অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
A
মর্মবাণী
B
কঙ্কাবতী
C
হারানো অর্কিড
D
দময়ন্তী
উত্তরের বিবরণ
অমিয় চক্রবর্তী ছিলেন একজন প্রখ্যাত বাঙালি কবি, যিনি ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ত্রিশের পঞ্চকবির মধ্যে অন্যতম প্রধান কবি হিসেবে খ্যাত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তাঁর কবিতা ‘বাংলাদেশ’ রচিত হয়, যা ‘অনিঃশেষ’ কাব্যগ্রন্থের অন্তর্গত এবং অক্ষরবৃত্ত ছন্দে রচিত।
- 
জন্ম: ১৯০১, হুগলি, পশ্চিমবঙ্গ 
- 
প্রধান কবিতা: ‘বাংলাদেশ’ 
- 
কাব্যছন্দ: অক্ষরবৃত্ত 
- 
প্রখ্যাত কাব্যগ্রন্থসমূহ: - 
কবিতাবলী-উপহার 
- 
অনিঃশেষ-খসড়া 
- 
এক মুঠো 
- 
মাটির দেওয়াল 
- 
অভিজ্ঞান বসন্ত 
- 
হারানো অর্কিড 
- 
পুষ্পিত ইমেজ 
- 
অমরাবতী 
 
- 
অন্যান্য কবি তুলনায়:
- 
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ: কঙ্কাবতী, দময়ন্তী, মর্মবাণী 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘বাংলাদেশ’ কবিতাটি অমিয় চক্রবর্তী রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 2 months ago
A
অনিঃশেষ
B
উপহার
C
পুষ্পিত ইমেজ
D
হারানো অর্কিড
• ‘বাংলাদেশ’ (কবিতা):
- 
লেখক: অমিয় চক্রবর্তী 
- 
কাব্যগ্রন্থ: ‘অনিঃশেষ’-এর অন্তর্গত 
- 
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ 
- 
প্রেক্ষাপট: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম 
• অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- 
কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ) 
- 
উপহার 
- 
অনিঃশেষ 
- 
খসড়া 
- 
এক মুঠো 
- 
মাটির দেওয়াল 
- 
অভিজ্ঞান বসন্ত 
- 
হারানো অর্কিড 
- 
পুষ্পিত ইমেজ 
- 
অমরাবতী 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'বাংলাদেশ' কবিতাটি অমিয় চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
মাটির দেওয়াল
B
এক মুঠো
C
অনিঃশেষ
D
খসড়া
‘অনিঃশেষ’ কাব্যগ্রন্থ
- 
অনিঃশেষ অমিয় চক্রবর্তী রচিত একটি কাব্যগ্রন্থ, যা ১৩৪৫ বঙ্গাব্দে প্রকাশিত হয়। 
- 
তাঁর বিখ্যাত ‘বাংলাদেশ’ কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে লেখা। 
অমিয় চক্রবর্তী রচিত অন্যান্য কাব্যগ্রন্থ
- 
কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ) 
- 
উপহার 
- 
অনিঃশেষ 
- 
খসড়া 
- 
এক মুঠো 
- 
মাটির দেওয়াল 
- 
অভিজ্ঞান বসন্ত 
- 
হারানো অর্কিড 
- 
পুষ্পিত ইমেজ 
- 
অমরাবতী ইত্যাদি। 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 1 month ago
A
বাংলাদেশ
B
অনিঃশেষ
C
অভিজ্ঞান বসন্ত
D
খসড়া
অমিয় চক্রবর্তী ও তাঁর সাহিত্যকর্ম
- 
‘বাংলাদেশ’ কবিতাটি অমিয় চক্রবর্তী রচনা করেছেন, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত। 
- 
অমিয় চক্রবর্তী ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ, তিরিশের পঞ্চকবির মধ্যে একজন প্রধান প্রতিভা। 
- 
তিনি ১০ এপ্রিল ১৯০১ সালে পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। 
- 
পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. পাশ (১৯২১) করার পর শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগ দেন। 
- 
১৯২৬-১৯৩৩ পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 
- 
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ‘দেশিকোত্তম’ (১৯৬৩) এবং ভারত সরকার ‘পদ্মভূষণ’ (১৯৭০) উপাধিতে ভূষিত করে। 
অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থগুলো:
- 
খসড়া 
- 
এক মুঠো 
- 
মাটির দেয়াল 
- 
অভিজ্ঞান বসন্ত 
- 
অনিঃশেষ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago