প্লাস্টিক দূষণ প্রতিরোধে জাতিসংঘের আয়োজনে বৈশ্বিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
জেনেভা, সুইজারল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
প্লাস্টিক দূষণ প্রতিরোধে জাতিসংঘের বৈঠক ২০২৫ সালের ৫ আগস্ট সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় শুরু হয়। এ বৈঠকের আয়োজন করে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)। বিশ্বের অধিকাংশ দেশ এতে অংশ নিয়ে প্লাস্টিক দূষণ রোধে করণীয় এবং একটি বৈশ্বিক চুক্তির বিষয়ে আলোচনা করছে।
- 
আয়োজক সংস্থা: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) 
- 
আয়োজনের স্থান: জেনেভা, সুইজারল্যান্ড 
- 
তারিখ: ৫ আগস্ট, ২০২৫ 
- 
অংশগ্রহণকারী: প্রায় ১৮০টি দেশের প্রতিনিধি 
- 
সভাপতি: ইকুয়েডরের কূটনীতিক লুইস ভায়াস ভালদিভিয়েসো 
- 
প্রধান উদ্দেশ্য: প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার হ্রাসে একটি বৈশ্বিক, বাধ্যতামূলক এবং উচ্চাভিলাষী চুক্তি গ্রহণ করা 
উল্লেখযোগ্য তথ্যসমূহ:
- 
বর্তমানে বিশ্বে প্রতিবছর প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য। 
- 
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) সতর্ক করেছে, যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ তিনগুণ হতে পারে। 
- 
UNEP-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে মাটি ও পানিতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
নিম্নের কোনটি 'Sustainable Development Goals' এর মূলনীতি হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
Only for developed countries
B
Leaving no one behind
C
Growth without equality
D
Environment over human needs
SDG বা Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্য) হলো ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে গৃহীত একটি বৈশ্বিক কর্মসূচি, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো কেউ যেন পিছিয়ে না থাকে এবং ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত কার্যকরভাবে ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি নির্দিষ্ট টার্গেট অর্জন করা।
- 
SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals 
- 
গ্রহণের তারিখ ও স্থান: ২৫-২৭ সেপ্টেম্বর ২০১৫, নিউইয়র্ক, জাতিসংঘ 
- 
মূলনীতি: Leaving no one behind 
- 
মোট লক্ষ্যমাত্রা: ১৭টি 
- 
নির্দিষ্ট টার্গেট: ১৬৯টি 
- 
মেয়াদকাল: ২০১৬-২০৩০ 
এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা:
- 
দারিদ্র্য বিলোপ 
- 
ক্ষুধা মুক্তি 
- 
সুস্বাস্থ্য ও কল্যাণ 
- 
মানসম্মত শিক্ষা 
- 
লিঙ্গ সমতা 
- 
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন 
- 
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি 
- 
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি 
- 
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- 
অসমতার হ্রাস 
- 
টেকসই নগর ও জনপদ 
- 
পরিমিত ভোগ ও উৎপাদন 
- 
জলবায়ু কার্যক্রম 
- 
জলজ জীবন 
- 
স্থলজ জীবন 
- 
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান 
- 
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Comprehensive Test Ban Treaty (CТВТ) কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
Created: 3 weeks ago
A
১৯৯২ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৫ সালে
D
১৯৯৬ সালে
Comprehensive Test Ban Treaty (CTBT) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা যে কোনো পারমাণবিক বিস্ফোরণের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
- 
চুক্তি গৃহীত হয় ১৯৯৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে। 
- 
বাস্তবায়নের জন্য CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) প্রতিষ্ঠিত হয়েছে, যা গ্লোবাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পারমাণবিক পরীক্ষার নজরদারি চালায়। 
- 
বাংলাদেশ CTBT-তে স্বাক্ষর করেছে এবং অনুমোদন দিয়েছে। 
- 
চুক্তি স্বাক্ষর করেছে ১৮৫টি দেশ, অনুমোদন করেছে ১৭১টি দেশ। 
- 
এখনও আটটি দেশ চুক্তি অনুমোদন করেনি, যেমন: যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান। 
- 
চুক্তি কার্যকর হওয়ার জন্য P5 (পাঁচটি স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য) সহ ৪৪টি নির্দিষ্ট দেশের অনুমোদন প্রয়োজন। 
- 
বাংলাদেশ CTBT স্বাক্ষর করেছে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (দক্ষিণ এশিয়ায় প্রথম)। 
- 
বাংলাদেশ চুক্তি অনুমোদন করেছে ৮ মার্চ, ২০০০ সালে, ৫৪তম দেশ হিসেবে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
নিচের কোনটি জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন?
Created: 1 month ago
A
FAO
B
ICAO
C
UNIDO
D
ECOSOC
জাতিসংঘের কাঠামো দুটি প্রধান অংশে বিভক্ত: মূল অঙ্গ সংগঠন এবং বিশেষায়িত সংস্থা।
মূল অঙ্গ সংগঠনসমূহ:
- 
সাধারণ পরিষদ 
- 
নিরাপত্তা পরিষদ 
- 
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) 
- 
ট্রাস্টিশিপ কাউন্সিল 
- 
আন্তর্জাতিক বিচার আদালত 
- 
সচিবালয় 
বিশেষায়িত সংস্থা:
- 
জাতিসংঘের বিশেষায়িত সংস্থাগুলি স্বায়ত্তশাসিত আন্তর্জাতিক সংস্থা, যা জাতিসংঘের সাথে সমন্বিতভাবে কাজ করে। 
- 
উদাহরণস্বরূপ: - 
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) 
- 
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (UNIDO) 
- 
আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন সংস্থা (ICAO) 
- 
বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) 
- 
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago