জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ:
-
এটি বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রকাশ: শ্রীরামপুর মিশন থেকে, সম্পাদনা করেছেন জন ক্লার্ক মার্শম্যান।
-
প্রথম সংখ্যা প্রকাশ: ১৮১৮ সালের ২৩ মে (১০ জ্যৈষ্ঠ, ১২২৫) শনিবার।
-
পত্রিকাটির মূল্য ছিল মাসিক দেড় টাকা।
-
১৮২৯ সাল থেকে পত্রিকাটি দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) করা হয়।
-
১৮৩২ সাল থেকে সপ্তাহে দুইবার প্রকাশের ব্যবস্থা করা হয়; প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১১ জানুয়ারি, বুধবার।
-
১৮৪০ সালের ১ জুলাই থেকে সম্পাদকের ওপর নতুন বাংলা সাপ্তাহিক পত্র গভর্নমেন্ট গেজেট সম্পাদনার ভার ন্যস্ত হওয়ায় ২৫ ডিসেম্বর ১৮৪১ তারিখে সমাচার দর্পণের শেষ সংখ্যা প্রকাশিত হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
Created: 1 month ago
A
মোজাম্মেল হক
B
মোহাম্মদ আকরম খাঁ
C
মোহাম্মদ নাসিরুদ্দিন
D
আবুল কালাম শামসুদ্দিন
'সওগাত' পত্রিকা:
-
১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের একজন।
- তিনি করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা। -
সওগাতের অন্যান্য প্রধান লেখক: বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, আবুল ফজল।
-
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
মোহাম্মদ মোজাম্মেল হক – 'মোসলেম ভারত'
-
মোহাম্মদ আকরাম খাঁ – সাপ্তাহিক 'মোহাম্মদী'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Created: 1 month ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
বঙ্গদর্শন
D
কালিকলম
বাংলা সাহিত্যে কথ্য গদ্যের প্রচলনে ‘সবুজপত্র’ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য:
-
এটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
বাংলা বর্ষ ১৩২১ সালে পত্রিকাটি প্রকাশ শুরু করে।
-
বাংলা গদ্যের ধাঁচ বদলে চলিত গদ্যরীতি চালু করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এর আগে যেভাবে সাধু গদ্য লেখা হতো, ‘সবুজপত্র’ সেই ধাঁচ থেকে আলাদা হয়ে কথ্য ভাষার গদ্য প্রচলন করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে কথ্য গদ্যের স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করেন।
-
সাহিত্য জগতে ‘সবুজপত্র’ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি সাহিত্য দল গঠনের পথ তৈরি করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago