২০২৫ সালে ব্রিকসের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
১৮তম
B
১৬তম
C
১৫তম
D
১৭তম
উত্তরের বিবরণ
১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন, ২০২৫ অনুষ্ঠিত হয় ৬–৭ জুলাই, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। সম্মেলনে বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা বৈশ্বিক ইস্যু ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেন।
- 
তারিখ ও স্থান: ৬–৭ জুলাই, ২০২৫, রিও ডি জেনিরো, ব্রাজিল 
- 
প্রধান আলোচ্য বিষয়: - 
যুক্তরাষ্ট্রের শুল্কনীতি 
- 
মধ্যপ্রাচ্য সংকট 
- 
কৃত্রিম বুদ্ধিমত্তা 
- 
বৈশ্বিক স্বাস্থ্যনীতি 
- 
জলবায়ু পরিবর্তন 
 
- 
- 
মধ্যস্থ গুরুত্ব: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার সমালোচনা করা হয় 
উল্লেখযোগ্য ফলাফল ও উদ্যোগ:
- 
নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন 
- 
মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন 
- 
খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয় 
- 
বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয় 
- 
বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয় 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিম্নে কোন সংস্থার স্থায়ী সদর দপ্তর নেই?
Created: 1 month ago
A
ASEAN
B
BIMSTEC
C
BRICS
D
APEC
BRICS হলো একটি অর্থনৈতিক জোট, যা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত। মূলত ২০০৮ সালের ১৬ মে BRIC হিসেবে গঠিত হলেও, দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদানের পর নামকরণ হয় BRICS।
- 
সদর দপ্তর নেই: তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালিত হয় 
- 
BRICS উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক: NDB (New Development Bank) 
- 
ব্যাংকের সদর দপ্তর: সাংহাই, চীন 
- 
সর্বশেষ সম্মেলন: জুন, ২০২২, বেইজিং, চীন (গ্রেট হল অব দ্য পিপলে) 
অন্যান্য অর্থনৈতিক জোটের সদর দপ্তর:
- 
ASEAN: জাকার্তা, ইন্দোনেশিয়া 
- 
BIMSTEC: ঢাকা, বাংলাদেশ 
- 
APEC: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
BRICS এর বর্তমান সভাপতি দেশ কোনটি?[ এপ্রিল, ২০২৫]
Created: 5 months ago
A
ব্রাজিল
B
দক্ষিণ আফ্রিকা
C
ভারত
D
রাশিয়া
BRICS: একটি উদীয়মান অর্থনৈতিক জোট
BRICS হলো একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোট, যা বিশ্বের পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত। এই দেশগুলো হলো:
- 
ব্রাজিল 
- 
রাশিয়া 
- 
ভারত 
- 
চীন 
- 
দক্ষিণ আফ্রিকা 
🔹 প্রাথমিক গঠন ও নাম পরিবর্তন:
- 
২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন নিয়ে গঠিত হয়েছিল BRIC জোট। 
- 
পরে ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগ দিলে এর নাম পরিবর্তন হয়ে BRICS হয়। 
🔹 প্রতিষ্ঠিত উদ্যোগ:
- 
BRICS-এর উদ্যোগে প্রতিষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান হলো NDB (New Development Bank)। 
- 
উল্লেখযোগ্যভাবে, BRICS-এর নিজস্ব কোনো স্থায়ী সদরদপ্তর নেই। 
🔹 সভাপতি দেশ নির্বাচন:
- 
প্রতি বছর BRICS সদস্য রাষ্ট্রগুলোর মধ্য থেকে একটি দেশকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। 
- 
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ব্রাজিল BRICS-এর সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। [তথ্যসূত্র: এপ্রিল, ২০২৫] 
তথ্যসূত্র:
- 
BRICS-এর অফিসিয়াল ওয়েবসাইট 
- 
ব্রাজিলের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলনটি কততম ছিল?
Created: 3 weeks ago
A
১৩তম
B
১৫তম
C
১৭তম
D
১৮তম
২০২৫ সালে আয়োজিত BRICS শীর্ষ সম্মেলন ছিল ১৭তম সম্মেলন, যা ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- 
তারিখ: ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ 
- 
মূল আলোচ্য বিষয়: যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি, জলবায়ু পরিবর্তন। 
- 
সম্মেলনে যুক্তরাষ্ট্রের পাল্টা আমদানি শুল্ক এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার কঠোর সমালোচনা করা হয়। 
উল্লেখযোগ্য দিক:
- 
নেতারা যৌথভাবে “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক ঘোষণা স্বাক্ষর করেন। 
- 
তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠাতে প্রতিশ্রুতিবদ্ধ হন। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago