'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
- 
পেশা: কবি, সাংবাদিক 
- 
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু 
- 
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর 
- 
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন: - 
সংবাদ রত্নাবলী 
- 
পাষণ্ডপীড়ণ 
- 
সংবাদ সাধুরঞ্জন 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘বীরবল' নিম্নোক্ত একজন লেখকের ছদ্মনাম-
Created: 4 months ago
A
প্রমথ চৌধুরী
B
ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায়
C
সুধীন্দ্রনাথ দত্ত
D
নবীনচন্দ্র সেন
বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট ব্রিটিশ ভারতের যশোর জেলায় জন্মগ্রহণ করেন। সাহিত্যজগতে তিনি ‘বীরবল’ ছদ্মনামে লেখালেখি করতেন।
চলিত রীতির প্রবর্তন:
বাংলা গদ্যরীতিতে এক নতুন ধারা আনয়নকারী হিসেবে প্রমথ চৌধুরীর নাম চিরস্মরণীয়। ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বাংলা গদ্যে চলিত রীতির সফল প্রয়োগ ঘটান।
সম্পাদনা কার্য:
তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ‘সবুজপত্র’ সম্পাদনা করেন, যা তৎকালীন সাহিত্যজগতে এক বিপ্লব সৃষ্টি করেছিল।
কবিতায় অবদান:
প্রমথ চৌধুরী বাংলা কাব্য সাহিত্যে ইতালীয় সনেট ধারার সূচনা করেন। তার কবিতা সরলতা, সংযম ও বুদ্ধিদীপ্ততার অনন্য সংমিশ্রণ।
রচিত কাব্যগ্রন্থ:
- 
সনেট পঞ্চাশৎ 
- 
পদচারণ 
রচিত প্রবন্ধগ্রন্থ:
- 
তেল নুন লকড়ি 
- 
বীরবলের হালখাতা 
- 
নানাকথা 
- 
আমাদের শিক্ষা 
- 
রায়তের কথা 
- 
নানাচর্চা 
- 
আত্মকথা 
- 
প্রবন্ধসংগ্রহ 
📙 রচিত গল্পগ্রন্থ:
- 
চার ইয়ারী কথা 
- 
আহুতি 
- 
নীল্লোহিত 
উল্লেখযোগ্য দিক:
প্রমথ চৌধুরীর সাহিত্যকর্মে যেমন রয়েছে ভাষার স্বচ্ছন্দ ব্যবহার, তেমনি রয়েছে চিন্তার আধুনিকতা ও যুক্তিবাদিতা। তিনি বাংলা গদ্যের ভাষাশৈলীতে আধুনিকতার বাতিঘর হয়ে আজও দীপ্তিমান।
তথ্যসূত্র:
- 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর 
- 
বাংলাপিডিয়া 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 months ago
হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
Created: 1 month ago
A
পণ্ডিত
B
বিদ্যাসাগর
C
শাস্ত্রজ্ঞ
D
মহামহােপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন একজন বিশিষ্ট প্রাচ্যবিদ্যা বিশেষজ্ঞ এবং সংস্কৃত পণ্ডিত, যিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন সম্মান ও উপাধি দ্বারা কৃতিত্বপূর্ণ সম্মানিত হয়েছেন।
- 
উপাধি: হরপ্রসাদ শাস্ত্রীর সর্বাধিক পরিচিত উপাধি হলো মহামহোপাধ্যায়। 
- 
শিক্ষা ও পণ্ডিতত্ব: তিনি প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত ছিলেন। 
- 
সম্মাননা: - 
১৮৯৮ সালে ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান, যা ভারতের প্রথাগত সম্মান হিসেবে দেওয়া হয়েছিল। 
- 
১৯১১ সালে তিনি সি.আই.ই (Companion of the Order of the Indian Empire) উপাধি লাভ করেন। 
- 
১৯২১ সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি মেম্বার নির্বাচিত হন। 
- 
১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডি.লিট উপাধি লাভ করেন। 
 
- 
- 
সাহিত্যকর্ম: - 
বেণের মেয়ে 
- 
বাল্মীকির জয় 
- 
মেঘদূত 
- 
প্রাচীন বাংলার গৌরব 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
'বিদ্যাভূষণ' কোন কবির উপাধি?
Created: 3 weeks ago
A
কায়কোবাদ
B
দীনেশচন্দ্র সেন
C
কালীপ্রসন্ন সিংহ
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
কায়কোবাদ
- 
কায়কোবাদ (১৮৫৭–১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি। 
- 
তিনি বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা এবং আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি। 
- 
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ। 
- 
জন্ম: ১৮৫৭ সালে, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে। 
- 
অতি অল্প বয়স থেকে তাঁর সাহিত্যিক প্রতিভা প্রকাশ পায়। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ (১৮৭০) প্রকাশিত হয়। 
- 
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়। 
কায়কোবাদের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ
- 
কুসুম কানন 
- 
অশ্রুমালা 
- 
মহাশ্মশান 
- 
শিব-মন্দির 
- 
অমিয়ধারা 
- 
শ্মশান-ভস্ম 
- 
মহরম শরীফ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago