বাসেল কনভেনশন মূলত কোন ধরনের বর্জ্য নিয়ন্ত্রণ করে?
A
বিপজ্জনক শিল্প বর্জ্য ও বিষাক্ত পদার্থ
B
গৃহস্থালির বর্জ্য
C
তেজস্ক্রিয় বর্জ্য
D
জৈব বর্জ্য
উত্তরের বিবরণ
বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা বিপজ্জনক শিল্প বর্জ্য ও বিষাক্ত পদার্থের সীমান্ত পারাপার, ব্যবস্থাপনা ও নিষ্পত্তি নিয়ন্ত্রণে তৈরি হয়েছে। এর উদ্দেশ্য পরিবেশ ও মানব স্বাস্থ্যের ক্ষতি রোধ করা।
- 
পূর্ণ নাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal 
- 
প্রতিষ্ঠার তারিখ ও স্থান: ২২ মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড 
- 
কার্যকর হওয়ার তারিখ: ৫ মে, ১৯৯২ 
- 
বাংলাদেশ অনুমোদন: ১৯৯৩ 
- 
মূল লক্ষ্য: - 
বিপজ্জনক শিল্প বর্জ্য ও বিষাক্ত পদার্থের পরিবহন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ 
- 
পরিবেশ ও মানব স্বাস্থ্য সংরক্ষণ 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
বাসেল কনভেনশনের মূল বিষয়বস্তু কোনটি?
Created: 1 month ago
A
নিরস্ত্রীকরণ
B
দারিদ্রতা দূরীকরণ
C
বৈশ্বিক উষ্ণতা হ্রাস
D
বিপদজনক বর্জ্য নিয়ন্ত্রণ
বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা বিপদজনক বর্জ্যের সীমান্ত অতিক্রমী চলাচল এবং তার সঠিক নিয়ন্ত্রণ ও নিষ্পত্তি নিশ্চিত করার উদ্দেশ্যে গৃহীত হয়। এর পূর্ণ নাম হলো The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal।
- 
গৃহীত হওয়ার তারিখ: ২২ মার্চ, ১৯৮৯ 
- 
গৃহীত স্থান: সুইজারল্যান্ডের বাসেল শহর 
- 
কার্যক্রম শুরুর তারিখ: ৫ মে, ১৯৯২ 
- 
বাংলাদেশ এই কনভেনশন অনুমোদন করে ১৯৯৩ সালে 
তথ্যসূত্র:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
In which year was the Basel Convention adopted?
Created: 1 month ago
A
1985
B
1987
C
1989
D
1992
বাসেল কনভেনশন (Basel Convention):
- 
বাসেল কনভেনশন হলো ঝুঁকিপূর্ণ বা বিষাক্ত বর্জ্য পদার্থের সীমান্ত অতিক্রম করে পরিবহন এবং এর সঠিক নিষ্কাশন নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি। 
- 
এটি ১৯৮৯ সালে গৃহীত হয় এবং ১৯৯২ সালে কার্যকর হয়। 
- 
এর পূর্ণ নাম হলো "Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal"। 
- 
বাংলাদেশ ১৯৯৩ সালে এই কনভেনশন অনুমোদন করে এবং এর আওতাভুক্ত হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The Basel Convention mainly deals with -
Created: 1 month ago
A
Climate change
B
Hazardous waste management
C
Air pollution
D
Marine biodiversity
বাসেল কনভেনশন (Basel Convention):
- 
বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মূলত ঝুঁকিপূর্ণ বা বিষাক্ত বর্জ্য পদার্থের সীমান্ত অতিক্রম করে পরিবহন এবং এর সঠিক নিষ্কাশন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত হয়। 
- 
এটি ১৯৮৯ সালে স্বাক্ষরিত হয় এবং ১৯৯২ সালে কার্যকর হয়। 
- 
এর পূর্ণ নাম হলো "Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal"। 
- 
বাংলাদেশ ১৯৯৩ সালে এই কনভেনশন অনুমোদন করে এবং এর আওতাভুক্ত হয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago