‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটির উপজীব্য কী?
A
মুক্তিযুদ্ধ
B
দেশভাগ
C
ভাষা আন্দোলন
D
ঊনসত্তরের গণঅভ্যুত্থান
উত্তরের বিবরণ
রাইফেল রোটি আওরাত হলো আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত রচিত এবং মুক্তিযুদ্ধকালীন প্রথম উপন্যাস হিসেবে খ্যাত। উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয় এবং প্রচলিত অর্থে চরিত্রনির্ভর নয়।
- 
রচনাকাল: এপ্রিল–জুন, ১৯৭১ 
- 
প্রকাশ: ১৯৭৩ 
- 
বিশেষত্ব: মুক্তিযুদ্ধভিত্তিক, চরিত্রনির্ভর নয় 
আনোয়ার পাশা
- 
পেশা: বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক 
- 
জন্ম: ১৫ এপ্রিল, ১৯২৮, ডাবকাই গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ 
রচিত কাব্যগ্রন্থ:
- 
নদী নিঃশেষিত হলে 
- 
সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী 
- 
অন্যান্য কবিতা 
রচিত উপন্যাস:
- 
নিশুতি রাতের গাথা 
- 
নীড় সন্ধানী 
- 
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক) 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'নিশুতি রাতের গাথা' উপনাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
আখতারুজ্জামান ইলিয়াস
B
অন্নদাশঙ্কর রায়
C
আনোয়ার পাশা
D
আবু জাফর শামসুদ্দীন
‘নিশুতি রাতের গাথা’ উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা। তিনি একজন বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক। আনোয়ার পাশা ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে জন্মগ্রহণ করেন।
- 
আনোয়ার পাশার রচিত উল্লেখযোগ্য উপন্যাস: - 
নিশুতি রাতের গাথা 
- 
নীড় সন্ধানী 
- 
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক) 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘সুদীপ্ত শাহীন’ - কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
Created: 1 month ago
A
আগুনের পরশমণি
B
যাত্রা
C
রাইফেল রোটি আওরাত
D
নিষিদ্ধ লোবান
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি আনোয়ার পাশা রচিত এবং এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস হিসেবে পরিচিত। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি সেনাদের যে নজিরবিহীন গণহত্যা চালানো হয়েছিল, সেই জঘন্য ঘটনার বিবরণ দিয়ে উপন্যাসের সূচনা। গল্পে ২৫ ও ২৬ মার্চের দু’রাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে আরও অনেক ঘটনা ও ইতিহাস। কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন। উপন্যাসটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে, ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।
- 
অন্য উল্লেখযোগ্য উপন্যাস ও চরিত্র: - 
যাত্রা – প্রধান চরিত্র: অধ্যাপক রায়হান। 
- 
আগুনের পরশমণি – প্রধান চরিত্র: বদিউল আলম। 
- 
নিষিদ্ধ লোবান – প্রধান চরিত্র: বিলকিস এবং প্রদীপ। 
 
- 
- 
আনোয়ার পাশা সম্পর্কে তথ্য: - 
জন্ম: ১৯২৮ সালের ১৫ এপ্রিল, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডবকাই গ্রাম। 
- 
তিনি কবি, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমালোচক ছিলেন। 
- 
১৯৭২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
নিরুপায় হরিণী
B
নীড় সন্ধানী
C
নদী নিঃশেষিত হলে
D
শহরতলী
‘নীড় সন্ধানী’ উপন্যাস
- 
রচয়িতা: আনোয়ার পাশা 
- 
প্রকাশ সাল: ১৯৬৮ 
- 
সারসংক্ষেপ: 
 ‘নীড় সন্ধানী’ উপন্যাসে মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও জীবনের অগাধ কামনার চিত্র ফুটে উঠেছে। মূল চরিত্র হাসানের কথায় উঠে আসে—“আমি বাঁচব”—যা উপন্যাসের নায়ক ও নায়িকার জীবনের মূল লক্ষ্য ও প্রেরণা হিসেবে কাজ করে। মানুষের বাঁচার আকাঙ্ক্ষা, উদ্যোগ, পরিশ্রম ও আত্মউদ্দেশ্য এ কাহিনিতে গভীরভাবে উপস্থাপিত হয়েছে।
আনোয়ার পাশার অন্যান্য সাহিত্যকর্ম:
- 
উপন্যাস: - 
নিশুতি রাতের গাথা 
- 
নীড় সন্ধানী 
- 
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক) 
 
- 
- 
গল্পগ্রন্থ: - 
নিরুপায় হরিণী 
 
- 
- 
কাব্যগ্রন্থ: - 
নদী নিঃশেষিত হলে 
- 
সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী 
 
- 
তুলনামূলক:
- 
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত শহরতলী উপন্যাসের সঙ্গে সমসাময়িক বাস্তবধর্মী ও সমাজভিত্তিক উপন্যাস হিসেবে তুলনা করা যেতে পারে। 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago