EQUIVOCAL means
A
Universal
B
Mistaken
C
Quaint
D
Clear
উত্তরের বিবরণ
EQUIVOCAL (adjective)
- দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Universal(adjective)
- সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।
খ) Mistaken (past participle) (adjective)
- ভ্রান্ত; ভ্রমাত্মক; ভুল: অবিবেচনাপ্রসূত।
গ) Quaint (adjective)
- অদ্ভুত কিন্তু আকর্ষক; খেয়ালি।
ঘ) Clear(adjective)
- স্বচ্ছ: মেঘমুক্ত; নির্মল: ; উজ্জ্বল; পরিষ্কার:নির্দোষ; গ্লানিমুক্ত; স্পষ্ট: (মন প্রসঙ্গে) নিঃশংসয়; নিশ্চিত; অবাধ।
• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলর মধ্যে - Clear শব্দটি Equivocal এর বিপরীত অর্থ প্রকাশ করছে। অন্য অপশন গুলো এর বিপরীত বা সমার্থক অর্থ প্রকাশ করছেনা।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
The word ‘homogeneous’ means:
Created: 3 months ago
A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 3 months ago
Despite multiple warnings, the ____________ employee refused to comply with the company’s safety regulations.
Created: 1 month ago
A
contemacius
B
contumacius
C
contemacious
D
contumacious
• Complete Sentence: Despite multiple warnings, the contumacious employee refused to comply with the company’s safety regulations.
- Bangla Meaning: একাধিক সতর্কতা সত্ত্বেও, অবাধ্য কর্মী কোম্পানির নিরাপত্তা বিধিমালা মানতে অস্বীকৃতি জানিয়েছিল।
• Contumacious (adjective)
English Meaning: stubbornly or willfully disobedient to authority.
Bangla Meaning: প্রত্যাহার বা কর্তৃত্বের প্রতি জিদ্দি অবজ্ঞাসূচক।
Example Sentence:
- The student was contumacious when he refused to follow the school rules.
- Contumacious behavior in court can lead to contempt charges.

0
Updated: 1 month ago
What is the meaning of "Quorum"?
Created: 3 weeks ago
A
The final decision of a committee
B
A rule for managing meetings
C
The summary of a discussion
D
Minimum number of members to conduct a meeting
The correct answer is - ঘ) Minimum number of members to conduct a meeting
Quorum (Noun)
-
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made
-
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
Synonyms (সমার্থক শব্দ):
-
Attendance (উপস্থিতি)
-
Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন)
-
Assemblage (সমাবেশ)
-
Gathering (জমায়েত)
-
Meeting (সভা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Absence (অনুপস্থিতি)
-
Non-attendance (অনুপস্থিতি)
-
Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব)
-
Insufficient (অপর্যাপ্ত)
-
Deficient (ঘাটতি)
Other Forms:
-
Quorate (adjective): যেখানে বৈধ সংখ্যক সদস্য উপস্থিত থাকে
Example Sentences:
-
If a quorum is not present, the meeting must be adjourned.
-
Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 3 weeks ago