IUCN কোন কাজে নিযুক্ত থাকে?
A
বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ
B
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
C
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা
D
জলসম্পদ সংরক্ষণ
উত্তরের বিবরণ
IUCN (International Union for Conservation of Nature) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র সংরক্ষণে কাজ করে। সংস্থাটি বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে প্রজাতি ও পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে।
-
পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ অক্টোবর, ১৯৪৮
-
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স, ফন্টেনব্লিউ
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
বিশ্বব্যাপী কার্যক্রম: ১৭০টির অধিক দেশে কাজ করে
-
মূল উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
-
প্রজাতি শ্রেণীবিভাগ: নয়টি বিভাগে প্রজাতি মূল্যায়ন করা হয় —
-
মূল্যায়ন করা হয়নি
-
ডেটার ঘাটতি
-
ন্যূনতম উদ্বেগ
-
কাছাকাছি হুমকির মুখে
-
ঝুঁকিপূর্ণ
-
বিপন্ন
-
গুরুতরভাবে বিপন্ন
-
বন্য অঞ্চলে বিলুপ্ত
-
বিলুপ্ত
-
উল্লেখযোগ্য তথ্য:
-
সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ৩০ সেপ্টেম্বর – ৭ অক্টোবর, ১৯৪৮ ফ্রান্সের ফন্টেনব্লিউতে।
-
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

0
Updated: 20 hours ago
'World Economic Outlook' প্রতিবেদন-২০২৫ অনুসারে, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
সিঙ্গাপুর
C
অস্ট্রেলিয়া
D
লুক্সেমবার্গ
World Economic Outlook (WEO)
-
প্রকাশক প্রতিষ্ঠান: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
-
উদ্দেশ্য:
-
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ।
-
ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান।
-
-
বিষয়বস্তু:
-
IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতি (Macroeconomy)।
-
অর্থনৈতিক প্রবৃদ্ধি (GDP Growth)।
-
মুদ্রাস্ফীতি (Inflation)।
-
কর্মসংস্থান (Employment)।
-
আন্তর্জাতিক বাণিজ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক।
-
সর্বশেষ প্রতিবেদন
-
World Economic Outlook – এপ্রিল ২০২৫
মাথাপিছু আয়ে শীর্ষ দেশসমূহ:
১. লুক্সেমবার্গ
২. সুইজারল্যান্ড
৩. আয়ারল্যান্ড
৪. সিঙ্গাপুর
৫. নরওয়ে
মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ:
-
বুরুন্ডি
উৎস:
i) IMF ওয়েবসাইট
ii) World Population Review

0
Updated: 1 week ago
Asia-Pacific Economic Cooperation (APEC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
১৯৮৮ সাল
B
১৯৮৯ সাল
C
১৯৮৭ সাল
D
১৯৮৩ সাল
APEC (Asia-Pacific Economic Cooperation)
APEC হলো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত।
মূল তথ্যসমূহ:
-
ধারণার প্রকাশ: ৩১ জানুয়ারি ১৯৮৯, কোরিয়ার সিউলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক।
-
প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর ১৯৮৯।
-
প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ২১টি।
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

0
Updated: 1 day ago
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নিউইয়র্কে
B
রোমে
C
জেনেভায়
D
অটোয়ায়
FAO (Food and Agriculture Organization)
FAO হলো জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক একটি সংস্থা।
-
এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়।
-
FAO জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসেবে স্বীকৃতি পায় ১৪ ডিসেম্বর, ১৯৪৬ তারিখে।
-
এর সদর দপ্তর রয়েছে রোম, ইতালিতে।
-
বর্তমানে FAO-এর সদস্য সংখ্যা ১৯৫টি — এর মধ্যে ১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে।
-
বর্তমান মহাপরিচালক হচ্ছেন ড. কু ডংগিউ, যিনি চীনের নাগরিক।
FAO জাতিসংঘের ECOSOC (অর্থনৈতিক ও সামাজিক পরিষদ)-এর অধীনে পরিচালিত হয়। সংস্থাটির প্রধান লক্ষ্য হলো বিশ্বজুড়ে ক্ষুধা দূর করা এবং সব মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা।
এই সংস্থার প্রতিষ্ঠার দিন ১৬ অক্টোবরকে বিশ্বজুড়ে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়।
বাংলাদেশ FAO-র সদস্যপদ লাভ করে ১২ নভেম্বর, ১৯৭৩ সালে।
তথ্যসূত্র: FAO এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago