A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
উত্তরের বিবরণ
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
'Out and out' means___.
Created: 1 day ago
A
Not at all
B
Brave
C
Thoroughly
D
Whole heatedly
🔹 Out and Out
-
ইংরেজি অর্থ: পুরোপুরি বা সম্পূর্ণভাবে কিছু হওয়া।
-
বাংলা অর্থ: সম্পূর্ণ, পুরোপুরি, একেবারে।
-
উদাহরণ: He is an out and out gentleman. — সে একেবারে একজন ভদ্রলোক।
🔹 Thoroughly (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: খুব ভালোভাবে বা খুঁটিয়ে।
-
বাংলা অর্থ: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে।
-
উদাহরণ: She cleaned the room thoroughly. — সে ঘরটা ভালোভাবে পরিষ্কার করল।
🔹 Not at all
-
শিষ্টাচারমূলক ভদ্র জবাব হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ ধন্যবাদ দিলে উত্তর দেওয়া হয়:
“Thank you very much.” — “Not at all.” (মানে: কিছু না, কোনো অসুবিধা না)। -
বাংলা অর্থ: আদৌ না, মোটেও না।
🔹 Brave (বিশেষণ)
-
ইংরেজি অর্থ: সাহসী, ভয়হীন।
-
বাংলা অর্থ: সাহসী, নির্ভীক।
-
উদাহরণ: It was a brave decision. — এটা ছিল সাহসী একটা সিদ্ধান্ত।
🔹 Generally (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: বেশিরভাগ সময় বা সাধারণ নিয়মে।
-
বাংলা অর্থ: সাধারণত, সচরাচর, সাধারণভাবে।
-
উদাহরণ: People generally prefer tea in the morning. — সাধারণত মানুষ সকালে চা পছন্দ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল অভিধান

0
Updated: 1 day ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 2 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
What is the meaning of the word 'sequences'?
Created: 2 months ago
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary

0
Updated: 2 months ago