উৎস: The Business Standard
কোন অঞ্চলে প্রায়শই মেঘ বিস্ফোরণ ঘটে?
A
পার্বত্য অঞ্চল
B
উপকূলীয় অঞ্চল
C
মরুভূমি অঞ্চল
D
সমতল ভূমি
উত্তরের বিবরণ
মেঘ বিস্ফোরণ বা ইংরেজিতে Cloud Burst হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি হয় এবং তা প্রায়শই বিপজ্জনক বন্যার সৃষ্টি করে।
- 
সংজ্ঞা: হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর ফলে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে 
- 
প্রধান স্থান: পার্বত্য অঞ্চলগুলোতে বেশি দেখা যায় 
- 
কারণ: বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে, যা মেঘে জলীয় বাষ্প জমা করে 
- 
প্রভাব: পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে 
সম্প্রতি ঘটেছে:
- 
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা হয়েছে 
- 
এর ফলে প্রচণ্ড প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
                    Related MCQ
                
                
            সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
কাবুল প্রদেশ
B
নানগারহার প্রদেশ
C
হেলমান্দ প্রদেশ
D
উরুজগান প্রদেশ
ChatGPT said:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
IUCN এর ক্ষেত্রে 'Red List' হচ্ছে -
Created: 1 month ago
A
বিপন্ন ভাষার তালিকা
B
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
C
বিরল খনিজের তালিকা
D
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়।
- 
IUCN-এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature 
- 
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেনব্লিউতে 
- 
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড 
- 
গ্লোবাল অংশগ্রহণ: বিশ্বের ১৬০টির অধিক দেশ এতে কাজ করছে 
- 
ঐতিহাসিক অধিবেশন: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয় 
- 
উদ্দেশ্য: প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ঝুঁকি মূল্যায়ন এবং সংরক্ষণ উদ্যোগে সহায়তা প্রদান 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
রামসার কনভেনশনের উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
বন্যপ্রাণী সংরক্ষণ
B
মরুভূমি সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
মহাসাগর রক্ষা করা
রামসার কনভেনশন (১৯৭১)
- 
পূর্ণনাম: Ramsar Convention on Wetlands 
- 
প্রতিষ্ঠা ও কার্যকর: গৃহীত ১৯৭১ সালে, ইরানের রামসার শহরে; কার্যকর ১৯৭৫ সালে 
- 
সদস্য রাষ্ট্র: বিশ্বের প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃত; বর্তমান সদস্য দেশ সংখ্যা ১৭৩টি (২০২৪ সাল পর্যন্ত) 
- 
উদ্দেশ্য: - 
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ 
- 
সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত 
 
- 
- 
সাম্প্রতিক কার্যক্রম: - 
২রা এপ্রিল ২০২৫: সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে যোগদানের দলিল জমা দেয় 
- 
২রা আগস্ট ২০২৫: কনভেনশন দেশের জন্য কার্যকর হবে, যা সৌদি আরবকে ১৭৩তম চুক্তিকারী পক্ষ হিসেবে স্বীকৃতি দেবে 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago