ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কুয়েত
D
সৌদি আরব
উত্তরের বিবরণ
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, যা প্রতিদিন বিশাল পরিমাণ তেল উৎপাদন করে বিশ্বজুড়ে জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- 
শীর্ষ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র 
- 
প্রতিদিন তেল উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল 
- 
বিশ্বের মোট তেলের অংশ: প্রায় ২২% 
- 
জ্বালানি তেলের প্রধান ভোক্তা দেশ: যুক্তরাষ্ট্র, দৈনিক প্রয়োজন প্রায় দুই কোটি ব্যারেল, যা বিশ্বজুড়ে দৈনিক চাহিদার প্রায় ২০% 
অন্যান্য শীর্ষ দেশসমূহ:
- 
২য় স্থান: সৌদি আরব, দৈনিক উত্তোলন প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল 
- 
৩য় স্থান: রাশিয়া, দৈনিক উত্তোলন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
Created: 1 month ago
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
অটোয়া চুক্তির মূল উদ্দেশ্য কী?
Created: 3 weeks ago
A
স্থলমাইন নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র সীমিতকরণ
C
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
জৈব অস্ত্র ধ্বংস
অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ করার উদ্দেশ্যে গৃহীত হয়।
অটোয়া চুক্তি:
- 
১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর, কানাডার অটোয়ায় এই চুক্তি গৃহীত হয়। 
- 
চুক্তি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়। 
- 
চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়। 
- 
বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে। 
- 
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
Created: 1 month ago
A
২০০০ সাল
B
২০০৫ সাল
C
২০০৩ সাল
D
২০০৭ সাল
কিয়োটো প্রটোকল
- 
পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC) 
- 
গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭ 
- 
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫ 
- 
বর্তমান পক্ষ: ১৯২টি দেশ 
- 
স্থান: কিয়োটো, জাপান 
- 
উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো 
- 
বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago